1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনাপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

১৭ জুলাই ২০১৯

মিয়ানমারের সেনাপ্রধানসহ চার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও তাঁদের পরিবারের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র৷ রোহিঙ্গাদের ‘জাতিগত নিধনে' তাঁদের ভূমিকার কারণে সিদ্ধান্ত নেয়া হয় জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়৷

Myanmar: Zehn muslimische Rohingya-Männer knien mit gefesselten Händen im Inn-Din-Dorf
ছবি: Reuters/Handout

বিবৃতিতে বলা হয়েছে, দুই বছর আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় সেনাপ্রধান মিন অং লায়িংসহ অন্য কর্মকর্তাদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে৷ বাকি তিন সেনা কর্মকর্তা হলেন উপ-সেনাপ্রধান সোয়ে উইন, ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং ব্রিগেডিয়ার জেনারেল অং অং৷

রোহিঙ্গাদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অভিযুক্ত সৈন্যদের মুক্তির বিষয়টিও বিবৃতিতে উঠে এসেছে৷ সেনাপ্রধান মিন অং লায়িং-এর নির্দেশে তাদের ছেড়ে দেয়া হয়৷ এই ঘটনা ‘সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহিতার অভাবের একটি গুরুতর উদাহরণ' বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়৷

নিষেধাজ্ঞার কারণে চার কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে পারবেন না৷

মিয়ানমারের প্রতিক্রিয়া

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা এরিন মারফি বলছেন, নিষেধাজ্ঞার কারণে  সেনা কর্মকর্তারা হয়ত  সরাসরি ক্ষতিগ্রস্ত নাও হতে পারেন৷ তবে তাঁদের সন্তান ও নাতি-নাতনিদের মধ্যে যাঁরা যুক্তরাষ্ট্রে ঘুরতে কিংবা পড়াশোনা করতে আগ্রহী ছিলেন, তাঁরা সমস্যায় পড়বেন৷

মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন এই নিষেধাজ্ঞা পুরো সামরিক বাহিনীর উপর একটি আঘাত বলে মন্তব্য করেছেন৷ ‘‘সামরিক বাহিনী যেহেতু একটি প্রতিষ্ঠান, যা উপর থেকে নীচ পর্যন্ত বিভিন্ন আদেশ দ্বারা পরিচালিত হয়, এই নিষেধাজ্ঞা শুধু শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নয়, এটা পুরো সামরিক বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা,'' বলেন তিনি৷

যুক্তরাষ্ট্র গতবছর মিয়ানমারের কয়েকজন জুনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল৷

জেডএইচ/কেএম (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ