1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে চান রোহিঙ্গারা

২০ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি আর্মি (এআরএসএ)-র বার্তায় উজ্জীবিত হচ্ছেন রোহিঙ্গা শরণার্থীরা৷ তাঁরা বলছেন, সুযোগ পেলে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়বেন তাঁরা৷

ছবি: DW/A. Hoekstra

বাংলাদেশের আশ্রয়কেন্দ্রে তাঁদের সঙ্গে কথা বলেছে ডয়চে ভেলে৷

দুই সপ্তাহ আগে ২০ বছর বয়সি আইয়ুব রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন৷ কিন্তু এখানকার অনেক রোহিঙ্গার মতো তিনিও নিজ দেশে ফিরে যেতে চান এবং বিদ্রোহী গোষ্ঠী এআরএসএ-তে যোগ দিতে চান৷ এআরএসএ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে৷ আইয়ুব লড়তে চান, কারণ মিয়ানমারের সেনাবাহিনী তাঁকে এবং তাঁর পরিবারকে দেশছাড়া করেছে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘এআরএসএ যদি আমাকে সামরিক প্রশিক্ষণ দেয় এবং অস্ত্র দেয়, আমি অবশ্যই তাদের সঙ্গে যোগ দেবো৷’’

কেবল আইয়ুব না, রোহিঙ্গা শরণার্থীদের অনেকেই বললেন, সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দেয়ার এটাই সঠিক সময়৷ আইয়ুব আরও বললেন, ‘‘মিয়ানমার সেনাবাহিনী দীর্ঘদিন ধরে আমাদের শোষণ করে চলেছে৷ তাই এআরএসএ'র প্রতি আমরা কৃতজ্ঞ যে, তাঁরা আমাদের রক্ষায় এবং আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে৷ আমি আমার সম্প্রদায়কে বাঁচানোর জন্য লড়াই করতে চাই৷’’

সহিংসতার বিরুদ্ধে পাল্টা সহিংসতা:

গত ২৪শে আগস্ট মিয়ানমারের রোহিঙ্গাদের বিদ্রোহী গোষ্ঠী ৩০টি থানা এবং পুলিশ ঘাঁটিতে হামলঅ চালায়৷ তাতে ১২ জন নিহত হয়৷ এর পরই লাখাইন রাজ্যে অভিযান শুরু করে সেনাবাহিনী৷ ঐ অভিযানের অংশ হিসেবে জ্বালিয়ে দেয়া হয় গ্রামের পর গ্রাম৷ হত্যা ও নির্যাতন চালানো হয় রোহিঙ্গাদের উপর৷ এমনকি ধর্ষণের অভিযোগও রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে৷ শরণার্থীদের মুখে এসব ঘটনার বিভৎস বর্ণনা শুনেছেন ডয়চে ভেলের প্রতিবেদক৷ এমনই একজন সদু মিয়া জানালেন, সেনাবাহিনী একটি গ্রামের সব তরুণকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে৷ তিনি তখন জঙ্গলেই এক জায়গায় লুকিয়ে ছিলেন৷ রাত নামলে তিনি জীবিতদের খোঁজে বের হয়েছিলেন৷ ভাগ্য গুণে যদি তরুণদের কেউ বেঁচে গিয়ে থাকে! কিন্তু তেমন কাউকে পাননি৷ সদু মিয়ার চোখে জ্বলছে ক্ষোভের আগুন৷ জানালেন, ফিরে গিয়ে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিতে প্রস্তুত তিনি৷ সদু মিয়াসহ রোহিঙ্গা শরণার্থীদের বেশিরভাগই পেশায় কৃষক ও জেলে৷ কিন্তু প্রশিক্ষণ পেলে তাঁরা যুদ্ধে যেতে প্রস্তুত৷

জঙ্গি নাকি মুক্তিযোদ্ধা:

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি'র তথ্য অনুযায়ী, এআরএসএ বিদ্রোহী নেতাদের সবাই রোহিঙ্গা৷ তাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা বা ইসলামিক স্টেটের কোনো যোগসূত্র নেই৷ এদের বেশিরভাগই বড় হয়েছেন সৌদি আরবে৷ ভিডিও বার্তায় এআরএসএ'র বিদ্রোহীরা জানিয়েছেন, তারা জঙ্গি নন, তারা যোদ্ধা, যারা রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য এবং তাদের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন৷

আটে হোয়েকস্ট্রা/এপিবি

প্রিয় পাঠক, আপনার কিছু বলার থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ