ট্রাম্পের স্ত্রী-কন্যার মন্তব্য জানতে চান মেরিল স্ট্রিপ
৪ জানুয়ারি ২০১৮মি টু হ্যাশট্যাগ সম্পর্কে কিছু না বলায় অস্কার জয়ী এই হলিউড অভিনেত্রীকে এর আগে সমালোচনা শুনতে হয়েছে৷ নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এর ব্যাখ্যা দিয়েছেন মেরিল৷ তিনি বলেন, হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির যেসব অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তাঁর কিছু জানা নেই৷ তাই এ সম্পর্কে কোনো মন্তব্যে যাননি তিনি৷
‘‘তাঁর অনেক মেয়েবন্ধু ছিলেন বলে জানি৷ কিন্তু কাজের জন্য যৌন সম্পর্কে লিপ্ত হতে মেয়েরা বাধ্য হয়েছে, এটা বললে আসলে মেয়েগুলোর যোগ্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়৷ আর হার্ভি কখনো আমাকে হোটেল রুমে ডাকেননি৷'' গেল বুধবার দেয়া সাক্ষাৎকারে বলছিলেন কিংবদন্তী এই অভিনেত্রী৷
এ কারণেই সাময়িকভাবে চুপ ছিলেন বলে জানিয়ে মেরিল বলেন, ‘‘আমি বুঝতে পারিনি মানুষ এ বিষয়ে আমার প্রতিক্রিয়া জানতে চাইছিল৷'' আর উইনস্টেইন এত ভালো ভালো কাজ করেছেন যে, তিনি যে এতটা বাজে লোক হতে পারেন, তা হজম করতেও সময় নিচ্ছিলেন বলে জানালেন স্ট্রিপ৷
মেরিল বলেন, ‘‘আরো অনেক ক্ষমতাধর নারী আছেন৷ তাঁরাও কেন এসব ব্যাপারে চুপ, তা জিজ্ঞেস করুন৷''
‘‘মেলানিয়া ট্রাম্প কেন চুপ, তা জানতে চাই৷ আমি তাঁর কাছ থেকে শুনতে চাই৷ তাঁরও খুব গুরুত্বপূর্ণ কিছু বলার থাকতে পারে৷ এমনকি ইভাঙ্কা ট্রাম্পের কাছ থেকেও...৷''
কৃষ্ণাঙ্গ নারী তারানা বুর্কে ২০০৬ সালে যৌন নির্যাতনবিরোধী ‘মি টু' আন্দোলন শুরু করেছিলেন৷ এরপর হলিউডের প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁসের সূত্র ধরে মার্কিন অভিনেত্রী অ্যালিসা মিলানো গেল বছর আবারো ‘মি টু' হ্যাশট্যগের এই প্রচারণা শুরু করেন৷
এলিজাবেথ গ্রেনিয়ের/জেডএ