1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের স্ত্রী-কন্যার মন্তব্য জানতে চান মেরিল স্ট্রিপ

৪ জানুয়ারি ২০১৮

মি টু হ্যাশট্যাগ সম্পর্কে নিজে কেন চুপ ছিলেন এতদিন তার ব্যাখ্যা দিয়ে মেরিল স্ট্রিপ বলেছেন, এ বিষয়ে মেলানিয়া ও ইভাঙ্কা ট্রাম্পের মতো অন্য ক্ষমতাধর নারীরাও কিছু বলেননি৷

Berlin Berlinale Meryl Streep
ছবি: picture-alliance/dpa/T. Brakemeier

মি টু হ্যাশট্যাগ সম্পর্কে কিছু না বলায় অস্কার জয়ী এই হলিউড অভিনেত্রীকে এর আগে সমালোচনা শুনতে হয়েছে৷ নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এর ব্যাখ্যা দিয়েছেন মেরিল৷ তিনি বলেন, হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির যেসব অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তাঁর কিছু জানা নেই৷ তাই এ সম্পর্কে কোনো মন্তব্যে যাননি তিনি৷

‘‘তাঁর অনেক মেয়েবন্ধু ছিলেন বলে জানি৷ কিন্তু কাজের জন্য যৌন সম্পর্কে লিপ্ত হতে মেয়েরা বাধ্য হয়েছে, এটা বললে আসলে মেয়েগুলোর যোগ্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়৷ আর হার্ভি কখনো আমাকে হোটেল রুমে ডাকেননি৷'' গেল বুধবার দেয়া সাক্ষাৎকারে বলছিলেন কিংবদন্তী এই অভিনেত্রী৷

ছবি: Getty Images/A.E. Rodriguez

এ কারণেই সাময়িকভাবে চুপ ছিলেন বলে জানিয়ে মেরিল বলেন, ‘‘আমি বুঝতে পারিনি মানুষ এ বিষয়ে আমার প্রতিক্রিয়া জানতে চাইছিল৷'' আর উইনস্টেইন এত ভালো ভালো কাজ করেছেন যে, তিনি যে এতটা বাজে লোক হতে পারেন, তা হজম করতেও সময় নিচ্ছিলেন বলে জানালেন স্ট্রিপ৷

মেরিল বলেন, ‘‘আরো অনেক ক্ষমতাধর নারী আছেন৷ তাঁরাও কেন এসব ব্যাপারে চুপ, তা জিজ্ঞেস করুন৷''

‘‘মেলানিয়া ট্রাম্প কেন চুপ, তা জানতে চাই৷ আমি তাঁর কাছ থেকে শুনতে চাই৷ তাঁরও খুব গুরুত্বপূর্ণ কিছু বলার থাকতে পারে৷ এমনকি ইভাঙ্কা ট্রাম্পের কাছ থেকেও...৷''

কৃষ্ণাঙ্গ নারী তারানা বুর্কে ২০০৬ সালে যৌন নির্যাতনবিরোধী ‘মি টু' আন্দোলন শুরু করেছিলেন৷ এরপর হলিউডের প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁসের সূত্র ধরে মার্কিন অভিনেত্রী অ্যালিসা মিলানো গেল বছর আবারো ‘মি টু' হ্যাশট্যগের এই প্রচারণা শুরু করেন৷

ট্রাম্পকে এক হাত নিলেন মেরিল স্ট্রিপ

00:57

This browser does not support the video element.

এলিজাবেথ গ্রেনিয়ের/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ