1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘১৯৭১’

১২ নভেম্বর ২০১১

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘১৯৭১’ এর কাজ শেষ হলো৷ প্রায় সাত বছর ধরে গবেষণা ও চিত্রায়নের পর ছবিটি নির্মিত হলো৷ এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে চার ঘণ্টা৷

’৭১-এর শহীদ বুদ্ধিজীবিদের একাংশছবি: Dhaka National Archives

তাই দুটি পর্বে ভাগ করে প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী হবে আগামী মাস থেকে৷ ছবির পরিচালক, গবেষক ও চিত্রনাট্যকার তানভীর মোকাম্মেল গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, কুষ্টিয়া এবং ভারতের কলকাতা, দিল্লি ও শরণার্থী শিবির গড়ে ওঠা কিছু জায়গায় প্রামাণ্যচিত্রটির জন্য মোট আড়াইশ ঘণ্টা চিত্র ধারণ করা হয়৷

এছাড়া ইউরোপ-অ্যামেরিকার বিভিন্ন চলচ্চিত্র সংগ্রহশালা ও অন্যান্য উৎস থেকে বেশ কিছু দুষ্প্রাপ্য চিত্র সংগ্রহ করা হয়েছে৷ এ জন্য মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও ছাত্রনেতা, সেক্টর কমান্ডার, গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষ, ধর্ষিতা নারী, শরণার্থী শিবিরে বসবাসকারী মানুষ ও প্রত্যক্ষদর্শীসহ মোট ১৭৬ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে৷

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল ১৯৫৫ সালে খুলনায় জন্মগ্রহণ করেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ করেন৷ তিনি বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউট এর পরিচালক এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন সভাপতি৷ উইকিপিডিয়ার তথ্য অনুসারে, এখন পর্যন্ত ১২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল৷ এগুলোর মধ্যে স্মৃতি একাত্তর, নদীর নাম মধুমতি, অচিন পাখি, চিত্রা নদীর পারে, লালসালু, লালন এবং কর্ণফুলীর কান্না উল্লেখযোগ্য৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ