1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে মুক্তির পথে ‘গেরিলা’

৩ এপ্রিল ২০১১

মুরগি, কাঁঠালসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী নিয়ে বিভিন্ন পেশার কিছু মানুষ দাঁড়িয়ে৷ বাসে চড়ে গন্তব্যে যাওয়ার পথে পাকিস্তানি সেনারা তাদের দেহ তল্লাশি করছে৷ তাদের সহযোগিতা করছে কয়েকজন রাজাকার৷ ‘গেরিলা’ ছবির দৃশ্যগুলোর একটি এমনই৷

Pakistan, army, surrender, document, Dhaka, Dec, 16, 1971, general, hero, independent, Bangladesh, মুক্তিযুদ্ধ, কাহিনী, নিয়ে, মুক্তি, পথে, ‘গেরিলা’
ছবির চিত্রায়নে এমনই বেশ ঝক্কি পোহাতে হয়েছে গেরিলা’র পরিচালককে (ফাইল ছবি)ছবি: Ishtiaque Zico

বাংলাদেশের স্বাধিকার আদায়ের সংগ্রামের অন্যতম গেরিলা কমান্ডার নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু৷ সে সময় ঢাকা শহরে অসংখ্য গেরিলা হামলার নেতৃত্ব দিয়েছেন৷ যুদ্ধোত্তর বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে নির্মাণ-যুদ্ধ শুরু করেন৷ একজন দক্ষ মঞ্চ সৈনিক৷ তবে এবার তিনি নিজের যুদ্ধ অভিজ্ঞতাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তৈরি করলেন ‘গেরিলা'৷

‘গেরিলা'য় ১৯৭১ সালের অভিজ্ঞতাকেই উপস্থাপন করতে চেয়েছেন তিনি৷ তবে ছবিতে নিজের কোন কাহিনী রাখেননি৷ ঢাকার ভেতরে তাঁর বন্ধু আর সহযোদ্ধাদের কিছু অপারেশন এতে আছে৷ আছে গেরিলা যোদ্ধাদের ভূমিকা৷ ঢাকার সব সাধারণ মানুষের ভূমিকার চিত্রায়নও দেখা যাবে এই ছবিতে৷

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান' অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি৷ গুলশান, ধানমন্ডী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ইস্কাটনসহ মানিকগঞ্জ, ধামরাই, নরসিংদী, দিনাজপুর, পার্বতীপুর, রংপুর, লালমনিরহাট প্রভৃতি জায়গায় চিত্রায়ন হয়েছে ছবিটির৷ ১৯৭১ সালের অগ্নিগর্ভ দিনগুলোতে পাকিস্তান রেলওয়ের তেজগাঁও রেলস্টেশন থেকে নিখোঁজ মুক্তিযোদ্ধা স্বামীর সন্ধানে বোরখা পরে ছদ্মবেশে ট্রেনে চাপেন নারী মুক্তিযোদ্ধা বিলকিস৷ ছবির প্রয়োজনে পার্বতীপুর রেলস্টেশনকে বেছে নেওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘দেশের অন্যান্য স্টেশনে পাকিস্তান যুগের সেই ভাব আজ আর অক্ষুণ্ণ নেই৷ প্রায় বেশিরভাগ স্টেশনই বদলে গেছে৷ কিন্তু পার্বতীপুর সেভাবে বদলায়নি৷ তাই এখানটাকেই উপযোগী মনে হয়েছে৷''


ছবিটিতে শহীদ আলতাফ মাহমুদ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল৷ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদের চরিত্রে বর্ণিতা এবং স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি৷ রয়েছেন স্বনামধন্য অভিনেতা এটিএম শামসুজ্জামান, ফেরদৌস, জয়া আহসান, আজাদ আবুল কালাম, পীযুষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, মাসুম আজিজ, শম্পা রেজা, শতাব্দি ওয়াদুদসহ অনেকেই৷

আগামী ১২ এপ্রিল ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে স্টার সিনেপ্লেক্সে৷ এর দু'দিন পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকাসহ সারাদেশে ‘গেরিলা'র মুক্তি পাওয়ার কথা রয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ