1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাধীনতা দিবস

২৬ মার্চ ২০১২

ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানান৷ সব বয়সের মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের৷ দাবি: দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার চাই৷

ছবি: National Monument of Savar

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে স্বাধীনতার ৪১তম বার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ৷ জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর শহিদদের৷ বরাবরের মতোই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে৷ ৪১ বছর আগের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পূর্ব পাকিস্তানের বাঙালিরা৷

দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইছবি: AP

সোমবার ভোরে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়৷ ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানান৷ তখন বিউগলে বেজে উঠে করুণ সুর৷

পরে স্মৃতিসৌধে ফুল দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া৷ এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের জন্য৷ সব বয়সের মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের৷ তাদের সবার মুখে একই দাবি, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার চাই৷ আবার কেউ কেউ বললেন, অর্থনৈতিক মুক্তি আর দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা৷

সাধারণ মানুষের এমন গণদাবির মুখে, যুদ্ধাপরাধীদের বিচার বিলম্ব হওয়ার কারণ ব্যাখা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷ আর বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও চান যুদ্ধাপরাধীদের বিচার৷ তবে তিনি বলেন, এই বিচার যেন রাজনৈতিক স্বার্থে করা না হয়৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ