1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অবদান অনেক: আলীম হক

২৮ সেপ্টেম্বর ২০১১

জার্মানির বন শহরের বাসিন্দা আলীম হক৷ একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি৷ যুদ্ধের সময় নওগাঁ অঞ্চলে শত্রুপক্ষের বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন আলীম৷ সেসময় পাক সেনাদের যোগাযোগের পথ বন্ধ করতে উড়িয়েছেন অনেক সেতু৷

মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অবদান অনেক: আলীম হকছবি: AP

একাত্তরে স্বাধীনতা যুদ্ধের এক গেরিলা আলীম হক৷ নওগাঁর এই তরুণ মুক্তিযুদ্ধ শুরুর পর পরই চলে যান ভারতে৷ সেখানে গেরিলা প্রশিক্ষণ শেষে বর্ষাকালে যুদ্ধে যোগ দেন তিনি৷ ডয়চে ভেলেকে আলীম বলেন, ‘‘প্রশিক্ষণ শেষে আমাদের শুধু গ্রেনেড দেওয়া হয়েছিল৷ সেগুলো নিয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করতাম এবং শত্রুসেনাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতাম৷''

পাকসেনা এবং রাজাকারদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে আলীমরা সেগুলো পৌঁছে দিতেন অন্য যোদ্ধাদের কাছে৷ বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন বালুরঘাট এলাকায় ছিল তাদের ঘাঁটি৷ আলীমদের দেওয়া তথ্য অনুযায়ী আক্রমণ চালাত মুক্তিযোদ্ধারা৷ তাদের সহায়তা করত ভারতীয় বাহিনী৷

এভাবে তথ্য সংগ্রহ আর শত্রুপক্ষের ক্ষতিসাধন করতে গিয়ে একাধিকবার বিপদে পড়েন আলীম৷ একবার পাক সেনাদের ফাঁদে আটকা পড়তে গিয়েও বেঁচে যান তিনি৷ সেদিন বেঁচে গেলেও বিজয়ের কিছুদিন আগে এক সহযোদ্ধাকে হারান আলীম৷ তাঁর সামনেই মেশিনগানের গুলিতে প্রাণ হারায় প্রিয় বন্ধুটি৷

ছবি: Public domain

আলীম হক ভারতীয় সেনাদের সঙ্গে থেকে যুদ্ধ করেছেন৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন অনেক ভারতীয় সেনা৷ মুক্তিযুদ্ধে তাঁদের অবদান অনেক৷

দেশ স্বাধীন হওয়ার পর উচ্চশিক্ষা সম্পন্ন করেন আলীম হক৷ কিন্তু দেশে তখন চলছে অস্থিরতা, অর্থনৈতিকভাবে বিপর্যন্ত স্বাধীন বাংলাদেশ৷ আশির দশকে জীবন-জীবিকার তাগিদে আলীম তাই পাড়ি জমান জার্মানিতে৷''

বর্তমানে জার্মানির বন শহরের বাসিন্দা আলীম হক৷ দেশের সঙ্গে সরাসরি কোন যোগাযোগ এখন আর তাঁর নেই৷ তবে প্রতিমুহূর্তেই মনে করেন স্বাধীনতার কথা৷ মুক্তিযুদ্ধের গল্প শোনান জার্মানিতে বসবাসরত বাংলাদেশি প্রজন্মকে৷ চেষ্টা করেন বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা করতে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ