1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা ও জনতার সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ'

১৬ ডিসেম্বর ২০২৪

কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠান হলো। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা বলেন, ''বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা ও ভারতীয় জনগণ আমাদের যে সমর্থন করেছিলেন, সামরিক সহায়তা দিয়েছিলেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।''

বিজয় দিবসের অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের পতাকা উড়ছে।
ভারতে আইসিডিসি মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান। ছবি: Satyajit Shaw/DW

ফোর্ট উইলিয়ামের মূল প্রবেশপথের কাছে বিজয় স্মারকে ভারতের সেনা, বিমান ও নৌ বাহিনীর তরফ থেকে পুস্পস্তবক দেয়া হয়। পুস্পস্তবক দেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। অনেকগুলি হেলিকপ্টার থেকে ফুলবর্ষণ করা হয়। 

প্রতিবছর ১৬ ডিসেম্বর ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠান হয়। এই দিনই ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন ৯৩ হাজার পাকিস্তানি সেনা। ভারতে বিজয় দিবসের  প্রধান অনুষ্ঠান হয় ফোর্ট উইলিয়ামে। উদ্য়োক্তা ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড। ১৯৭১-এর যুদ্ধে শামিল বেশ কিছু ভারতীয় সেনা অফিসারও ছিলেন এই অনুষ্ঠানে। 

প্রতিবারই বাংলাদেশ থেকে প্রতিনিধিদল এই অনুষ্ঠানে যোগ দেন। এবারও বাংলাদেশ থেকে ১৭জন প্রতিনিধির দল এসেছেন। সেখানে আছেন মুক্তিযোদ্ধা, তাদের পরিবার এবং সাবেক সেনা অফিসাররা। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। বাংলাদেশের প্রতিনিধিদলের তরফেও বিজয় স্মারকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহিদদের।

আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, ''বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা ও ভারতীয় জনগণ যে আমাদের সমর্থন করেছিলেন, সামরিক সহায়তা দিয়েছিলেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। যে বন্ধুত্ব রচিত হয়েছে, তা নিশ্চিত আজীবন চলবে।''

কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে এভাবেই আকাশ তেকে নামছেন সেনাকর্মীরা। ছবি: Satyajit Shaw/DW

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের অবসরপ্রাপ্ত লেফটোন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তিনি ঢাকায় ছিলেন। ডিডাব্লিউকে তিনি বলেছেন, ''ভারত থেকে তিনদিক দিয়ে সেনা ঢাকায় পৌঁছায়। আমরা গেছিলাম ত্রিপুরার আগরতলা থেকে গঙ্গানগর, আখাউড়া, ব্রাক্ষ্মণবেড়িয়া, আসুগঞ্জ, ভৈরববাজার, নারায়ণগঞ্জ হয়ে ঢাকায়।''

উৎপল ভট্টাচার্য আরো বলেন,'' আমাদের তিনটি নদী পার হতে হয়েছিল। তিতাস, মেঘনা এবং শীতলক্ষ্যা। ভারত থেকে যেদিক দিয়েই যান না কেন, ঢাকা যেতে হলে অন্তত তিনটি নদী পড়বে। আমরা দ্রুত ঢাকা পৌঁছাতে চেয়েছিলাম এবং সেটাই হয়েছিল। এই যাওয়ার ক্ষেত্রে সবসময় শত্রুসেনাকে পরাজিত করে যেতে হবে, তার মানে নেই। তাদের পাশ কাটিয়েও যেতে হয়। এর ফলে তারা যখন বোঝে, তাদের সামনে ও পিছনে আমরা আছি, তখন তারা প্যানিক করে।''

সোমবার ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ''অন্যবার বাংলাদেশ থেকে বড় প্রতিনিধিদল আসে। এবার তুলনায় ছোট প্রতিনিধিদল এসেছিল। ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা গিয়ে প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ করেছিলেন। এবার আটজন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের মানুষ এসেছিলেন এবং দুইজন সেনা অফিসারও ছিলেন।''

দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজয় দিবস উপলক্ষে ফুলের স্তবক দিয়ে শহিদদের স্মরণ করেন।

আগরতলার অনুষ্ঠান

ত্রিপুরা থেকে ডিডাব্লিউর প্রতিনিধি সুমন্ত বন্দ্য়োপাধ্যায় জাানাচ্ছেন, আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিসে বিজয় দিবস পালন করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় বাংলাদেশের জাতীয় পতাকা তোলা হয়।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব আল আমীন বলেছেন, ''ভারতবর্ষের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে মহান মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে যারা আমাদের সঙ্গে কাজ করেছেন, যারা মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে কাজ করেছেন, তাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি।''

আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিসে বিজয় দিবসে পতাকা তোলা হচ্ছে। ছবি: Sumanta Banerjee/DW

এই উপলক্ষ্যে একটি ছবির প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল।

পাকিস্তানের আত্মসমর্পণের সেই ছবি সরিয়ে দেয়া হয়েছে : প্রিয়াঙ্কা গান্ধী

লোকসভায় সোমবার বাংলাদেশের বিজয় দিবস নিয়ে বলতে চেয়েছিলেন ওয়েনাড় থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু তিনি বলার সুযোগ পাননি।

পরে প্রিয়াংকা-সহ কংগ্রেস সাংসদরা সংসদ ভবন বিক্ষোভ দেখান। সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কা বলেন,

''বিজয় দিবসে আমরা যে লড়াই করেছিলাম, তা ছিল অত্যাচারের বিরুদ্ধে লড়াই। আমাদের স্বাধীনতার সময়েও একই লড়াই ছিল।''

প্রিয়াংকা বলেন, ''সেই সময় ইন্দিরা গান্ধী পুরো বিশ্বে ঘুরেছিলেন। কেউ পাশে দাঁড়ায়নি। আমাদের সেনা, আমাদের জনতা, আমাদের সরকার  মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায়।'' তার অভিয়োগ, ''আজ বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। সরকার এর প্রতিবাদ করুক। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুক।''

প্রিয়াঙ্কার অভিয়োগ, ''সেনার সদরদপ্তরে ভারতীয় সেনার সামনে পাকিস্তানের সেনা আত্মসমর্পণ করছে সেই ছবি সরিয়ে দেয়া হয়েছে। এটা ম্যানেকশ'দের অপমান করা। ওই ছবি ফিরিয়ে আনতে হবে।'' 

জিএইচ/এসিবি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ