1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযুদ্ধে সংগীত ছিল জাগরণের হাতিয়ার

১৫ ডিসেম্বর ২০১১

১৬ই ডিসেম্বর৷ ৭১-এর এই দিনে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ৷ ৭১-এর মুক্তিযুদ্ধে সংগীত ছিল জাগরণের এক হাতিয়ার৷

মুক্তিযুদ্ধের কারণে আমরা পেয়েছি নিজস্ব একটি পতাকাছবি: AP

৭১-এর মুক্তিযুদ্ধে  মুক্তিকামী বাঙালির কাঙ্খিত অধিকার প্রতিষ্ঠায় সংগীত দিয়েছে উদ্দীপনা, অনুপ্রেরণা৷ দেখিয়েছে আশার আলো৷ যুদ্ধ চলাকালে বাঙালির মনোবল অক্ষুন্ন রাখার জন্য বহু সংগীতশিল্পী অক্লান্তভাবে গেয়েছেন জাগরণের গান৷

নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানী সেনাবাহিনীর নিধনযজ্ঞের বিরুদ্ধে, মুক্তিকামী বাঙালিকে অনুপ্রাণিত করতে ব্রতী হোন অসংখ্য সংগীত শিল্পী৷ এক দল তরুণ শিল্পী, একটি ট্রাকে করে মুক্তাঞ্চলে প্রবেশ করে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মনোবল চাঙ্গা করতে গেয়ে শোনান বাংলার জয়গান৷

একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ভাল ছবির জন্য অস্ত্র ধরি....একের পর এক অসংখ্য মুক্তির গান রেকর্ড করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নির্ভীক সব সুরকার, সংগীত শিল্পীরা৷ যারা সেই সময় মানুষের অবর্ণনীয় বেদনা ও দুঃখ দুর্দশা ভুলিয়ে দিতে গেয়ে শোনান রক্তিম সুর্যের গান৷

১৬ ডিসেম্বর, বহু রক্তদান, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে মুক্ত হয় বাংলাদেশ৷ ৭১-এর এই দিনটিতেই বাঙালি জাতি ছিনিয়ে আনে তাদের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা৷ অস্ত্র সমর্পণ করে পাকিস্তানি সেনারা৷ বাংলাদেশের আকাশে বাতাসে ধ্বনিত হয় বিজয়ের গান৷ 

প্রতিবেদন: মারুফ আহমেদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ