1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা ছবি

৭ এপ্রিল ২০১২

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ৷ জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে বাংলাদেশ৷ তাই পরিবেশ নিয়ে এবার ছবি তৈরি করলেন পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড৷

***ACHTUNG: Verwendung nur wie mit Zulieferer Ahm Abdul Hai abgesprochen!*** Bildunterschrift: Schauspieler und Schauspielerin im Flußbett ohne Wasser in dem Film Ontordhan aus Bangladesch. Datum: 17.03.2012 Eigentumsrecht: Syed Wahiduzzaman Diamond, Regisseur, Dhaka, Bangladesch Stichwort: Hai, Film, Bangladesch, Bangladesh, Ontordhan, Diamond, Director, Wahiduzzaman
অন্তর্ধান ছবির একটি দৃশ্যছবি: Syed Wahiduzzaman Diamond

দুই ঘণ্টা এক মিনিট দীর্ঘ এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, নিপুণ, রবিউল আলম রবু, ওয়াহিদা সাবরিনা, টনি, বিনয় ভদ্র ও রেখা চৌধুরী৷ চাঁপাই নবাবগঞ্জের আলাতলীতে শুরু করে এর চিত্রায়ন শেষ হয় পাবনার হার্ডিঞ্জ ব্রিজের নিচে৷ চলমান এইচএসসি পরীক্ষা শেষে আগামী মে মাসে ছবিটি মুক্তি পাবে বলে ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন পরিচালক ডায়মন্ড৷

ছবিটির প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, ‘‘আমাদের দেশ ছিল নদীমাতৃক দেশ৷ কিন্তু এখন আমাদের দেশের নদীগুলো কীভাবে শুকিয়ে যাচ্ছে এবং তা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে - এ বিষয়টিই ছবিটিতে তুলে ধরা হয়েছে৷ বিশেষ করে এক সময়ের প্রমত্তা পদ্মা নদী এখন মরা পদ্মা হিসেবে খ্যাতি লাভ করেছে৷ পদ্মার সেই খ্যাতি লাভ এবং এর ফলে পদ্মার উপর নির্ভরশীল মানুষগুলোর যে পরিস্থিতি সেসব কিছু উঠে এসেছে আমার ‘অন্তর্ধান' ছবিটিতে৷ এই ‘অন্তর্ধান', পদ্মার অন্তর্ধান, নদীর অন্তর্ধান৷''

অন্তর্ধান ছবির একটি দৃশ্যছবি: Syed Wahiduzzaman Diamond

অন্তর্ধান ছবিটির ঘটনা প্রবাহ সম্পর্কে পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড জানান, ‘‘পদ্মার চরে বসে দু'টি বাচ্চা খেলছে৷ খেলার ছলে তারা হাত দিয়ে দু'টি পুকুর করেছে৷ নিজেদের পুকুরে তারা পদ্মার ছলছলানি থেকে পানি তুলে ভরিয়ে দেয়৷ পুকুর দু'টিতে তারা ছোট ছোট মাছ ছাড়ে৷ কিন্তু ছেলেটি প্রথমে তার পুকুরে যথেষ্ট পানি পাচ্ছিল না৷ তাই মেয়েটির পুকুরের মুখে বালি দিয়ে বাঁধ তৈরি করে দেয়৷ এরপর এক সময় দেখা যাচ্ছে, মেয়েটির পুকুরের পানি শুকিয়ে গেছে এবং মাছটি মারা গেছে৷ আর এক অশীতিপর বৃদ্ধা পদ্মার ঘাটে বসে তাদের এসব ঘটনা দেখছে৷ এছাড়া গাঁয়ের পথ দিয়ে গরুর গাড়ি যাচ্ছে৷ গানের সুর ভেসে আসছে ‘ও কি গাড়িয়াল ভাই'৷ তখন বৃদ্ধার মনে পড়ে যায়, আগে পদ্মার বুকে অথৈ পানি ছিল৷ আর মাঝিরা নৌকা নিয়ে যাওয়ার সময় গাইতো ‘সর্বনাশা পদ্মা নদী'৷ যাহোক, পুকুর যখন শুকিয়ে গেছে তখন নদী নামের মেয়েটি আকাশ নামের তার খেলার সাথীকে বলছে, ‘তুই যদি আমাকে একটু পানি দিতি, তাহলে আমার মাছটা মারা যেতো না'৷ এখানেই ছবির সমাপ্তি ঘটে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ