1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেশমার জীবনযুদ্ধের গল্প

১২ সেপ্টেম্বর ২০১৫

আদালতের নিষেধাজ্ঞার কারণে দেরি হয়েছে, তবে খুব বেশি নয়, মাত্র এক সপ্তাহ৷ দর্শকদের মাত্র এক সপ্তাহ অপেক্ষায় রেখে অবশেষে মুক্তি পেয়েছে রানা প্লাজার ধংসস্তূপের নীচে রেশমার ১৭ দিন আটকে থাকার গল্প৷

Bangladesch Überlebende nach 17 Tagen gerettet
ছবি: Getty Images/STRDEL

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে পড়ায় প্রায় সাড়ে এগারোশ’ মানুষ মারা যায়৷ নিহতদের প্রায় সবাই পোশাক শ্রমিক৷ ভবনটি ধসে পড়ার ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় রেশমা আক্তারকে৷ পোশাক শ্রমিক রেশমাকে জীবিত উদ্ধারের সেই সত্যি ঘটনার সঙ্গে প্রেমের কল্পনার রং মিলিয়েই তৈরি হচ্ছে পূর্ণ দৈর্ঘ চলচ্চিত্র ‘রানা প্লাজা’৷ ছবিটির প্রদর্শনী ও সম্প্রচার ছয় মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ তবে সুপ্রিম কোর্ট সেই আদেশ খারিজ করে দেয়ায় নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরই ছবিটি মুক্তি পেল৷

ছবিটির পরিচালক নজরুল ইসলাম খান৷ রেশমার চরিত্র রূপায়ন করেছেন পরিমনি৷ পরিচালক নজরুল ইসলাম খান এবং নায়িকা পরিমনি এই প্রথম সত্যি ঘটনা নিয়ে তৈরি প্রেমের ছবির জন্য আলোচনায় এলেন৷ ‘রানা প্লাজা’ ছবিতে পরিমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত সায়মন৷

২ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেণ্ডের এই চলচ্চিত্রটি প্রচারে একাধিকবার বাধা এসেছে৷ শুটিং শুরুর পরই কেউ কেউ এ ছবি ‘গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করে তুলতে পারে’ – এমন আশঙ্কা প্রকাশ করেন৷ পরে সেন্সর বোর্ডের রিভিউ কমিটিও ছবিটি নিয়ে আপত্তি তোলে৷ ‘রানা প্লাজা’-কে সনদ না দেওয়ার সিদ্ধান্তও হয়েছিল৷ ‘ভীতিকর দৃশ্য’ দেখানোর অভিযোগে তারপর হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম৷ প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ‘রানা প্লাজা’-র প্রদর্শনী ও সম্প্রচার ছয় মাস স্থগিত রাখার নির্দেশ দেয়৷ শুরুতে আপত্তি থাকলেও সেন্সর বোর্ড পরে ছবিটিকে সনদ দিয়েছিল৷ হাইকোর্ট সেই সনদের কার্যকারীতাও ছয় মাসের জন্য স্থগিত করে৷ হাইকোর্টের এই দু’টো সিদ্ধান্ত আপিল বিভাগে খারিজ হওয়ার কারণেই শুক্রবার মুক্তি পেল ‘রানা প্লাজা’৷

এসিবি/ডিজি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক সমকাল)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ