1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘খুন হচ্ছে আর সরকার ঘুমাচ্ছে'

৯ মে ২০১৬

একের পর এক হত্যার ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে৷ এবার রাজশাহীতে একজন ‘পীরকে' হত্যা করা হলো৷ সাম্প্রতিক কোনো হত্যাকাণ্ডেরই সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না দেখে অনেকেই হতাশ৷

প্রতীকী ছবি
ছবি: bilderbox

গত শুক্রবার রাজশাহীর তানোর উপজেলায় ৬৫ বছর বয়সি স্থানীয় পীর মোহাম্মদ শহীদুল্লাহকে হত্যা করা হয়৷ সকালে তিনি চাঁপাইনবাবগঞ্জে তাঁর অনুসারীদের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন৷ সন্ধ্যায় এক আমবাগানে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়৷ মোহাম্মদ শহীদুল্লাহর পরিবারের ধারণা, চাপাইনবাব গঞ্জ যাবার পথেই ধরে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে৷ শহীদুল্লাহর ঘাড় ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল৷

এক পীরের অনুসারী মোহাম্মদ শহীদুল্লাহ গত ৫-৬ বছরে নিজেও পীর হিসেবে পরিচিতি লাভ করেছিলেন৷ তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, হত্যার আগে তাঁকে কেউ কোনো হুমকি দেয়নি এবং এলাকার সবার সঙ্গে তাঁর সুসম্পর্কই ছিল৷

এর কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে একইভাবে হত্যা করা হয়৷ তারপর টাঙ্গাইলে হত্যা করা হয় এক হিন্দু দর্জি নিখিল জোয়ার্দারকে৷ নিহত ব্যক্তির বিরুদ্ধে চার বছর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলা হয়েছিল৷ পুলিশ ধরে নিয়ে আটকও করেছিল তাঁকে৷ তবে অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে নেয়ায় কারাবাস দীর্ঘ হয়নি৷ কিন্তু গত ২৩শে এপ্রিল তাঁকে হত্যা করা হয়৷ এ হত্যারও দায় স্বীকার করে তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস৷

নিখিল জোয়ার্দার হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তারকৃতদের একজন দৈনিক ইনকিলাবের স্থানীয় সংবাদদাতা, একজন জামায়াতে ইসলামীর নেতা ও মাদ্রাসা শিক্ষক এবং অন্যজন বিএনপিকর্মী৷

এক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বা তদন্তে অগ্রগতির আগেই আসছে নতুন কোনো নৃশংসতার খবর৷ এ সব থামানোর জন্য সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগকে যথেষ্ট মনে করছেন না অনেকেই৷ বরং অনেকেই মনে করছেন, সরকার ও আইন-শৃঙ্খলারক্ষাবাহিনীর ভূমিকা প্রকারান্তরে হত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছে৷ টুইটারে একজন সেরকম হতাশা ও ক্ষোভ নিয়েই লিখেছেন, ‘বাংলাদেশ এ এখন নিয়মিতভাবে মুক্ত চিন্তার লোক খুন হচ্ছে আর সরকার ঘুমাচ্ছে৷'

সরকার ও আইন-শৃঙ্খলারক্ষাবাহিনীর ভূমিকা প্রকারান্তরে হত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছ – এ কথা কি আপনি বিশ্বাস করেন? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ