1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্ত চিন্তা: কাটা পড়ছে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ নভেম্বর ২০১৫

বাংলাদেশের মুক্ত চিন্তার ওপর এখন আঘাত আসছে দু'দিক থেকেই৷ উগ্রবাদী ধর্মান্ধগোষ্ঠী এখন ‘নাস্তিক-ব্লগার' ছাড়িয়ে লেখক-প্রকাশকদের ওপর হামলা চালাচ্ছে, হত্যা করছে৷ সরকার নানা আইন আর অজুহাতে মুক্তমত প্রকাশকে বাধাগ্রস্ত করছে৷

Bangladesch neuer Angriff auf säkulare Verleger und Autoren Demo
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

এ অভিযোগ মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের৷ বলা বাহুল্য, বাংলাদেশে ব্লগার হত্যার আগেই সাহিত্যিকদের ওপর হামলা হয়৷ প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের ওপর হামলা হয় ২০০৪ সালে ২৭শে ফেব্রুয়ারি৷ পরে তিনি জার্মানিতে মারা যান৷ এরপর গত এক বছরে চারজন ব্লগারকে হত্যা করা হয়৷ সর্বশেষ প্রকাশকদের ওপর হামলা এবং প্রকাশক দীপনকে হত্যা করা হয়৷

আর মঙ্গলবার হত্যার হুমকি দেয়া হয় সাহিত্যিক এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামানকে৷ তিনিসহ ৩৪ জন লেখক ও বুদ্ধিজীবী এই হামলা ও হত্যার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিবৃতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে হুমকি দেয়া হয়৷

অন্যদিকে বাংলাদেশ সরকার এখন ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিয়ন্ত্রণের চিন্তা করছে৷ তারা মনে করছে এইসব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনের সুবিধা নিচ্ছে সন্ত্রাসী এবং জঙ্গিরা৷ তবে এর আগে ব্লগার আসিফ মহিউদ্দিনসহ চারজন ব্লগারকে আটক করা হয় তথ্য প্রযুক্তি আইনে৷ এই আসিফ মহিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করেছিল উগ্রবাদীরা৷

মানবাধিকার নেতা নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখন আর কথিত নাস্তিক ব্লগার নয়, উগ্রবাদীরা প্রকাশক লেখকসহ মুক্তচিন্তার সবাইকে টার্গেট করেছে৷ তারা মূলত দেশে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করে দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটাতে চায়৷''

তিনি বলেন, ‘‘পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে আমাদের সামনে আরো খারাপ অবস্থা অপেক্ষা করছে৷ দেশে মুক্ত চিন্তা আজ বিপর্যয়ের মুখে৷''

তিনি আরো বলেন, ‘‘অন্যদিকে সরকার আইসিটি আইনের ৫৭ ধারা দিয়ে মুক্ত চিন্তা, বাক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে চাইছে৷ এই আইনের প্রয়োগ করে সরকার তার সমালোচনা বন্ধ করতে চাইছে৷ আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন নিয়ন্ত্রণের কথা শোনা যাচ্ছে৷ এটা হলে মুক্তচিন্তা আরো বাধাগ্রস্ত হবে৷'' তাঁর মতে, ‘‘সরকার যতই বলুক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে এটা করা হচ্ছে, বাস্তবে তা নয়৷ বাস্তবতা হচ্ছে সরকার মুক্তচিন্তাকে নিয়ন্ত্রণ করতে চায়৷''

সরকার কি সত্যিই মুক্তচিন্তাকে নিয়ন্ত্রণ করতে চায়? আপনি কী বলেন? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ