1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্লিন্টন বনাম ট্রাম্প: কে জিতলেন?

২৭ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষ দুই প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সোমবার প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে৷ সিএনএন-এর জরিপ বলছে ক্লিন্টন জিতেছেন, তবে ট্রাম্পকেও বিজয়ী বলছে কোনো কোনো জরিপ৷

ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টন
ছবি: Getty Images/DW Montage

সিএনএন-এর জরিপ অনুযায়ী, ৬২ শতাংশ ভোটার মনে করছেন বিতর্কে জয়ী হয়েছেন ক্লিন্টন৷

এদিকে ‘টাইম' ম্যাগাজিন তাদের ওয়েবসাইটে বিজয়ী নির্ধারণে একটি জরিপের  আয়োজন করেছে৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ১১ লক্ষ ৮৬ হাজারের বেশি৷ ক্লিন্টন ও ট্রাম্প দু'জনই ৫০ শতাংশ করে ভোট পেয়েছেন৷

ডয়চে ভেলের টুইটার অ্যাকাউন্টেও জরিপের ব্যবস্থা করা হয়েছে৷ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট পড়েছে ২,৩৮৬টি৷ ক্লিন্টন পেয়েছেন ২৮ শতাংশ আর ট্রাম্প ৬৩ শতাংশ৷

সিএনবিসি ইন্টারন্যাশনালের টুইটার জরিপেও এখন পর্যন্ত ট্রাম্পকে বিজয়ী দেখা যাচ্ছে৷

টুইটার জানিয়েছে, বিতর্ক নিয়ে ব্যবহারকারীদের মধ্যে আলোচনার ৬২ শতাংশ সময় ট্রাম্পকে নিয়ে আলোচনা হয়েছে৷ ফেসবুকের ক্ষেত্রে সেটি ছিল ৭৯ শতাংশ৷ তবে সোশ্যাল মিডিয়া বিশ্লেষণকারী সংস্থা ‘জুম্পফ' বলছে, টুইটারে ক্লিন্টনকে নিয়ে একটি নেতিবাচক মন্তব্যের বিপরীতে তাঁকে নিয়ে ইতিবাচক কথা এসেছে ১.৫টি৷ আর ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি ১:১, অর্থাৎ একটি নেতিবাচক মন্তব্যের বিপরীতে সমান সংখ্যক ইতিবাচক কথা এসেছে৷

এদিকে, বার্তা সংস্থা এএফপি  জানিয়েছে, দেড় ঘণ্টার বিতর্কে ক্লিন্টন ভালো করেছেন বলে মনে করছেন এশিয়ার বিনিয়োগকারীরা৷ তার প্রতিফলন দেখা গেছে, এশিয়ার বিভিন্ন শেয়ারমার্কেটের লেনদেনে৷

Clinton and Trump spar over trade, taxes

02:02

This browser does not support the video element.

বিতর্কে যেসব বিষয় আলোচিত হয়েছে

অর্থনীতি, বর্ণবাদ থেকে শুরু করে সাইবার নিরাপত্তা, সন্ত্রাস, অভিবাসন ইত্যাদি নানা বিষয় নিয়ে মন্তব্য করেছেন হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প৷ তবে ব্যক্তিগত পর্যায়েও একে অপরকে আক্রমণ করেছেন দু'জন৷ ট্রাম্প আঙুল তোলেন হিলারির ই-মেল কেলেঙ্কারির দিকে৷ অভিযোগ করেন, হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস ‘বিস্তৃত' হয়েছে৷ ক্ষমতায় গেলে আইএসকে পরাজিত করতে ইরাকের সব তেল তুলে নেয়ার ঘোষণা দেন তিনি৷ কয়েক সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত ক্লিন্টন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মতো ‘শারীরিক সক্ষমতা' রাখেন কিনা, সে প্রশ্নও তোলেন ট্রাম্প৷

অন্যদিকে, নির্বাচনি প্রচার শুরুর পর ট্রাম্প কেন তাঁর আয়করের খতিয়ান প্রকাশ করেননি, তা নিয়ে প্রশ্ন তোলেন ক্লিন্টন৷ রাষ্ট্রীয় অবকাঠামোর মধ্যে থাকা ‘বর্ণবাদ' দমনে কাজ করার আগ্রহ প্রকাশ তিনি৷ বারাক ওবামার জন্ম ‘যুক্তরাষ্ট্রে কিনা' নির্বাচনি প্রচারে এমন প্রশ্ন তোলায় ট্রাম্পের ‍বিরুদ্ধে ‘বর্ণবাদী আচরণের' অভিযোগ আনেন ক্লিন্টন৷

দুই প্রার্থীর মধ্যে পরবর্তী বিতর্ক হবে ৯ অক্টোবর৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি, রয়টার্স, বিডিনিউজ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ