1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুখোমুখি পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ

২৩ মার্চ ২০১১

আজ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ৷ ক্রিকেটপ্রেমীরা বাংলাদেশ সময় দুপুর আড়াইটার অপেক্ষায় রয়েছেন৷ কারণ ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে এই খেলা৷

পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদিছবি: picture alliance/dpa

যা বলছেন দু' দলের অধিনায়করা

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা আলাদা আলাদা দেশ হলেও ক্রিকেট নিয়ে এইসব দেশের মানুষদের মাতামাতি এবং জীবনযাত্রা অনেকটা একইরকম৷ তাই গণমাধ্যমকে আফ্রিদি বলেছেন, উপমহাদেশকে নিজের দেশের মতোই মনে হয়৷ স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ উপমহাদেশের দেশ পাকিস্তানকেই সমর্থন করছে৷ তাই অন্যসময়ে যারা ওয়েস্ট ইন্ডিজের ভক্ত ছিলেন তাঁরাও আজ এই দেশটির সমর্থন করবেনা৷ তবে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ড্যারেন সামি আশা করছেন দর্শক সমর্থন কিছুটা হলেও তাঁরা পাবেন৷


অতীত পরিসংখ্যানে দু'দল

বিশ্বকাপের ইতিহাসে অষ্ট্রেলিয়ার টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে ‘এ' গ্রুপ চ্যাস্পিয়ন হয় পাকিস্তান৷ আর বাংলাদেশকে পেছনে ফেলে নিট রান রেটে ‘বি' গ্রুপ থেকে শেষ আট নম্বরে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ৷ এ পর্যন্ত ১১৪ বার খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান৷ তারমধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৬৪ বার৷ পাকিস্তান ৪৮ বার৷ তবে শেষ ৬টি খেলার ৫টিতেই পাকিস্তানের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ৷ ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ১৬ টি খেলায় দলটি জিতেছে মাত্র তিনটিতে৷

অন্যদিকে বিশ্বকাপে ভালো খেলছে পাকিস্তান৷ যদিও দলের ব্যাটিং নিয়ে এখনও দুশ্চিন্তা রয়ে গেছে৷ কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে কেবল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান এবার এখনো সেঞ্চুরি করতে পারেননি৷ তবে বিশ্বকাপে পাকিস্তানের ভরসা দলটির অসাধারণ বোলিং৷ এবারের বিশ্বকাপে এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৭ উইকেট নিয়েছেন আফ্রিদি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ