1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

​​​​​​​মুখোশ পরা নারী

১৬ জানুয়ারি ২০২০

মুখোশ পরে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেন মাগেনহিল্ড কেনেডি৷ কী? ভাবছেন এতে আর নতুনত্ব কী! আছে, মুখোশগুলো তিনি নিজেই তৈরি করেন৷ আর সেগুলো কোন কোনটি গড়তে সময় লেগেছে কয়েকবছর৷

CHINA SARS
ছবি: picture-alliance/dpa/M. Reynolds

আদিবাসী শিল্প? লোকাচারবিদ্যা? ফেটিশ? নাকি একসঙ্গে সবকিছু৷ আর এসব মুখোশের পেছনেই বা কে আছেন? 

‘‘আমি লন্ডনে বসবাসরত একজন নরওয়েজিয়ান শিল্পী৷ এবং আমি মুখোশ নিয়ে কাজ করি,'' নিজেকে এভাবে পরিচয় করিয়ে দিলেন মাগেনহিল্ড কেনেডি৷

এসব কিছু সেই ২০০৭ সালে শুরু হয়েছিল যখন ‘ডামসেলফ্রাউ' হিসেবে পরিচিত মাগেনহিল্ড কেনেডি লন্ডনে বসবাস শুরু করেন৷ তিনি তাঁর নিজের ক্লাব আউটফিট বুনতেন, যেখানে শীঘ্রই মুখোশও যোগ করেন৷ সুইসুতা দিয়ে কাপড় বোনা শিখেছেন তিনি৷ কিছু মুখোশ তৈরিতে কয়েকদিন লেগেছে তাঁর, আবার কিছু তৈরিতে লেগেছে কয়েকবছর৷ 

লন্ডনের মুখোশ শিল্পী

04:28

This browser does not support the video element.

শেলফে থাকা মুখোশগুলোকে তিনি তাঁর ‘গ্যাং' বলেন৷ আর সেগুলোর নিজস্ব কিছু স্বকীয়তাও রয়েছে৷ এমনকি প্রতিটির রয়েছে আলাদা আলাদা নাম৷

লন্ডনের পূর্বাঞ্চলে বাড়ির বাইরে ঘোরাঘুরি করে মুখোশ তৈরির আইডিয়া নেন মেগানহিল্ড কেনেডি৷  ঘোরাঘুরি করে ফেরার সময় মেগানহিল্প কেনেডি কিছু না কিছু সঙ্গে নিয়ে আসেন৷ তাঁর স্টুডিও তাই গুপ্তধনে পূর্ণ৷

একটি মাস্ক তৈরির পর সেটি পরে ছবি তোলেন মেগানফিল্ড কেনেডি৷ এরপর সেটি ডেমসেলফ্রাউ নামের ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করেন তিনি৷ সাইটটিতে তাঁর লক্ষাধিক অনুসারী রয়েছে৷

ইয়ানা ওর্টেল/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ