1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সাফল্য

২৮ সেপ্টেম্বর ২০১১

ভবানীপুর এবং বসিরহাট উত্তর বিধানসভা উপ নির্বাচনে বিরাট জয় পেল তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে সিঙ্গুরের জমি নিয়ে আদালতের রায় গেল সরকারেরই পক্ষে৷

die indische Eisenbahnministerin Mamta (Mamata) Banerjee bei einer Wahlkampfveranstaltung in Kolkata Anfang Dezember. Schlagworte: Eisenbahnministerin, Indien, Mamta Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: Prabhakar Mani Tewari

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জিতবেনই, সে নিয়ে কোনও সংশয় ছিল না৷ কিন্তু ভোটের দিন একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে পুজোর বাজারে সবাই ব্যস্ত থাকার কারণে ভবানীপুরে ভোটের হার যে কম হয়েছে, তার জন্য কিছুটা হলেও দুশ্চিন্তা ছিল তৃণমূল নেত্রীর জয়ের ব্যবধান নিয়ে৷ কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, মাত্র ৪৫ শতাংশ ভোট পড়লেও তার প্রায় ৭৮ শতাংশ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ই পেয়েছেন৷ আগের বারের তুলনায় জয়ের ব্যবধানও বেড়েছে৷ মুখ্যমন্ত্রী জিতেছেন ৫৪ হাজার ২১৩ ভোটে৷

অন্যদিকে বসিরহাট উত্তর আসনটিও এবারের উপ-নির্বাচনে নিজেদের দখলে নিয়ে নিল তৃণমূল৷ গতবার এই আসনে জিতেছিল সিপিএম৷ প্রায় ৩১ হাজার ভোটে সেটিও গেল তৃণমূলের দিকে, বিধানসভায় শাসকদলের আসন সংখ্যা বেড়ে হল ১৮৫৷

ছবি: AP

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এদিন আরও একটি সুখবর শোনাল কলকাতা হাইকোর্ট৷ সিঙ্গুরে টাটা শিল্পগোষ্ঠীর মোটর কারখানার জন্য আগের বাম সরকারের অধিগৃহীত কৃষিজমি অনিচ্ছুক কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে যে আইন করেছে তৃণমূল সরকার, তাকে সম্পূর্ণ বৈধ ঘোষণা করল আদালত৷ আইনটির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছিল টাটারা৷ কিন্তু ওই আইন যে সংবিধান সম্মত, এবং সম্পূর্ণত জনস্বার্থেই, তা আজ ঘোষণা করেছে আদালত৷ বলেছে, জমি ফেরত নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী রাজ্য সরকারের থেকে ক্ষতিপূরণ পেতে পারে টাটা গোষ্ঠী৷ এই প্রক্রিয়া যাতে মসৃন হয় সেজন্য দুজন স্পেশাল অফিসারকেও নিয়োগ করেছে হাইকোর্ট৷

যদিও রাজ্য সরকারের তরফের আইনজীবী এদিন আদালত চত্বরে বলেন, টাটাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা আদালত বললেও, জমি ফেরত নেওয়ার প্রশ্ন ওঠেনা৷ কারণ ওই জমি সরকারেরই ছিল, টাটাদের শিল্প গড়তে লিজ দেওয়া হয়েছিল মাত্র৷ কিন্তু ওরা সেটা না করে চলে যান৷

শোনা যাচ্ছে, টাটা গোষ্ঠী এর পর সুপ্রিম কোর্টে আপিল করবে৷ সেই সম্ভাবনা মাথায় রেখেই সরকার পক্ষ খুব শিগগিরই ক্যাভিয়েট দাখিল করতে চলেছে আদালতে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ