1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুখ্যমন্ত্রী, সাবেক মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রীদের হার

১১ মার্চ ২০২২

পাঁচ রাজ্যেই সব দলের বেশ কিছু প্রধান নেতা হেরে গেছেন। জিততে পারেননি দুইটি রাজ্যের মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবে মুখ্যমন্ত্রী চান্নি ও প্রদেশ কংগ্রেস সভাপতি সিধু হেরে গেছেন। ছবি: Hindustan Times/imago images

পাঞ্জাবে কংগ্রেসের দলিত শিখ মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি হেরে গেছেন। জিততে পারেননি উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। পাঞ্জাবে সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং তার খাসতালুক পাটিয়ালা থেকে হেরে গেছেন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বিপুল ভোটে জিতলেও বিজেপি-র উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য হেরে গেছেন।

উত্তরপ্রদেশে যারা হারলেন

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বিপুলভাবে জিতে এলেও তার দলের বেশ কিছু নেতা হেরে গেছেন। কেশবপ্রসাদ মৌর্য সমাজবাদী পার্টির প্রার্থী পল্লবী প্যালেটের কাছে সাত হাজারের বেশি ভোটে হেরেছেন।

পশ্চিম উত্তরপ্রদেশের দুই প্রধান বিজেপি নেতা সঙ্গীত সোম ও সুরেশ রানা হেরেছেন। এই দুইজনের বিরুদ্ধেই মুজফফরনগরের দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগ ছিল। সুরেশ রানা যোগী সরকারে মন্ত্রীও ছিলেন। যোগী সরকারের আরেক মন্ত্রী সতীশ চন্দ্র দ্বিবেদীও হেরেছেন।

উত্তরপ্রদেশে কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় কুমার লাল্লু হেরেছেন। বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেয়া স্বামী প্রসাদ মৌর্যও জিততে পারেননি। একসময় বহুজন সমাজ পার্টির দুই নম্বর নেতা গত বিধানসভা নির্বাচনে বিজেপি-তে যোগ দিয়েছিলেন এবং মন্ত্রীও ছিলেন। ভোটের আগে তিনি সপা-তে যোগ দেন।

পাঞ্জাবে হেরেছেন যারা

পাঞ্জাবে বর্তমান ও সাবেক মিলিয়ে তিনজন মুখ্যমন্ত্রী হেরেছেন। বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দুইটি আসনে লড়েছিলেন, দুইটিতেই হেরেছেন।  সাবেক মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও অমরিন্দার সিং হেরেছেন।

এছাড়া প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু হেরেছেন। প্রকাশ সিং বাদলের ছেলে সুখবীর সিং বাদলও হেরেছেন। চান্নি মন্ত্রিসভার প্রচুর মন্ত্রী পরাজিত হয়েছেন।

উত্তরাখণ্ডের হাল

উত্তরাখণ্ডে বিজেপি-র মুখ্যমন্ত্রী ও ভোটের মুখ পুস্কর সিং ধামি হেরে গেছেন। কংগ্রেস জিতলে যিনি মুখ্যমন্ত্রী হতেন, সেই হরিশ রাওয়াতও হেরে গেছেন। আপের অন্যতম প্রধান নেতা কর্নেল অজয় কৌটিল্যও গঙ্গোত্রি থেকে হেরে গেছেন। ফলে তিনটি প্রধান দলের প্রধান নেতা ভোটে জিততে পারেননি। বিজেপি-র নেতা সতপাল মহারাজ অবশ্য জিতেছেন।

মণিপুর ও গোয়া

গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর জিততে পারেননি। বিজেপি তাকে প্রার্থী করেনি। তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। গোয়ায় আপের অন্যতম প্রধান নেতা অমিত পালেকরও হেরে গেছেন। তৃণমূল এই প্রথমবার গোয়ায় প্রতিদ্বন্দ্বিতা করেছে। তারা সাবেক কংগ্রেসি মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিওকে ধুমধাম করে দলে নিয়েছিল। তিনি হেরে গেছেন। আলেমাও চার্চিলও জিততে পারেননি।

মণিপুরে এনসিপি নেতা ওয়াই জয়কুমার সিং জিততে পারেননি।

জিএইচ/এসজি (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ