1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুজাহিদের বিচার

২২ জুন ২০১২

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলি আহসান মোঃ মুজাহিদের বিচার শুরু হচ্ছে আগামী ১৯শে জুলাই থেকে৷ ওই দিন প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং স্বাক্ষ্য গ্রহনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হবে৷

High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে আলি আহসান মোঃ মুজাহিদ আল বদর কমান্ডার এবং জামায়াতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা ছিলেন৷ তার বিরুদ্ধে অভিযোগ তিনি গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা ও লুটতরাজসহ মানবতাবিরোধী অপরাধের সংগঠক এবং পরিকল্পনাকারী ছিলেন৷ ফরিদপুরে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে হত্যা এবং বৌদ্ধডাঙা ও মাঝিডাঙায় সংখ্যালঘু সম্প্রদায়ের ৬০ জনকে হত্যাসহ অগ্নিসংযোগ এবং লুটতরাজের সঙ্গে জড়িত ছিলেন৷ বিচারপতি ফজলে কবিরের নেতৃত্ব মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ তার বিরুদ্ধে সাত ধরনের অভিযোগ আমলে নিয়ে চার্জ গঠন করেছে৷ আগামী ১৯শে জুলাই তার বিচার শুরু হবে, যা জানিয়েছেন প্রসিকউটর মোখলেসুর রহমান বাদল৷

তবে মুজাহিদ আদালতে এসব অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি দাবি করেছেন ইসলামি রাজনীতি করার কারণেই তার বিরুদ্ধে এসব অসত্য অভিযোগ আনা হয়েছে৷ এ কথা জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম৷

প্রসিকিউটররা জানিয়েছেন মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ তাদের কাছে আছে৷ তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণে সক্ষম হবেন তারা ৷ ট্রাইবুনালে এখন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী এবং বিএনপি নেতা সালাউদ্দির কাদের চৌধুরীর বিচার চলছে৷ আর শিগগিরই শুরু হবে গোলাম আযমের বিচার৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ