1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুদ্রাপাচারের অভিযোগে কোকোর ছয় বছরের জেল

২৩ জুন ২০১১

মুদ্রাপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় বছরের কারাদণ্ড দেয়া হলো খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে৷

আরাফাত রহমান কোকোছবি: DW

এছাড়া ৩৮ কোটি ৮৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে, বলে জানিয়েছে বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তারের পর খালেদা জিয়া ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে ডজনখানেক মামলা হলেও রায় এটাই প্রথম৷

উল্লেখ্য, জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর মা খালেদার সঙ্গে গ্রেপ্তার হন কোকো৷ এরপর ২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে ছাড়া পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি৷ এখনো তিনি সেখানেই রয়েছেন৷

তাই কোকোর অনুপস্থিতিতেই কিছুক্ষণ আগে তাঁকে এ দণ্ডাদেশ দিয়েছেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন৷

২০০৯ সালের ১৭ মার্চ বর্তমান মহাজোট সরকারের আমলে কোকোর বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল৷

বিএনপি আগে থেকেই বলে আসছে, ‘সাজানো' রায় দেওয়ার জন্য তড়িঘড়ি করা হচ্ছে৷ কয়েকমাস আগে মন্ত্রিসভার বৈঠকে মুদ্রাপাচার মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীর তাগিদ দেওয়াকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে প্রধান বিরোধী দল৷

রায় প্রত্যাখ্যান করে সঙ্গে সঙ্গেই বিএনপি সমর্থক আইনজীবীরা পুরান ঢাকার আদালতপাড়ায় বিক্ষোভ করে৷ রায়ের আগেই আদালত প্রাঙ্গণে জড়ো হয় তারা৷ অন্যদিকে মিছিল বের করে সরকার সমর্থক আইনজীবীরাও৷

মামলার এজাহারে বলা হয়েছে, কোকো অবৈধ উপায়ে অর্জিত ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরে পাচার করেছেন৷

কোকোর বিরুদ্ধে আরো চারটি মামলা রয়েছে৷ আর তাঁর বড় ভাই লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বিরুদ্ধে মামলার সংখ্যা এক ডজনেরও বেশি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ