1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনৈতিক ইউনিয়ন

৬ জুন ২০১২

ইউরো এলাকার সংকট কাটাতে এখন ইউরোপীয় ঐক্য আরও মজবুত করার পরিকল্পনা চলছে বিভিন্ন মহলে৷ কিন্তু শান্ত হতে পারছে না পুঁজিবাজার৷

ছবি: picture-alliance/chromorange

সাহসী পদক্ষেপের পরিকল্পনা

একের পর এক সংকট সামলাতে সামলাতে ইউরোপের নেতারা কোণঠাসা হয়ে পড়েছেন৷ ছোটখাটো চিকিৎসার বদলে তারা মরিয়া হয়ে বড় আকারের সংস্কারের কথা ভাবছেন৷ অনেকগুলি সমাধানসূত্র নিয়ে আলোচনা চলছে, যার মূলমন্ত্র হলো ‘নিয়ন্ত্রণের বিনিময়ে সাহায্য'৷

যেমন বড় ব্যাংকগুলি ইউরোপীয় স্তরে নিয়ন্ত্রণ মেনে নিলে তাদের আরও মূলধন দেওয়া হবে৷ ইউরোবন্ড'এর ক্ষেত্রেও একই মনোভাব দেখা যাচ্ছে৷ অর্থাৎ ইউরোবন্ড'এর সুরক্ষা পেতে হলে বাজেট ঘাটতি সংক্রান্ত সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের হাতে তুলে দিতে হবে৷

জার্মানির অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে আরও বলেছেন, জার্মানিও সেক্ষেত্রে ইউরোবন্ড মেনে নেবে৷ আপাতত ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ মিলে বাজেট সংক্রান্ত যে চুক্তি স্বাক্ষর করেছে, সেটি দ্রুত কার্যকর করতে হবে৷ তারপর ইউরোপ জুড়ে ‘আসল ফিসক্যাল ইউনিয়ন' চালু করতে হবে, বলেন শয়েবলে৷ এটা সম্ভব হলে কোনো দেশ বাজেট ঘাটতির উর্দ্ধসীমা লঙ্ঘন করতে পারবে না৷ সংকটও তৈরি হবে না৷ তখন সবাই মিলে ঋণের বোঝা ভাগাভাগি করে নিতে পারবে৷

জার্মানির অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলেছবি: Reuters

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার রূপরেখা সম্পর্কে বললেন, ‘‘আমরা পুরোপুরি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আরও পদক্ষেপ সম্পর্কে ভাবনা-চিন্তা করছি৷ এর মাধ্যমে মুদ্রাগত ঐক্যের প্রক্রিয়া সম্পূর্ণ হবে৷ এরই অংশ হিসেবে এক ব্যাংকিং ইউনিয়ন গড়ে তোলা যেতে পারে, যার আওতায় একই কর্তৃপক্ষ ব্যাংকিং ব্যবস্থার উপর নজরদারি চালাবে৷ জমা করা অর্থের উপর গ্যারেন্টিও দেওয়া যেতে পারে৷''

পুঁজিবাজারে অস্থিরতা

সোমবার থেকেই ইউরোপের পুঁজিবাজারে দরপতন চলছে৷ ইউরো'র বিনিময় মূল্যও পড়তির দিকে৷ গ্রিস, আয়ারল্যান্ড ও পর্তুগাল আন্তর্জাতিক বেলআউট'এর উপর নির্ভর করে রয়েছে৷ এর মধ্যে স্পেনের ব্যাংকিং সংকটের কারণে পুঁজিবাজার আরও অস্থির হয়ে পড়েছে৷ ১৭ই জুনের নির্বাচনের পর গ্রিস'কে যদি ইউরো এলাকা ছেড়ে চলে যেতে হয়, তার পরিণতি কী হবে, তাও কারো জানা নেই৷

সাইপ্রাসেরও আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হতে পারে বলে শোনা যাচ্ছে৷ তবে শুধু পুঁজিবাজার নয়, দুশ্চিন্তার আরও কারণ রয়েছে৷ ইউরো এলাকার আর্থিক ও অর্থনৈতিক সংকট ছাড়াও অ্যামেরিকা ও চীনের দুর্বলতার কারণে গোটা পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে৷

স্পেন'কে ঘিরে দুশ্চিন্তা

এই অবস্থায় শিল্পোন্নত দেশগুলির গোষ্ঠী জি-সেভেন অর্থমন্ত্রীরা মঙ্গলবার টেলিফোনে এবিষয়ে আলোচনা করেছেন৷ তাঁরা ইউরোপে ব্যাংকিং সংকট সমাধানের বিষয়টিকেই আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন৷ লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের গতি কমে আসায় বেসরকারি কোম্পানিগুলিও বেকায়দায় পড়ছে৷ কিছু দেশ জার্মানির ভূমিকায় অসন্তুষ্ট৷ বিশেষ করে জার্মানি যেভাবে স্পেন'কে বেলআউট নেওয়ার বিষয়ে চাপ দিচ্ছে, তা নিয়ে বিতর্ক রয়েছে৷

মঙ্গলবার স্পেন জানিয়েছে, বাজার থেকে তাদের ঋণ পাওয়া ক্রমশ আরও কঠিন হয়ে পড়ছে৷ সেদেশের বাজেট মন্ত্রী বলেছেন, স্পেনের পক্ষে বেলআউট নেওয়া সম্ভব নয়, সেদেশ তা চায়ও না৷ ইউরোপীয় কমিশন অবশ্য এই সংলাপকে বাড়তি গুরুত্ব দিতে রাজি নয়৷ তাদের বক্তব্য, নিয়মিত আলোচনার কাঠামোর মধ্যেই জি-সেভেন স্তরে এমন আলোচনা হয়ে থাকে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন (রয়টার্স, এএফপি, ডিপিএ)

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ