1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডা. লুৎফুন নেসা

২৩ মে ২০১২

বিদ্যালয় জীবন থেকেই আন্দোলন-সংগ্রামে রত ডা. লুৎফুন নেসা৷ বীর সৈনিক ও রাজনীতিক পিতার উৎসাহ তাঁকে আরো বেশি অনুপ্রাণিত করেছে অধিকার আদায়ের লড়াইয়ে যোগ দিতে৷ মুক্তিযুদ্ধেও কাজ করেছেন এই সাহসী নারী৷

ছবি: privat

১৯৪৯ সালের পহেলা জুন ঢাকায় জন্ম গ্রহণ করেন ডা. লুৎফুন নেসা৷ বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাদলের সদস্য এবং মুক্তিযোদ্ধা বজলুর রহমান লস্কর এবং মা গুল আনান লস্কর৷ ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে আন্দোলনের সময় অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলেন লুৎফুন নেসা৷ ফলে সেই বিদ্যালয় জীবন থেকেই আন্দোলন-সংগ্রামে জড়িত হন তিনি৷ পরে ছয় দফা ও এগারো দফা আন্দোলন এবং মুক্তিযুদ্ধসহ দেশের সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি৷ এখনও অব্যাহত রয়েছে তাঁর সমাজসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ড৷

১৯৭১ সালে ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন লুৎফুন নেসা৷ একইসাথে ছাত্রলীগের সাধারণ সম্পাদিকা ছিলেন তিনি৷ সেই হিসেবে চলমান স্বাধিকার আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তিনি৷ এছাড়া আওয়ামী লীগের বর্তমান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ইন্দিরা রোডের মরিচা হাউসে যুদ্ধের জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন লুৎফুন নেসা৷

কাঠের তৈরি নকল অস্ত্র নিয়ে প্রশিক্ষণ গ্রহণের সেই অনুভূতি সম্পর্কে তিনি ডয়চে ভেলে'কে বলেন, ‘‘আমরা মরিচা হাউসে সেসময় কাঠের পিস্তল দিয়ে প্রশিক্ষণ নিতাম৷ সেই নমুনা অস্ত্রের বদলে যে একদিন সত্যি সত্যি আমাদের আসল বন্দুক হাতে নিয়ে লড়তে হবে তা ধারণা করাও কঠিন ছিল৷ তবে পরে যখন কলকাতায় গিয়ে আসল বন্দুক হাতে প্রশিক্ষণ নিয়েছি, তখন মনে হয়েছে ওরা আমাদের এভাবে মারছে, আমরাও প্রয়োজনে তাদেরকে এই অস্ত্র দিয়ে মারবো৷ চিকিৎসক হিসেবে চিকিৎসা তো করবোই আহত ভাই-বোনদের, কিন্তু নিজের হাতে অস্ত্র নিয়ে যুদ্ধও আমরা করবো৷''

১৯৭১ সালে ডা. লুৎফুন নেসাছবি: privat

স্বাধীনতা যুদ্ধ শুরু হলে দুই নম্বর সেক্টরের আওতায় মুন্সীগঞ্জে ক্যাপ্টেন হায়দার এর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন ডা. লুৎফুন নেসা৷ কিন্তু বীর সৈনিক পিতার অনুপ্রেরণায় তিনি পরে ভারতের কলকাতায় গিয়ে সম্মুখ যুদ্ধের জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন৷ এ ব্যাপারে তিনি জানান, ‘‘আমার বাবা বললেন, একজন ডাক্তার হিসেবে তুমি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা তো করবেই৷ কিন্তু শত্রুদের আক্রমণের শিকার হলে নিজেদের রক্ষা করতেও তো পারতে হবে৷ তাই তিনি আমাকে ভারতে নিয়ে গেলেন অস্ত্র চালনা প্রশিক্ষণ গ্রহণের জন্য৷ তাই আমরা চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি সম্মুখ যুদ্ধ করার জন্য প্রশিক্ষিত এবং প্রস্তুত ছিলাম৷ সেজন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন যে, এরাই হলো আমাদের আসল ডাক্তার৷''

ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আবারও মুন্সীগঞ্জে ফিরে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় যোগ দেন লুৎফুন নেসা৷ ১২ই ডিসেম্বর মুন্সীগঞ্জ শত্রুমুক্ত হলেও এর কিছুদিন আগে ডা. লুৎফুন নেসা ঢাকায় গিয়ে আত্মগোপন করে কাজ করতে থাকেন৷ দেশ স্বাধীন হলে আবারও যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন তিনি৷

Week 21/12 Women 1: Dr. Lutfun Nessa Part 1 - MP3-Mono

This browser does not support the audio element.

তাঁর ভাষায়, ‘‘দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু আমাদের বললেন, তোমরাই তো আসল ডাক্তার কিন্তু তোমাদের পরীক্ষা দিতেই হবে৷ আসলে আমরা যখন পরীক্ষা বর্জন করে যুদ্ধ করছিলাম তখন পরীক্ষা দিয়েছে অনেকে৷ কিন্তু বঙ্গবন্ধু বললেন, স্বাধীন দেশে এখন তোমাদের একটি সংক্ষিপ্ত কোর্স করে পরীক্ষা দিতে হবে৷ যারা আগেও পরীক্ষা দিয়েছে, তাদের সব পরীক্ষা বাতিল৷ তাদেরকেও পরীক্ষা দিতে হবে৷ ফলে স্বাধীন বাংলাদেশে আমরা প্রথম পরীক্ষা দিয়ে ডাক্তার হই৷ তবে আমি যেহেতু ময়মনসিংহ জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলাম, আবারও দেশ গড়ার কাজ শুরু করি এবং সদ্য স্বাধীন দেশের সবকিছু আবারও গুছিয়ে নিতে আমাদের অনেক খাটতে হয়েছে৷''

পরে বাংলাদেশের ন্যাশনাল মেডিকেল কলেজ ইন্সটিটিউট এর পরিচালনা পরিষদের সদস্য হন ডা. লুৎফুন নেসা৷ বর্তমানে মহিলা সমিতির উদ্যোগে পরিচালিত নারীদের স্তন ক্যান্সার চিহ্নিতকরণ, চিকিৎসা ও এ বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছেন তিনি৷ সেখানে একদিকে যেমন চিকিৎসকরা বিনা বেতনে সেবামূলক কাজ করছেন, তেমনি নারীরাও বিনা পয়সায় এই পরিষেবা গ্রহণ করতে পারছেন৷ এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকেই উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং মহিলা মুক্তিযোদ্ধা সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর সাহসী নারী নেত্রী ডা. লুৎফুন নেসা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ