‘মুবারকের জমানার তুলনায় নিরাপত্তার আরও অবনতি হয়েছে'
২২ নভেম্বর ২০১১মিশরের রাজধানী কায়রোর তাহরির স্ক্যোয়ারে আবার কর্তৃপক্ষের সঙ্গে জনতার সংঘাতের ফলে সেদেশের পরিস্থিতির অবনতি ঘটেছে৷ এই অবস্থায় পরিকল্পনা অনুযায়ী সংসদ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হতে পারবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়৷ কর্মসূত্রে এই মুহূর্তে কায়রোতে রয়েছেন যশোমতি মুখার্জি৷ টানটান উত্তেজনার পরিবেশের বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন, তাহরির স্ক্যোয়ারের কাছাকাছি সব দোকান-বাজার বন্ধ৷ আশেপাশের রাস্তাগুলিও বন্ধ৷ তবে শহরের অন্যান্য এলাকায় জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক রয়েছে৷
মুবারকের বিরুদ্ধে বিপ্লবের এতদিন পর এবং নির্বাচনের ঠিক আগে এমন অশান্তির ফলে অনেক মানুষই হতাশ৷ অনেকে বলছেন, পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হয়ে গেছে, যেমনটা বিপ্লবের সময় কেউ ভাবতে পারে নি৷ যশোমতি মুখার্জি আরও জানালেন, মানুষ তাঁকে বার বার বলেছে যে মিশর – বিশেষ করে কায়রো শহরের অবস্থা আগে কখনো এমন ছিল না৷ এমনকি মুবারকের আমলেও সামগ্রিক শান্তি ও নিরাপত্তা নিয়ে কোনো সমস্যাই ছিল না, যেমনটা এখন দেখা যাচ্ছে৷ বিশেষ করে মহিলারা যে কোনো সময় শহরে নিরাপদে ঘোরাঘুরি করতে পারতেন৷ এখন রাত দশটার পর তাদের পক্ষে বাইরে থাকা কঠিন হয়ে পড়েছে৷
বর্তমান পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, যে ২৮শে নভেম্বর নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না৷ তারিখ সম্ভবত মাস দেড়েক পিছিয়ে যাবে৷ মুসলিম ব্রাদারহুড দলের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে – এমনকি তরুণ প্রজন্মের মধ্যেও৷ অত্যন্ত কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলিকে দূরে রাখতেও অনেকে ব্রাদারহুড'কে ক্ষমতায় দেখতে চাইছে – এমনটাই শুনেছেন যশোমতি৷ তারা বলছেন, মিশর যাতে দ্বিতীয় সৌদি আরব না হয়ে ওঠে৷
সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক