1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বইতে লঞ্চে ধাক্কা মারলো নৌবাহিনীর স্পিডবোট, মৃত ১৩

১৯ ডিসেম্বর ২০২৪

মুম্বইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার ফেরিঘাট থেকে ১১০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল লঞ্চটি। সেই সময় নৌবাহিনীর একটি স্পিডবোট লঞ্চটিতে ধাক্কা মারে।

মুম্বইতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কার পর ডুবে যাচ্ছে যাত্রীবাহী লঞ্চটি।
মুম্বইতে যাত্রীবাহী লঞ্চে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কার ফলে ১৩ জন মারা গেছেন।ছবি: IANS

এই স্পিডবোটের ইঞ্জিনের ট্রায়াল হচ্ছিল। সেসময় স্পিডবোটের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি। তা গিয়ে লঞ্চে ধাক্কা মারে। নৌবাহিনী বিবৃতি দিয়ে জানিয়েছে, এই দুর্ঘটনায় ১৩ জন মারা গেছেন। তার মধ্য়ে ১০জন লঞ্চের যাত্রী, একজন নৌবাহিনীর অফিসার, দুইজন স্পিডবোটের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থার কর্মী।

লঞ্চের একশজন যাত্রী ও নৌবাহিনীর স্পিডবোটের দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যাত্রবাহী লঞ্চের নাম ছিল 'নীলকমল'। চারটে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট লঞ্চে ধাক্কা মারে।

দুর্ঘটনার দুই ঘণ্টা পরে আপলোড করা ভিডিওতে দেখা গেছে, স্পিডবোটটি গিয়ে লঞ্চে ধাক্কা মারছে।

ওই লঞ্চটি গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্য়ান্টা দ্বীপে যাচ্ছিল। প্রতিদিনই এলিফ্যান্টা দ্বীপে পাহাড় কেটে বানানো গুহা দেখতে প্রচুর মানুষ যান। মুম্বইয়ে অন্যতম পর্যটনস্থল এই এলিফ্যান্টা গুহা। তাই লঞ্চগুলিতে প্রচুর পর্যটকও থাকেন।

লঞ্চের ১১০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। ছবি: AP Photo/picture alliance

দুর্ঘটনার পরই নৌবাহিনী, উপকূলরক্ষী, পুলিশ ও স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধারকাজ শুরু করেন। চারটি হেলিকপ্টারকেও কাজে লাগানো হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনি মর্মাহত। নিহতদের পরিবারকে শোক জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে দুই লাখ টাকা দেয়ার কথাও জানানো হয়েছে। মহারাষ্ট্র সরকার মৃতের পরিবারকে পাঁচ লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ