1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বইয়ে হামলাকারীদের এখনো সনাক্ত করা যায়নি

১৪ জুলাই ২০১১

মুম্বইয়ে একাধিক বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত কোন সূত্র এখনো খুঁজে পায়নি পুলিশ৷ বুধবার ভারতের বাণিজ্যিক রাজধানীতে এই হামলায় প্রাণ হারায় কমপক্ষে ১৮, আহত ১৩১৷ আহতদের মধ্যে ২৩ জনের অবস্থা গুরুতর৷

People react moments after a bomb exploded at Zaveri bazar in Mumbai, India, Wednesday, July 13, 2011. Three explosions rocked India's busy financial capital at rush-hour Wednesday, killing at least eight people and injuring 70 in what officials described as another terror strike on the city hit by militants nearly three years ago. (Foto:Pravin Jain/AP/dapd)
মুম্বইয়ে সন্ত্রাসী হামলাছবি: dapd

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম বৃহস্পতিবার মুম্বইয়ের তিনটি বিস্ফোরণস্থল পরিদর্শন করেন৷ এসময় তিনি বলেন, যেসব গোষ্ঠীর এধরনের হামলা চালানোর ক্ষমতা রয়েছে, আমরা তাদের সবাইকেই সন্দেহ করছি৷ এই মুহূর্তে আমরা সুনির্দিষ্টভাবে কোন গোষ্ঠীর দিকে আঙুল তুলছি না৷

চিদাম্বরাম জানান, এই হামলার সব দিক তদন্ত করা হবে৷ সকল স্থান এবং সূত্র ধরে এগিয়ে যাওয়া হবে৷ কোন পূর্বনির্ণয়ের ভিত্তিতে তদন্ত এগোবে না৷ তবে, স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দাদের ব্যর্থতার বিষয়টি উড়িয়ে দিয়েছেন৷ বরং তিনি বলেন, মুম্বইয়ে এধরনের হামলা সম্পর্কে কোন তথ্য গোয়েন্দাদের কাছে ছিলনা৷

সন্ত্রাসী হানায় আবারো মৃত্যুপুরী মুম্বইছবি: dapd

মুম্বইয়ের জাভেরি বাজার, অপেরা হাউস এবং দাদার এলাকায় এই হামলার দায় কোন গোষ্ঠী এখনো স্বীকার করেনি৷ বুধবার সন্ধ্যায় ব্যস্ত এলাকায় এসবব হামলায় কেঁপে ওঠে নগরী৷ সেসময় সাধারণ মানুষ কাজ শেষে ঘরে ফিরছিলেন৷

এদিকে, মুম্বইয়ে হামলার পর ভারতের বড় শহরগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে৷ বিশেষ করে দিল্লি, কলকাতা এবং চেন্নাইয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ প্রধানমন্ত্রী মনমোহন সিং মুম্বইবাসীদের শান্ত এবং ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেছেন৷

উল্লেখ্য, এর আগে ২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় ১৬৬ ব্যক্তি৷ আহত হয় ২৪৪ জন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ