1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বই বোমা হামলার পর বাংলাদেশে নিরাপত্তা জোরদার

১৫ জুলাই ২০১১

বিদেশি দূতাবাস এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করার সঙ্গে সঙ্গে সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ব্যক্তিদের৷

A policeman controls the crowd at the site of an explosion at Dadar in Mumbai, India, Wednesday, July 13, 2011. Three explosions rocked India's busy financial capital at rush-hour Wednesday, killing at least eight people and injuring 70 in what officials described as another terror strike on the city hit by militants nearly three years ago. (Foto:Rajanish Kakade/AP/dapd)
মুম্বইয়ে বোমা হামলাছবি: dapd

ঢাকার গুলশান এবং বারিধারা এলাকায় অধিকাংশ বিদেশি দূতাবাসের অবস্থান৷ আর বিদেশি নাগরিকরাও থাকেন এসব অভিজাত এলাকায়৷ বুধবার মুম্বই বোমা হামলার পর ওইসব এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ভারতীয় দূতাবাসসহ সব কুটনৈতিক মিশন অফিসের৷ বাড়তি পুলিশ ছাড়াও সাদাপোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে নজরদারির জন্য৷

গুলশান বারিধারা এলাকায় পুলিশের টহল চৌকিতে তল্লাশি জোরদার করা হয়েছে৷ সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহনের গতিবিধি নজরে এলেই পুলিশ তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে৷ আর চালানো হচ্ছে ঝটিকা তল্লাশি৷ গুলশান এলাকায় এই তল্লাশি অভিযানের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান জানান, বিদেশিদের নিরাপত্তা বিধানে তারা সচেষ্ট রয়েছেন৷ কোন ধরনের অঘটন যাতে না ঘটে তার জন্য তারা সদা সতর্ক রয়েছেন৷ কারন এর সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত৷

গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান, বাংলাদেশে জঙ্গিরা এখন আর তেমন শক্তিশালী নয়৷ তবুও মুম্বইয়ের ঘটনার পর তারা সতর্ক অবস্থানে রয়েছেন৷ বিশেষ করে জঙ্গিরা যাতে কোনভাবেই তৎপর না হতে পারে সেজন্য গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের তৎপরতা এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে৷

পুলিশ কর্মকর্তারা জানান, এর বাইরে বাংলাদেশের স্থল, নৌ এবং বিমানবন্দরে নিরাপত্তা বাড়ান হয়েছে৷ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ