1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বই হামলার কারণে আপাতত ফরাসি খেতাব নিচ্ছেন না ঐশ্বর্য

১৪ জুলাই ২০১১

বুধবার মুম্বই হামলার পর ভারতে ফ্রান্সের দূতাবাস বৃহস্পতিবার ঐশ্বর্য রাই বচ্চনের হাতে ফ্রান্সের এক খেতাব তুলে দেওয়ার অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে৷

Indian actress Aishwarya Rai, right, poses for photographers during a photocall at the 56th Film Festival in Cannes, France, Saturday, May 17, 2003.(AP Photo/Patrick Gardin)
ঐশ্বর্য রাই বচ্চনছবি: AP

বৃহস্পতিবার ১৪ই জুলাই, ফ্রান্সের জাতীয় দিবস৷ এদিন দেশ-বিদেশের কৃতি ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় নানা পুরস্কার৷ যেমন আজ নতুন দিল্লির ফরাসি দূতাবাসে এক অনুষ্ঠানে বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চনের হাতে ‘নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স' উপাধি তুলে দেওয়ার কথা ছিল৷ চলচ্চিত্র জগতে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা এবং ভারত ও ফ্রান্সের মধ্যে বিশেষ করে চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঐশ্বর্যকে এই খেতাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স৷ উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে ঐশ্বর্যর শ্বশুর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘লিজিয়ন অফ অনার' পেয়েছিলেন৷

ঐশ্বর্য রাই বচ্চনের হাতে ‘নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স' উপাধি তুলে দেওয়ার কথা ছিলছবি: AP

বুধবার সন্ধ্যায় মুম্বই শহরে সন্ত্রাসী হামলার পর ঐশ্বর্য দেশের অন্যান্য মানুষের মতোই শোকে মর্মাহত হয়ে পড়েন৷ এদিন সন্ধ্যায় স্বামী অভিষেকের সঙ্গে দিল্লিতে ছিলেন তিনি৷ এই অবস্থায় পুরস্কার গ্রহণের মানসিকতা ছিল না তাঁর৷ ইতিমধ্যে ফ্রান্সের দূতাবাসও এই অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে৷ ঐশ্বর্য বলেন, ‘‘এটা উৎসবের সময় নয়৷ ফরাসি রাষ্ট্রদূতের অনুরোধে গোটা পরিবার সহ আমিও পুরস্কার গ্রহণের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি৷''

অমিতাভ, অভিষেক ও ঐশ্বর্য সহ বলিউডের একাধিক ব্যক্তিত্ব মুম্বই হামলার ফলে মর্মাহত৷ টুইটার ও অন্যান্য মাধ্যমে তাঁরা নিজেদের ক্ষোভ ও দুশ্চিন্তার কথা জানিয়েছেন এবং এমন হামলার তীব্র নিন্দা করেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ