1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বই হামলায় অভিযুক্ত পাকিস্তানিদের বিচারের দাবি জানাল ভারত

২৬ নভেম্বর ২০১১

ভারতের বাণিজ্য রাজধানী মুম্বইতে ভয়াবহ জঙ্গি হামলার তিন বছর পূর্ণ হল আজ৷ এই হামলার সঙ্গে জড়িত পাকিস্তানিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভারত৷ তিন বছর আগের সেই হামলায় ১৬৬ জনের মৃত্যু ঘটেছিল৷

সন্ত্রাস নয় শান্তিছবি: AP

হামলাকারীদের একজন আজমল কাসভ বন্দি রয়েছে ভারতে৷

২০০৮ সালের ২৬ নভেম্বর তারিখে এই দশজন জঙ্গি একসঙ্গে হামলা চালায় মুম্বই শহরের পাঁচতারা হোটেল তাজমহল প্যালেস অ্যান্ড টাওয়ারে, ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশন চত্বরে, লেওপোল্ড ক্যাফেতে, শিশু ও মহিলাদের হাসপাতাল কামায়, ইহুদিদের একটি কম্যুনিটি সেন্টার নরিম্যান হাউজে, মেট্রো সিনেমাহলে এবং সেন্ট জেভিয়ার্স কলেজের পিছনের দিকেও বিস্ফোরণ ঘটায় ওই জঙ্গিরা৷ মুম্বই বন্দর এলাকার মাজাগাঁওতে ঘটায় বিস্ফোরণ৷ তবে সবচেয়ে বড়মাপের হামলা তারা চালায় রেলওয়ে স্টেশনে এবং হোটেলে৷ যেখানে নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করেছিল এই উগ্র ইসলামপন্থী পাকিস্তানি জঙ্গিরা৷ মোট ১৬৬ জনের মৃত্যু হয় তিনদিনের এই জঙ্গি হামলায়৷ আহতের সংখ্যা ছিল ৩০৮ জন৷

হামলাকারীদের একজন আজমল কাসাফছবি: AP

পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লশকর এ তৈবার পাঠানো এই আত্মঘাতী জঙ্গি দলে ছিল মোট দশজন সশস্ত্র যুবক৷ ভারতের ন্যাশনাল সিকিওরিটি গার্ড বা এনএসজি-র উদ্যোগে এই জঙ্গিদের খতম করতে বিশেষ অপারেশন ব্ল্যাক টর্নাডো শুরু হয় ২৬ নভেম্বর থেকে৷ হোটেলটিকে দখল করে রাখা জঙ্গিদের মধ্যে নয়জন নিহত হয় এই অপারেশনে৷ একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভ ধরা পড়ে যায়৷ ভারতীয় আদালতে তার বিচারে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলেও, এখনও তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷

গোটা বিশ্ব থেকে এই নারকীয় হামলার তীব্র নিন্দা শোনা গেছে৷ ভারতের তরফে এই হামলার নেপথ্যে থাকা লশকর নেতাদের নাম পরিচয় পাকিস্তানের কাছে দেওয়া হলেও এ পর্যন্ত তাদের কোনরকম বিচার করেনি পাকিস্তান৷ ভারতের পরারষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা শনিবার সকালে নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, আরও একবার পাকিস্তানের প্রতি ভারতের তরফ থেকে মুম্বই হামলার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হচ্ছে৷ পাকিস্তানের কাছে সেই ব্যক্তিদের নাম পরিচয় এবং তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সহ যাবতীয় তথ্য পাঠিয়ে দেওয়া হলেও, এ পর্যন্ত কোনরকমের উদ্যোগ দেখা যায়নি ইসলামাবাদের তরফ থেকে৷ পাকিস্তান মুম্বই হামলার নেপথ্যের ষড়যন্ত্রকারী হিসেবে নয়জনকে গ্রেপ্তার করলেও তাদের বিচার এখনও শুরু করেনি, জানান কৃষ্ণা৷ মুম্বই হামলার সন্দেহভাজন প্রধান ষড়যন্ত্রকারী লশকর এ তৈবার শীর্ষ জঙ্গি জাকিউর রহমান লাখভি-র নাম উল্লেখ করে কৃষ্ণা আরও জানান, এ বিষয়ে পাকিস্তানের অবহেলা দেখে ভারত হতাশ৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ