1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বই হামলা নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সালমান

১৩ সেপ্টেম্বর ২০১০

‘২০০৮ সালের মুম্বই হামলা অভিজাতদের লক্ষ্য করে চালিত হওয়ায়, তা বিশ্বব্যাপী সবার নজর কেড়েছিল’ - এ কথাই বলেছিলেন বলিউড হার্টথ্রব সালমান খান৷ আর সোমবার, সে মন্তব্য নিয়ে তুমুল সমালোচনার পর, অবশেষে ক্ষমা প্রার্থনা করলেন তিনি৷

বলিউড, হার্টথ্রব, সালমান, খান, মুম্বই, Film, International, Salman, Khan
বলিউড হার্টথ্রব সালমান খানছবি: picture-alliance/dpa/Pakistan Army Forces-Anadolu Agency

গত প্রায় তিন সপ্তাহ আগে, পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে বলিউড অভিনেতা সালমান খানের দেওয়া এক সাক্ষাতকার নিয়ে ভারতের গণমাধ্যমগুলো বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে৷ সালমান নাকি সেখানে বলেছেন, পাকিস্তান সরকার যে এই হামলার পেছনে ছিল না, তা ‘‘সবাই জানে৷'' সালমান খানের কথায়, ২০০৮ সালের ২৬শে নভেম্বর অভিজাত, সম্ভ্রান্ত লোকজনের ওপর হামলা হয়েছিল বলেই তা নিয়ে এতো হৈচৈ হয়েছে৷ অথচ, বিভিন্ন সময় ট্রেন এবং ছোট শহরগুলোতে যে হামলা হচ্ছে - সেগুলো নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না৷' একই সঙ্গে ঐ হামলার জন্য ভারতের নিজস্ব নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতাকেও দায়ী করেন সালমান খান৷

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ঐ সাক্ষাৎকার নিয়ে সমালোচনার ঝড় ওঠে৷ তার মধ্যে একজন ঐ মন্তব্যের জন্য সালমান খানকে নির্বোধ বলে অভিহিত করেন৷ আর এরপরেই, ৪৪ বছর বয়স্ক সালমান খান তাঁর ভক্তদের কাছে ক্ষমা চান এবং টুইটারে লেখেন যে, তাঁর ধারণা, বিষয়টি নিয়ে তিনি তালগোল পাকিয়ে ফেলেছেন৷ তাই সেইজন্য তিনি অত্যন্ত দুঃখিত৷

তবে গল্প কিন্তু এখানেই শেষ হয়ে যায় না৷ মুম্বই সন্ত্রাসী হামলার পরিকল্পনাতে পাকিস্তানের হাত ছিল - ভারত বরাবর এই দাবি করে আসলেও, ভারতের চলচ্চিত্র শিল্পের শীর্ষ মুসলিম অভিনেতাদের অপর দুই পুরুষ - আমির খান এবং শাহরুখ খান কিন্তু সালমানের মতোই ভারতের এই দাবি নিয়ে প্রশ্ন তোলেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ