1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুরগির জন্য গরুহত্যার বিরুদ্ধে বিজেপি?

২১ মার্চ ২০১৫

হরিয়ানার পর মহারাষ্ট্রে গরু জবাই এবং গরুর মাংস বিক্রির বিরুদ্ধে কঠোর আইন করায় টুইটারে অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন৷ কেউ প্রশ্ন রেখেছেন, এরপর কোন রাজ্য? কেউ বা বলছেন, মুরগির মাংসের ব্যবসার প্রসার ঘটাতেই এই ব্যবস্থা!

Fleischkonsum in Indien steigt
ছবি: picture-alliance/dpa

ভারতের দু'টি রাজ্যে এখন গরু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ৷ টুইটারে অনেকে শুধু এ খররটি পরিবেশন করেছেন৷

একজন জানতে চেয়েছেন,মহারাষ্ট্র এবং হরিয়ানার পরে ভারতের কোন রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ হবে?

ভারতের দু'টি রাজ্য সরকার কেন এমন উদ্যোগ নিল? কেউ কেউ মনে করেন বিজেপি শাসিত রাজ্য দু'টিতে গো-হত্যা ঠেকানোর নাম করে আসলে মুরগির মাংসের ব্যবসা জমজমাট করার চেষ্টা চলছে৷

একজন জানতে চেয়েছেন, গরু জবাই এবং গরুর মাংস বিক্রির ওপর এই নিষেধাজ্ঞা কি ধীরে ধীরে সারা ভারতেই আরোপ করা হবে?

অশোক গাড়েকর সম্ভবত বিষয়টিকে হালকাভাবে দেখছেন৷ তাই তিনি বলছেন, ‘‘গরুর মাংস ভারতের জন্য ভালো৷ তবে হিন্দুরা গরুর মাংস হজম করতে পারে না৷''

তবে নাবিল স্পর্শকাতর বিষয়টি নিয়ে একটুও মজা করেননি৷ তিনি মনে করেন, গরুর মাংসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে ভারতের খুব বড় রকমের আর্থিক ক্ষতি হবে, সেই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে ভেবে দেখা দরকার৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ