মুরগির জন্য গরুহত্যার বিরুদ্ধে বিজেপি?
২১ মার্চ ২০১৫ভারতের দু'টি রাজ্যে এখন গরু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ৷ টুইটারে অনেকে শুধু এ খররটি পরিবেশন করেছেন৷
একজন জানতে চেয়েছেন,মহারাষ্ট্র এবং হরিয়ানার পরে ভারতের কোন রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ হবে?
ভারতের দু'টি রাজ্য সরকার কেন এমন উদ্যোগ নিল? কেউ কেউ মনে করেন বিজেপি শাসিত রাজ্য দু'টিতে গো-হত্যা ঠেকানোর নাম করে আসলে মুরগির মাংসের ব্যবসা জমজমাট করার চেষ্টা চলছে৷
একজন জানতে চেয়েছেন, গরু জবাই এবং গরুর মাংস বিক্রির ওপর এই নিষেধাজ্ঞা কি ধীরে ধীরে সারা ভারতেই আরোপ করা হবে?
অশোক গাড়েকর সম্ভবত বিষয়টিকে হালকাভাবে দেখছেন৷ তাই তিনি বলছেন, ‘‘গরুর মাংস ভারতের জন্য ভালো৷ তবে হিন্দুরা গরুর মাংস হজম করতে পারে না৷''
তবে নাবিল স্পর্শকাতর বিষয়টি নিয়ে একটুও মজা করেননি৷ তিনি মনে করেন, গরুর মাংসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে ভারতের খুব বড় রকমের আর্থিক ক্ষতি হবে, সেই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে ভেবে দেখা দরকার৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ