1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুরসির মৃত্যু: জাতিসংঘের তদন্ত দাবি

১৮ জুন ২০১৯

মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সোমবার আদালতে মারা যান৷ তাঁর মৃত্যু নিয়ে তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার পরিষদকে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, এইচআরডাব্লিউ৷

Mohammed Mursi ehemaliger ägyptischer Präsident
ছবি: picture-alliance/AP Photo/M. Alleruzzo

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ বলছে, ‘‘বছরের পর বছর কারাগারে মুরসিকে অনেকটা সময় নিঃসঙ্গ রাখা, পরিবার ও আইনজীবীদের সঙ্গে নিয়মিত দেখা করতে না দেয়া, অপর্যাপ্ত চিকিৎসা সেবা ইত্যাদির পর মুরসির মৃত্যু হয়েছে৷''

সংস্থার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিচালক সারাহ লেয়াহ হুইটসন বলেন, মুরসির সঙ্গে কারা কর্তৃপক্ষের আচরণ ‘ভয়ংকর' ছিল৷ ‘‘এর জন্য দায়ীদের তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত,'' বলে মন্তব্য করেন তিনি৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মুরসির মৃত্যুর তদন্ত করতে মিশর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে৷

২০১১ সালে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দেশটির সবচেয়ে প্রভাবশালী ইসলামি গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড সংখ্যাগরিষ্ঠতা লাভ করে৷ দলটি বর্তমানে নিষিদ্ধ রয়েছে৷

এরপর প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছিলেন মুরসি৷ তবে তাঁর শাসনামলে বিরোধীদের বিরুদ্ধে অভিযান, ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা ও দেশকে ইসলামিকরণ করার অভিযোগ এনেছিলেন সমালোচকেরা৷ এই অবস্থায় মুরসি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে ২০১৩ সালে তাঁকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করে সামরিক বাহিনী৷

এরপর থেকে বিচার চলছিল মুরসির৷ সোমবার আদালতে নিজের বক্তব্য রাখার পর অসুস্থ বোধ করে সেখানেই মারা যান বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন৷ অপ্রকাশিত মেডিকেল সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, মুরসি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷

এদিকে, মঙ্গলবার সকালে মুরসিকে কায়রোর এক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর এক আইনজীবী৷ মুরসির ছেলে আহমেদ জানিয়েছেন, তাঁরা মুরসিকে তাঁর জন্মভূমি শারকিয়া রাজ্যে দাফন করতে চেয়েছিলেন৷ কিন্তু নিরাপত্তা সংস্থাগুলো অনুমতি না দেয়ায় তা সম্ভব হয়নি, আহমেদ জানান৷

মুরসির দাফনের সময় সংবাদকর্মীদেরও সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়৷ এছাড়া মুরসির জন্মভূমিতেও তাঁদের যেতে দেয়া হয়নি৷

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান মুরসির মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁকে ‘শহিদ' ও ‘ভাই' বলে আখ্যায়িত করেছেন৷ আর মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল-ফাতাহ-আল-সিসিকে ‘নিষ্ঠুর' বলেছেন৷

মুসলিম ব্রাদারহুডের একজন শীর্ষস্থানীয় নেতা মোহামেদ সুদান মুরসি ‘পরিকল্পিত হত্যার' শিকার বলে মন্তব্য করেছেন৷

জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিচ মুরসির আত্মীয়স্বজন ও সমর্থকদের প্রতি শোক প্রকাশ করেছেন৷

এছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও মুরসির  মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ আরও শোক জানিয়েছে ইরান, মালয়েশিয়া, হামাস এবং পাকিস্তানের জামাত-ই-ইসলামী দল৷

জেডএইচ/কেএম (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ