1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুশফিকের জন্য শুভকামনা

১৩ মে ২০২০

করোনা সংকটে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে ইতিহাস-গড়া ক্রিকেট ব্যাট নিলামে তুলেছেন মুশফিকুর রহিম৷ নিলাম স্থগিত করতে হয়েছে অন্তর্জাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছদ্মবেশী দুর্বৃত্তের কারণে৷

গত ২৪ ফেব্রুয়ারি ঢাকায় জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে ডাবল সেঞ্চুরি করার পর মুশফিকছবি: Getty Images/AFP/M. U. Zaman

তবে বাংলাদেশের অহঙ্কার মুশফিক নিশ্চয়ই থামবেন না, দুর্বৃত্তরাই বরং মুখ লুকাবে আস্তাকুড়ে৷

এত সুন্দর একটা উদ্যোগ যে হঠাৎ এমন পরিণতির দিকে যেতে পারে মুশফিকুর রহিম তা ভাবতেই পারেননি৷ যে ব্যাট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন, ভেবেছিলেন সেই ব্যাট নিলামে বিক্রি করে যা পাবেন তার পুরোটাই দেবেন করোনায় বিপর্যস্ত মানুষদের৷ 

একই উদ্দেশ্যে জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও ব্যাট নিলামে তুলেছেন৷ তাদের মধ্যে সবচেয়ে বেশি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে সাকিব আল হাসানের ব্যাট৷ মুশফিকের ব্যাট সাকিবের ব্যাটের দামকেও ছাড়িয়ে যাচ্ছিলো৷ একপর্যায়ে দাম ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় নিলাম কর্তৃপক্ষের সন্দেহ হয়৷ ব্যাটের ভিত্তিমূল্য যেখানে ছয় লাখ টাকা, সেখানে অস্বাভাবিক দ্রুততায় দাম ৪১ লাখ ওঠে কী করে?

দেখা গেল, অনলাইন নিলামে মোট ৫৩ জন দাম হাঁকিয়েছেন, যাদের অনেকেরই ‘ফেক আইডি’, অর্থাৎ, সুন্দর এ উদ্যোগকে তারা ব্যর্থ করার অপচেষ্টায় নেমেছেন অন্য কারো নাম, পরিচয় ব্যবহার করে৷ ওই নামগুলোর মধ্যে সানি লিওনের নামও ছিল!

অপতৎপরতা রুখতে নিলামের অনলাইন মঞ্চ পিকাবু বিডারদের ১০ হাজার টাকার বেশি দাম না হাঁকানোর অনুরোধ জানিয়েছিল৷ তাতেও কাজ হয়নি৷ ভুয়াদের কারণে শেষ পর্যন্ত স্থগিত রাখতে হয় নিলাম৷

মুশফিকুর রহিমের ম্যানেজার, ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান ভীষণ হতাশ৷ তবে হতাশায় ভেঙে পড়েননি৷ মুশফিকুর রহিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুপা দুর্বৃত্তদের অপচেষ্টাকে ব্যর্থ করে নিলাম আবার হবে৷

আমরাও মনে করি এ নিলাম হওয়া উচিত এবং হতেই হবে৷ আরো মনে করি, এমন সংকটের সময়, দেশকে অনেক বিজয়ের মুহূর্ত, গর্বের স্মৃতি উপহার দেয়া একজন ক্রিকেটারের এমন মানবিক উদ্যোগ যারা ব্যর্থ করতে চায়, তারা বাংলাদেশের বা বাংলাদেশের ক্রিকেটের কিংবা মানবতার বন্ধু হতে পারে না৷ 

আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলেছবি: DW/T. Mehedi

নানা কাজে এমন কিছু দুর্বৃত্তের অপতৎপরতা অতীতেও আমরা দেখেছি৷ ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিম, সৌম্য, তাসকিন, লিটনসহ অনেকের বিরুদ্ধে কারণে-অকারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি কদর্য রূপে সক্রিয় হতে দেখেছি তাদের৷ তাদের প্রকৃত পরিচয় যখন যা- ই হোক, একটা জায়গায় তাদের সবসময়ই খুব মিল৷ তারা দেশ, জাতি, ক্রিকেট, মানবতা- এসবের মর্মার্থ বা মর্যাদা সত্যিকার অর্থে বোঝে না৷ তাদের সংশোধন বা নিষ্ক্রিয়করণ সম্ভব কিনা জানি না, তবে তাদের অগ্রাহ্য করে এগিয়ে যাওয়া খুব সম্ভব৷

আমাদের প্রত্যাশা, মুশফিকুর রহিম আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন, ঐতিহাসিক ব্যাট বিক্রি করে করোনা সংকটে অনাহারে, অর্ধাহারে বেঁচে থাকা মানুষদের পাশে দাঁড়াবেন সানি লিওনদের নামের আড়ালে লুকানো দুর্বৃত্তদের অগ্রাহ্য করে!

৩০ মার্চের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ