করোনা সংকটে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে ইতিহাস-গড়া ক্রিকেট ব্যাট নিলামে তুলেছেন মুশফিকুর রহিম৷ নিলাম স্থগিত করতে হয়েছে অন্তর্জাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছদ্মবেশী দুর্বৃত্তের কারণে৷
বিজ্ঞাপন
তবে বাংলাদেশের অহঙ্কার মুশফিক নিশ্চয়ই থামবেন না, দুর্বৃত্তরাই বরং মুখ লুকাবে আস্তাকুড়ে৷
এত সুন্দর একটা উদ্যোগ যে হঠাৎ এমন পরিণতির দিকে যেতে পারে মুশফিকুর রহিম তা ভাবতেই পারেননি৷ যে ব্যাট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন, ভেবেছিলেন সেই ব্যাট নিলামে বিক্রি করে যা পাবেন তার পুরোটাই দেবেন করোনায় বিপর্যস্ত মানুষদের৷
সুমনের চোখে বাংলাদেশের সেরা টেস্ট একাদশ
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ গত ১০ নভেম্বর উনিশ বছর পূর্ণ করে বিশে পা রেখেছে৷ সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের গড়া বাংলাদেশের সেরা টেস্ট একাদশে কারা এবং কেন স্থান পেয়েছেন তা জানতে দেখুন আমাদের এই ছবিঘর৷
ছবি: AP
মাশরাফি
সেরা একাদশের নেতৃত্ব নির্দ্বিধায় মাশরাফি বিন মর্তুজার হাতে তুলে দিয়ে সুমন বলেছেন, ‘‘এত জোরে বল করতে আমি দেশের খুব কম বোলারকেই দেখেছি৷ সুইংও ছিল৷ অত্যন্ত বুদ্ধিমান বোলার৷’’
ছবি: AP
তামিম
‘সেরা পারফর্মার‘ হিসেবেই ওপেনিংয়ে জায়গা করে নিয়েছেন তামিম ইকবাল৷ লর্ডসে সেঞ্চুরি করা এই খেলোয়াড়কে একাদশে রাখার পেছনে দেশ ও দেশের বাইরে পারফর্ম্যান্সকেই বড় করে দেখেছেন হাবিবুল বাশার৷ তিনি বলেন, ‘‘পেস ও স্পিন সমান ভালো খেলে৷ সবচেয়ে বড় কথা, ওর ব্যাটিং অন্য ব্যাটসম্যানদেরও আত্মবিশ্বাস দেয়৷ ওকে এক নম্বরে রাখতে তাই একদমই সময় লাগেনি৷’’
ছবি: picture-alliance/A. Salahuddin
জাভেদ ওমর
৪০টি টেস্ট খেলার অভিজ্ঞতা এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হাবুডুবু খাওয়ার সময়ে উইকেট আঁকড়ে পড়ে থাকার মানসিকতাকে গুরুত্ব দিয়ে জাভেভ ওমরকে দলে রেখেছেন সুমন৷
ছবি: Shamsul Hoque Tanku
মুমিনুল
তিন নম্বর পজিশনে স্থান পেয়েছেন তিনি৷ সুমন বলছেন, মুমিনুলকে বাছতে কষ্ট হয়নি তার৷ তবে এই পজিশনে মুমিনুলকে বাদ দিলে নিজেকে জায়গা দিতেন তিনি৷ বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুলকে একাদশে রাখার ব্যাখ্যায় সুমন বলছেন, ‘‘রান করার দক্ষতা অনেক এবং ব্যাকফুটে শক্তিশালী৷’’
ছবি: Getty Images/AFP/M. U. Zaman
বুলবুল
বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে একাদশে রেখে সুমন বলছেন, ‘‘বাংলাদেশের ক্রিকেটকে আরো অনেক কিছুই দেওয়ার ছিল তাঁর৷’’ মাত্র ১৩ টেস্ট ক্যারিয়ারেও বুলবুল সর্বকালের সেরা একাদশে থাকার মতো ঝলক দেখিয়েছিলেন বলে বিশ্বাস করেন হাবিবুল বাশার সুমন৷
ছবি: Shamsul Hoque Tanku
আকরাম খান
১৯৯৭ সালে আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক আকরাম খানকে সেরা একাদশে জায়গা দিয়ে সুমন বলছেন, ‘‘যে-কোনো বোলিং আক্রমণকে ছিঁড়ে-খুঁড়ে ফেলার ক্ষমতা ছিল উনার৷ পেস ও স্পিন খেলার সামর্থ্যের দিক থেকে অত্যন্ত উঁচু দরের ব্যাটসম্যান তিনি৷’’
ছবি: DW/Z. Chowdhury
সাকিব
অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান৷ সব ফরম্যাটে বাংলাদেশের সেরা খেলোয়াড়ও তিনি৷
ছবি: Munir uz Zaman/AFP/Getty Images
মুশফিক
সুমন বলছেন, মুশফিক অলরাউন্ডার, কারণ, তিনি উইকেটের পেছনেও দাঁড়াবেন৷ বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে খালেদ মাসুদ অপ্রতিদ্বন্দ্বী হলেও মুশফিককে দিয়ে কিপিং করালে বাড়তি একজন ব্যাটসম্যান খেলাতে পারার চিন্তা থেকেই তাঁর ওপর আস্থা রেখেছেন সুমন৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
রফিক
এই সি্পন বোলারকে একাদশে রেখে সুমন বলছেন, ‘‘রফিক আমার দলে সব সময়ই থাকবে৷ আমি অধিনায়ক থাকাকালে সে আমাকে খুব কমই বঞ্চিত করেছে৷ রান আটকানোর পাশাপাশি উইকেট তুলে নেওয়ায় ওর চেয়ে ভালো আর কেউ নয়৷’’
ছবি: Getty Images/AFP/F. K. Godhuly
শাহাদাত
ভীতিকর পেসার হিসেবে একাদশে শাহাদাত হোসেনকে রেখে সুমন বলছেন, ‘‘টেস্ট ক্রিকেটে অধিনায়ক যে রকম আক্রমণাত্মক বোলার চায়, শাহাদাত সে রকমই একজন৷ সত্যিকারের টেস্ট বোলার৷’’
ছবি: AP
মুস্তাফিজ
টেস্ট ক্যারিয়ারে এখনো বলার মতো কিছু না করলেও মুস্তাফিজকে যে-কোনো উইকেটে উইকেট নেওয়ার মতো বোলার বলেই মনে করেন সুমন৷ এজন্য তাঁর সেরা টেস্ট একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ এই বোলার৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
11 ছবি1 | 11
একই উদ্দেশ্যে জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও ব্যাট নিলামে তুলেছেন৷ তাদের মধ্যে সবচেয়ে বেশি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে সাকিব আল হাসানের ব্যাট৷ মুশফিকের ব্যাট সাকিবের ব্যাটের দামকেও ছাড়িয়ে যাচ্ছিলো৷ একপর্যায়ে দাম ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় নিলাম কর্তৃপক্ষের সন্দেহ হয়৷ ব্যাটের ভিত্তিমূল্য যেখানে ছয় লাখ টাকা, সেখানে অস্বাভাবিক দ্রুততায় দাম ৪১ লাখ ওঠে কী করে?
দেখা গেল, অনলাইন নিলামে মোট ৫৩ জন দাম হাঁকিয়েছেন, যাদের অনেকেরই ‘ফেক আইডি’, অর্থাৎ, সুন্দর এ উদ্যোগকে তারা ব্যর্থ করার অপচেষ্টায় নেমেছেন অন্য কারো নাম, পরিচয় ব্যবহার করে৷ ওই নামগুলোর মধ্যে সানি লিওনের নামও ছিল!
অপতৎপরতা রুখতে নিলামের অনলাইন মঞ্চ পিকাবু বিডারদের ১০ হাজার টাকার বেশি দাম না হাঁকানোর অনুরোধ জানিয়েছিল৷ তাতেও কাজ হয়নি৷ ভুয়াদের কারণে শেষ পর্যন্ত স্থগিত রাখতে হয় নিলাম৷
মুশফিকুর রহিমের ম্যানেজার, ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান ভীষণ হতাশ৷ তবে হতাশায় ভেঙে পড়েননি৷ মুশফিকুর রহিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুপা দুর্বৃত্তদের অপচেষ্টাকে ব্যর্থ করে নিলাম আবার হবে৷
আমরাও মনে করি এ নিলাম হওয়া উচিত এবং হতেই হবে৷ আরো মনে করি, এমন সংকটের সময়, দেশকে অনেক বিজয়ের মুহূর্ত, গর্বের স্মৃতি উপহার দেয়া একজন ক্রিকেটারের এমন মানবিক উদ্যোগ যারা ব্যর্থ করতে চায়, তারা বাংলাদেশের বা বাংলাদেশের ক্রিকেটের কিংবা মানবতার বন্ধু হতে পারে না৷
নানা কাজে এমন কিছু দুর্বৃত্তের অপতৎপরতা অতীতেও আমরা দেখেছি৷ ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিম, সৌম্য, তাসকিন, লিটনসহ অনেকের বিরুদ্ধে কারণে-অকারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি কদর্য রূপে সক্রিয় হতে দেখেছি তাদের৷ তাদের প্রকৃত পরিচয় যখন যা- ই হোক, একটা জায়গায় তাদের সবসময়ই খুব মিল৷ তারা দেশ, জাতি, ক্রিকেট, মানবতা- এসবের মর্মার্থ বা মর্যাদা সত্যিকার অর্থে বোঝে না৷ তাদের সংশোধন বা নিষ্ক্রিয়করণ সম্ভব কিনা জানি না, তবে তাদের অগ্রাহ্য করে এগিয়ে যাওয়া খুব সম্ভব৷
আমাদের প্রত্যাশা, মুশফিকুর রহিম আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন, ঐতিহাসিক ব্যাট বিক্রি করে করোনা সংকটে অনাহারে, অর্ধাহারে বেঁচে থাকা মানুষদের পাশে দাঁড়াবেন সানি লিওনদের নামের আড়ালে লুকানো দুর্বৃত্তদের অগ্রাহ্য করে!
৩০ মার্চের ছবিঘরটি দেখুন...
মেসি থেকে মুশফিক: সংকটে সবার পাশে
করোনা-সংকটের সময়ে ক্রীড়াঙ্গনের তারকারা হাত গুটিয়ে বসে থাকেননি। সংকট মোকাবিলায় সহায়তার জন্য মোটা অংকের অনুদান দিচ্ছেন তারা। দেখুন ছবিঘরে...
বাংলাদেশ ক্রিকেট দল
করোনা সংকট মোকাবিলায় সহায়তার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের বেতনের অর্ধেক অনুদান হিসেবে দেবেন। একটা তহবিল গঠন করা হয়েছে। সেই তহবিলে ইতিমধ্যে ৩০ লাখ ১৫ হাজার টাকা জমা হয়েছে।
ছবি: Getty Images/D. Manson
মেসি দিলেন ১০ লাখ ইউরো
করোনায় সংক্রমিতদের চিকিৎসা এবং ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায় সহায়তার জন্য ১০ লাখ ইউরো দিয়েছেন লিওনেল মেসি। এরমধ্যে পাঁচ লাখ ইউরো পাবে বার্সেলোনা ক্লিনিক, বাকি পাঁচ লাখ পাবে মেসির দেশ, অর্থাৎ আর্জেন্টিনার সরকার।
ছবি: Reuters/G. Mangiapane
রোনাল্ডোও বসে নেই
মেসির আগেই অবশ্য পর্তুগালের দুটি হাসপাতালকে ৫ লাখ করে মোট ১০ লাখ ইউরোর অনুদানের ঘোষণা দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।লিসবন আর পোর্তোর দুটি হাসপাতাল পাবে এই টাকা।
ছবি: picture-alliance/Geisler-Fotopress
দয়ালু গার্দিওলা
এখন তিনি ম্যানচেস্টার সিটির কোচ। তবে পেপ গার্দিওয়ালার সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে বার্সেলোনা ক্লাবে। তাছাড়া স্পেন তার নিজের দেশ। তাই করোনা-সংকট মোকাবিলায় স্পেনের একটি ফাউন্ডেশন এবং একটি মেডিকেল কলেজকে পাঁচ লাখ করে মোট ১০ লাখ ইউরো অনুদান দিয়েছেন গার্দিওলা।
ছবি: Getty Images/M. Hewitt
মেসি-রোনালদোর সমান লেভানডোস্কি
করোনা ভাইরাস মোকাবিলয়জার্মান সরকার কে ১০ লাখ ইউরো দিয়েছেন বায়ান মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি।
ছবি: DW
জার্মান ফুটবলারদের অনুদান
জার্মানির জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সরকারকে ২৫ লাখ ইউরো দেবেন।
ছবি: picture-alliance/GES/M. Ibo
বিরাট কোহলি এবং আনুশকা শর্মা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ তহবিলে মোটা অঙ্কের অনুদান দিয়েছেন বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা। কত টাকা? সেটা তারা বলেননি।
ছবি: IANS
ভারতীয় ক্রিকেট বোর্ড
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা নরেন্দ্র মোদীর তহবিলে ৫১ কোটি রুপি দেবে।
ছবি: Getty Images/AFP/P. Paranjpe
পাকিস্তানের ক্রিকেটাররাও....
এদিকে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তানের ক্রিকেটাররা সে দেশের সরকারকে ৫০ লাখ রুপি অনুদান দেবেন।