1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুশফিকের ডাবল সেঞ্চুরি

২৪ ফেব্রুয়ারি ২০২০

জিম্বাবোয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৫৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ৷ ডাবল সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম৷ সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুমিনুলও৷

ছবি: Getty Images/AFP/M. U. Zaman

তামিমকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিক এখন মুশফিকুর রহিম৷ জিম্বাবোয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে তার রান দাঁড়িয়েছে চার হাজার ৪১৩৷আর তামিম ইকবালের রান চার হাজার ৪০৫৷ এদিকে মুশফিকের ক্যারিয়ারে তৃতীয় দ্বিশত রানের পরই জিম্বাবোয়ের বিপক্ষে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ৷ ৬ উইকেটে ৫৬০ রান তুলেছেন মুমিনুল হকরা৷ অধিনায়ক নিজেও করেছেন সেঞ্চুরি৷ তার ইনিংস থামে ১৩২ রানে৷

আগের দিনের (৩ উইকেটে) ২৪০ রান নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ৷ ১৫৬ বলে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল৷ টেস্টে এটি তার নবম সেঞ্চুরি৷ এ ইনিংসের মধ্য দিয়ে তিনি স্পর্শ করলেন তামিম ইকবালের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড৷

মুমিনুল করেছেন ১৩২ রানছবি: Getty Images/AFP/M. U. Zaman

সেঞ্চুরির পথে ধীরে সুস্থে এগিয়েছেন মুশফিকও৷ ১৬০ বল খেলে ১৮ চারের সহায়তায় তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি৷ এটি টেস্টে তার সপ্তম সেঞ্চুরি৷ আইন্সলে এনডিলোভুর দুর্দান্ত ক্যাচে ১৩২ রানে ফেরেন মুমিনুল৷ এর মধ্য দিয়ে ভাঙে ২২২ রানের জুটি৷ ১০০ রানের জুটি গড়েন মুশফিক আর লিটন৷ ৫৩ করে লিটন আউট হলেও ডাবল সেঞ্চুরি ঠিকই তুলে নেন মুশফিক৷ অপরাজিত ছিলেন ২০৩ রানে৷

প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হওয়া জিম্বাবোয়ে ব্যাটিংয়ে নেমেই পড়েছে বিপর্যয়ে৷ শুরুতেই জোড়া আঘাত হানেন নাঈম হাসান৷ দিনশেষে সফরকারীদের স্কোর দুই উইকেটে নয়৷ ইনিংস পরাজয় এড়াতে জিম্বাবোয়ের এখনো ২৮৬ রান প্রয়োজন৷

সংক্ষিপ্ত স্কোরে: জিম্বাবোয়ে ১ম ইনিংস: ২৬৫/১০, ২য় ইনিংস ৯/২ (নাঈম ৩-১-৪-২)

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬০/৩ ডিক্লে. (মুমিনুল ১৩২, মুশফিক ২০৩*, মিঠুন ১৭, লিটন ৫৩, তাইজুল ১৪*; টিরিপানো ৩০-৬-৯৬-১, নিয়াউচি ২৭-৩-৮৭-১, রাজা ৩০-১-১১১-১, টিশুমা ২৫-০-৮৫-১, এনডিলোভু ৪২-১-১৭০-২)

এফএএস/এসিবি

গত নভেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ