1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলমানদের আত্মদর্শন দরকার

কিশওয়ার মুস্তফা/এসিবি৫ জুলাই ২০১৬

সামনেই পবিত্র ঈদ-উল-ফিতর৷ এই ঈদকে সামনে রেখে মুসলিমপ্রধান দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে, অনেক দেশই জঙ্গিবাদ, সন্ত্রাস আর রাজনৈতিক সংকটে আক্রান্ত৷ এ সময়ে মুসলমানদের আত্মদর্শনই বেশি দরকার, মনে করেন কিশওয়ার মুস্তফা৷

মসজিদে প্রার্থনা করছেন মুসল্লিরা...
ছবি: picture-alliance/dpa

সারা বিশ্বের মুসলমানরা আবার ঈদ উদযাপন করবে৷ পবিত্র রমজান মাসের শেষে উদযাপিত হবে ঈদ৷ মুসলমানদের পবিত্র এই মাস সহনশীলতা, শান্তি, আত্মনিয়ন্ত্রণ, জীবনের প্রতি শ্রদ্ধা এবং দরিদ্রদের পাশে দাঁড়াতে শেখায়৷ কিন্তু অনেক মুসলিমপ্রধান দেশই এখন ইসলামের আদর্শ থেকে অনেক দূরে৷

গত ৩ জুলাই তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর বোমা হামলায় ইরাকের বাগদাদে মারা গেল ১১৫ জন৷ মুসলিম বিশ্বে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার বিষয়টিই মনে করিয়ে দেয় এই ঘটনা৷

এর আগে গত ২৮ জুন তুরস্কের ইস্তানবুলের আতার্তুক বিমান বন্দরে ইসলামিক স্টেট এবং ৩০ জুন তালেবান হামলায় আফগানিস্তানের কাবুলেও ঘটেছে হতাহতের ঘটনা৷ ২ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায়ও এক রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা৷ কিছু মানুষ যে সহনশীলতা এবং শান্তির পথে সবাইকে উদ্বুদ্ধ করার ইসলামি মূল্যবোধের সঙ্গে প্রতারণা করছে, এ সব ঘটনা তারই প্রমাণ৷

বিশ্বের প্রায় এক চতুর্থাংশ মানুষই মুসলমান৷ দুঃখজনক ব্যাপার হলো, মুসলমানদের বড় একটা অংশই গরিব৷ তার ওপর মুসলিম বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জাতিগত বিরোধও এখন তুঙ্গে৷ আরো দুঃখের বিষয়, বর্তমানে মুসলিম বিশ্বের কথা উঠলেই রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ, ক্ষুধা, দুর্নীতি, জাতিগত বিরোধ আর সন্ত্রাসের প্রসঙ্গ চলে আসে৷

জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, ইরাকের প্রায় ৩৬ লাখ শিশু এখন মৃত্যুবরণ, আহত হওয়া, যৌন সন্ত্রাস, অপহরণ এবং জবরদস্তি সশস্ত্র জঙ্গিগ্রুপে যোগ দিতে বাধ্য হওযার ঝুঁকির মুখে৷ মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক মাসে দক্ষিণ সুদানের প্রায় ৪৮ লাখের মতো শিশু ভয়াবহ খাদ্যসংকটের মুখোমুখি হবে৷ ওদিকে সিরিয়ায় ১ কোটি ৩০ লাখের মতো মানুষের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার দরকার৷ তাছাড়া প্রায় ৫০ লক্ষ মানুষ ইতিমধ্যে সে দেশ ছেড়েছে৷

পাকিস্তান আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও এখন প্রায় একইরকম৷ দক্ষিণ এশিয়ার এই দু'টি দেশেই জঙ্গি তৎপরতা ও জঙ্গিহামলা বেড়েছে৷

কিশওয়ার মুস্তফা, ডয়চে ভেলে

এমন পরিস্থিতিতে এক মাসের সিয়াম সাধনার পর ঈদ উদযাপন অনেকটাই অর্থহীন আনুষ্ঠানিকতা হয়ে

দাঁড়িয়েছে৷ সাম্প্রতিক সময়ের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো তো দেশ দু'টিতে রাজনৈতিক এবং নৈতিক অবক্ষয়েরই সাক্ষর বহন করছে৷

রমজান এবং ঈদে আত্মমূল্যায়ন ও জবাবদিহিতার গুরুত্ব অনেক৷ খুব বেশি দিন আগের কথা নয় যখন মুসলমানরা ছিল সংস্কৃতি, সহনশীলতা এবং বহুত্ববাদের অগ্রপথিক৷ এখন সেই মুসলমানরাই যেন উগ্রবাদ আর জঙ্গিবাদের প্রতিশব্দ৷ এমনকি পবিত্র রমজান মাসও সন্ত্রাসীদের নিরীহ মানুষ হত্যা থেকে বিরত রাখতে পারেনি৷

আশা করি, মুসলমানদের জন্য এবারের ঈদটা স্রেফ ধর্মীয় আনুষ্ঠানিকতার চেয়ে অনেক বড় কিছু হয়ে আসবে৷ আমি আরো আশা করি, ঈদ সবার জন্য সংশোধনের সুযোগ নিয়ে আসবে৷

মুসলমানদের এ মুহূর্তে আত্মদর্শন দরকার বেশি – আপনি কি লেখকের এই চিন্তার সঙ্গে একমত? মন্তব্য করুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ