1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেহরির জন্য ডেকে তোলেন এক শিখ বৃদ্ধ

৩০ মে ২০১৮

ছোট্ট একটি ভিডিও৷ কিন্তু এই বিভাজন আর সংঘাতের যুগে জম্মু-কাশ্মীরের মতো উত্তাল এলাকা থেকে এমন সহজ-সরল একটি সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র মানুষকে উদ্বুদ্ধ করবে বৈকি৷

পাকিস্তানে সেহরির প্রস্তুতিছবি: picture-alliance/Zumapress/PPI

রাতের অন্ধকারে গলায় নিজের ঢোলটি ঝুলিয়ে বেরিয়েছেন প্রবীণ এক শিখ৷ পাঞ্জাবি ভাষাতেই ডাক দিচ্ছেন, ‘‘আল্লাহ রসুল দে পেয়ারো, জান্নাত কি তলবগারো, উঠো রোজা রখ্খো৷’’ আল্লাহ রসুলের প্রিয় জান্নাতকামীরা, ওঠো, রোজা রাখো৷

তারপরেই ঢোলকে কাঠি দিলেন – পঞ্চনদের দেশের মানুষের হাতে স্বভাবতই পাঞ্জাবি বোল৷ অন্ধকারে তোলা ঘষা ঘষা ভিডিও, কিন্তু সেটা যে ভোরের অন্ধকার, সেহরির জন্য যে জাগার সময় হয়ে গিয়েছে, এসব স্পষ্ট বোঝা যায়৷

যাঁরা রোজা রাখেন, তাঁদের কাছে সেহরির পর দিনের শুরু, যেমন দিন শেষ হবার পরে আসে ইফতার৷ সেই পবিত্র সময়টিতে ‘মাসাহারতি’ বা ঘুমভাঙানিয়া হয়ে এলেন এক বৃদ্ধ শিখ প্রতিবেশী৷ বিক্ষুব্ধ কাশ্মীরে এককালে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি, সহযোগিতা, সহাবস্থান ছিল, তার কথাই যেন স্মরণ করিয়ে দিলেন৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ