1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলমানদের নিয়ে বিভ্রান্তি!

১৮ ডিসেম্বর ২০১৬

ব্রিটিশ গবেষণা সংস্থা ইপসোস মোরি-র এক জরিপে দেখা গেছে, জার্মানরা মনে করেন, জার্মানির মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ মুসলমান৷ তবে প্রকৃত সংখ্যাটি আসলে মাত্র ৫ শতাংশ৷

প্রতীকী ছবি
ছবি: Getty Images/AFP/J. Macdougall

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জার্মানিতে বসবাসকারী মুসলমানের সংখ্যা ছিল ৪৪ থেকে ৪৭ লাখের মধ্যে৷ এর আগে ২০১১ সালে এমন জরিপ করা হয়েছিল৷ তখনকার চেয়ে জার্মানিতে বাসকারী মুসলমানের সংখ্যা ১২ লাখের মতো বেড়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়৷

২০১৫ সালে জার্মানিতে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করে৷ সংখ্যাটি ২১ লক্ষের বেশি৷ আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেশি৷ এদের মধ্যে আশ্রয়প্রার্থীরা থাকলেও ইইউর অন্যান্য দেশের নাগরিকও আছেন৷

ফ্রান্স, ব্রিটেন, ইটালি, বেলজিয়ামের নাগরিকদের মধ্যেও তাঁদের দেশে বসবাসকারী মুসলমানদের সংখ্যা নিয়ে ভুল ধারণা রয়েছে৷ ফরাসীরা মনে করেন, তাদের দেশের জনসংখ্যার ৩১ শতাংশই মুসলমান এবং আগামী চার বছরের মধ্যে সংখ্যাটি বেড়ে হবে ৪০ শতাংশ৷ তবে পিউ রিসার্চ সেন্টারের ২০১০ সালের জরিপ বলছে, ফ্রান্সে মুসলিমদের সংখ্যা মোট জনসংখ্যার সাড়ে সাত শতাংশ৷ আর সাম্প্রতিক সময়ে পিউ এর করা আরেক জরিপ বলছে, আগামী চার বছরে ফ্রান্সে মুসলিমদের সংখ্যা হবে মোট জনসংখ্যার ৮.৩ শতাংশ৷

ব্রিটেনের অধিকাংশ মানুষ মনে করে সে দেশের জনসংখ্যার ১৫ শতাংশ মুসলিম, কিন্তু বাস্তবে মুসলমান আছে মাত্র ৪.৮ শতাংশ৷

ইটালি আর বেলজিয়ামের নাগরিকরা মনে করেন, সে দেশে প্রতি পাঁচ জনের একজন মুসলমান৷ তবে বাস্তবতা হচ্ছে, ইটালির জনসংখ্যার ৩.৭ শতাংশ আর বেলজিয়ামের ৭ শতাংশ মুসলিম৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, কেএনএ, এএফপি)

জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে মুসলমানের সংখ্যা নিয়ে এই বিভ্রান্তির কারণ কী বলে আপনি মনে করেন? নীচের ঘরে আপনার মতামত লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ