1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মুসলমান বলেই কি আমরা জঙ্গি?’

১৮ এপ্রিল ২০১৬

আল-কায়দার ইন্ধনে ইউরোপে একের পর এক জঙ্গি হামলা কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছে৷ এখানকার তরুণ মুসলমানরা কেন সমাজের বিপক্ষে দাঁড়াচ্ছে? কেন ঠান্ডা মাথায় হত্যা করছে স্বদেশিদের? আর জার্মানির মুসলমানরাই বা কেমন আছেন?

জার্মানিতে মুসলিম শরণার্থীরা
ছবি: Reuters/F. Bensch

ব্রাসেলস বিমানবন্দর, মোলেনবেক সাবওয়ে স্টেশন এবং প্যারিসের ভয়াবহ হামলার পর, এ রকম সব প্রশ্নের উত্তরই খুঁজে চলেছি আমরা৷ এখন অবশ্য আর আল-কায়েদা নয়, মাঠে নেমেছে তথাকথিত ‘ইসলামিক স্টেট' বা আইএস-এর সদস্যরা৷

কিন্তু এহেন প্রাণহানি থামাতে ইউরোপীয় সমাজকে যে দ্রুত কার্যকর কিছু একটা করতে হবে, সে ব্যাপারে কোনো দ্বিমত নেই কারুর৷ তারপরও সহজে এ সমস্যার কোনো সমাধানও উঠে আসছে না, কারণ, এখনও তরুণ মুসলমানদের ইউরোপীয় সমাজে একাত্ম করতে ব্যর্থ হচ্ছেন ইউরোপের নেতারা৷

'We are always treated as suspects'

03:17

This browser does not support the video element.

বরং উদ্বাস্তু সংকট আর একের পর এক জঙ্গি হামলার কারণে মুসলমানদের প্রতি একটা আস্থাহীনতা কাজ করছে ইউরোপে৷ বলা বাহুল্য, এভাবে কোনো দেশে ধর্মনিরপেক্ষতার ভিত্তি স্থাপন সম্ভব নয়৷

ডয়চে ভেলের ভিডিও-ব্লগার জাফর আব্দুল করিম জার্মানির কিছু মসজিদে গিয়ে বেশ কয়েকজন মুসলমানের সঙ্গে কথা বলেন৷ তাদের কথাতেও নিরাপত্তাহীনতাই উঠে এসেছে, উঠে এসেছে একঘরে হয়ে যাওয়ার ভয়৷

ওপরের ভিডিওটি দেখলেই বুঝবেন৷

ডিজি/এপিবি

‘মুসলমান মানেই জঙ্গি?’ – আপনার কী মনে হয়? লিখুন নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ