১৬ই নভেম্বর প্যারিসের প্লাস দ্য লা রেপুবলিক-এর একটি দৃশ্য৷ চোখবাঁধা এক মুসলমান যুবা দু'হাত বাড়িয়ে শত শত অজানা পথচারীকে আলিঙ্গন করছেন৷ পায়ের কাছে রাখা একটি কাগজ বলছে: ‘‘আপনি কি আমাকে বিশ্বাস করেন?''
বিজ্ঞাপন
প্যারিসের এই চত্বরটি এক সপ্তাহ আগে যে একাদশ ও দশম অ্যারন্দিসমঁ এলাকায় কনসার্ট হল ও বার-এ গুলিচালনা ও হত্যাকাণ্ডে ১২০ জনের বেশি মানুষ প্রাণ হারায়, তারই অদূরে৷ জনতা এই প্লাস দ্য লা রেপুবলিক চত্বরের একাধিক জায়গায় ফুল রেখে, মোমবাতি জ্বালিয়ে তাদের শোক ও সমবেদনা জ্ঞাপন করার চেষ্টা করেছে৷
ঠিক সেই চত্বরটকেই বেছে নিয়েছিলেন এই অজ্ঞাত মুসলমান যুবা৷ চোখ বেঁধেছিলেন কাপড়ে৷ পায়ের কাছে রেখেছিলেন দুটি কাগজ, তাদের একটিতে লেখা ছিল: ‘‘আমি একজন মুসলমান, কিন্তু আমাকে বলা হচ্ছে, আমি একজন সন্ত্রাসী৷'' অন্য কাগজটিতে লেখা: ‘‘আমি আপনাকে বিশ্বাস করি৷ আপনি কি আমাকে বিশ্বাস করেন?''
অজানা যুবকটিকে আলিঙ্গন করার আগে ও পরে অনেক পথচারীর চোখই অশ্রুসজল হয়ে ওঠে৷ পরে যুবক বলছেন, ‘‘আমি আপনাদের প্রত্যেককে এই আলিঙ্গনের জন্য ধন্যবাদ জানাতে চাই৷ আমি এভাবে সকলকে একটা বার্তা দিতে চেয়েছিলাম৷ আমি মুসলমান, কিন্তু তাই বলে আমি সন্ত্রাসী নই৷ আমি কোনোদিন কারুকে হত্যা করিনি৷ আমি আপনাদের এ-ও বলতে পারি যে, গত শুক্রবার আমার জন্মদিন ছিল, তা সত্ত্বেও আমি বাড়ি থেকে বের হইনি৷ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সকলের পরিবারবর্গের জন্য আমি গভীর সমবেদনা বোধ করি৷ আমি আপনাদের বলতে চাই, মুসলমান মানেই সন্ত্রাসী নয়৷ একজন সন্ত্রাসী হলো একজন সন্ত্রাসী, যে আরেকজন মানুষকে তুচ্ছ কারণে হত্যা করতে রাজি৷ একজন মুসলমান তা কখনোই করবেন না৷ আমাদের ধর্ম তা নিষেধ করে৷''
‘আমিই প্যারিস’
কোটি কোটি মানুষ সহমর্মিতা প্রকাশ করছে প্যারিসের প্রতি৷ শিল্পীরা আঁকছেন ছবি৷ যে শহরে প্রতি বছর কোটি মানুষ যায় মুগ্ধ হতে, সেই শহরের বুকে ১২৯টি নিরীহ প্রাণ কেড়ে নেয় সন্ত্রাসীরা৷ দেখুন প্যারিসের দুঃখে কাতর শিল্পীদের ছবি৷
ছবি: Twitter/@Zeli50/Chaunu
প্যারিসের জন্য শান্তি কামনা
বৃত্তের মধ্যে আইফেল টাওয়ারের এই ছবিটি এঁকেছেন শিল্পী জঁ জুলিয়েন৷ ছবির শিরোনাম, ‘পিস ফর প্যারিস’৷ প্যারিসের আক্রান্ত হওয়ার খবর জানার পরই আঁকা এই ছবিটি #PeaceForParis নামে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে৷ অনেকেই উল্কি এঁকে শরীরে রাখছেন #PeaceForParis, কেউ কেউ আবার পড়ছেন #PeaceForParis সম্বলিত টি-শার্ট৷
ফ্রান্সের কেরিক্যাচার শিল্পী #Baudry-ও তাঁর প্রিয় শহরে শত মানুষের আর্তনাদ দেখে ব্যথিত৷ তাঁর তুলিতে প্যারিস তাই রক্তে আবৃত৷ রক্তাক্ত প্যারিসের মাঝখান দিয়ে ক্ষীণ রেখা হয়ে বয়ে চলেছে সেন নদী৷ এ নদী অনমনীয়তার প্রতীক৷ শিল্পী যেন বোঝাতে চেয়েছেন সন্ত্রাসীরা বর্বরোচিত হামলায় যত রক্তই ঝরাক প্যারিসের জীবন নদীর মতো বয়ে যাবেই৷
ছবি: Twitter/@cyrilrtour/@hervebaudry
রক্তাক্ত পতাকা
#JeSuisParis নাম দিয়ে রক্তাক্ত পতাকার এই ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন আরেক ক্যারিকেচার শিল্পী কার্লোস লাটুফ৷ এটিও ভীষণ সাড়া জাগিয়েছে৷
ছবি: Twitter/@ClaudeGaignard/@LatuffCartoons
দৈত্যের কবলে...
আলাদীনের চেরাগের সেই দৈত্যও উঠে এসেছে শিল্পীর আঁকা ছবিতে৷ প্যারিসের আর কিছু না হোক আইফেল টাওয়ারটা তো সবাই চেনে৷ প্যারিসের প্রতীকই আইফেল টাওয়ার৷ গল্পের দৈত্যকে প্রদীপ ঘষে ডেকে আনলে সে তার মনিবের আদেশ পালন করতো৷ ছবিতে শিল্পী #MarianKamensky অশুভ শক্তি হিসেবে আইএস-কেই বানিয়েছেন দৈত্য৷ সেই দৈত্য গলা টিপে ধরেছে আইফেল টাওয়ারের৷
ছবি: Twitter/@DonzelliX/@MarianKamensky1
শোকে নুয়ে পড়া আইফেল টাওয়ার
শিল্পী চাউনু-র আঁকা এই ছবিতে সকল প্যারিসবাসীর সঙ্গে একাত্ম হয়ে আইফেল টাওয়ারও নুয়ে পড়েছে শোকে৷ নুয়ে এক প্যারিসবাসীকে জড়িয়ে ধরে সমবেদনা জানাচ্ছে৷ নারীর মাথায় জ্যাকোবিন টুপি৷ ফরাসি বিপ্লবের স্মৃতি স্মরণ করিয়ে ফরাসিদের উদ্বুদ্ধ করে এই টুপি৷