1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলিমদের ওপর হামলার কারণে শ্রীলঙ্কায় ৮০ জন গ্রেপ্তার

১৫ মে ২০১৯

সোমবার মুসলমানদের মসজিদ ও দোকানপাটে সহিংস হামলা হয়েছিল৷ তবে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, পরিস্থিতি এখন ‘পুরো নিয়ন্ত্রণে'৷ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

Sri Lanka Colombo katholische Kirche Gottesdienst nach Anschägen
ছবি: picture-alliance/AP Photo/E. Jayawardena

২১ এপ্রিল তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে হামলার পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়৷ এর মধ্যে সোমবার উত্তর-পশ্চিমের বিঙ্গিরিয়া এলাকায় প্রায় দুই হাজার দাঙ্গাকারী মুসলমানদের মসজিদ ও দোকানপাটে হামলা চালায়৷ এই ঘটনায় একজন  প্রাণ হারান৷

ঘটনার পর মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ঐ এলাকার মুসলিম নেতা এমআইএম সিদ্দিক এএফপিকে জানিয়েছেন, ‘‘আমাদের মানুষরা এখনো বাইরে যেতে ভয় পাচ্ছেন৷''

তবে পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে বুধবার সামরিক মুখপাত্র সুমিথ আতাপাত্তু বলেন, ‘‘গতরাতে কোথাও কোনো সহিংস ঘটনা ঘটেনি৷ এছাড়া আমরা সোমবারের হামলার সঙ্গে জড়িতদের আটক করছি৷''

এদিকে, পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৮০ জনের বেশি জনকে আটক করা হয়েছে৷ তাদের জরুরি আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে৷ ফলে অভিযুক্ত হলে তাদের সর্বোচ্চ দশ বছরের জেল হতে পারে৷

সংসদের স্পিকার কারু জয়সুরিয়া মুসলমানদের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন৷

এদিকে, সহিংসতা উসকে দিতে পারে এমন বার্তার প্রসার ঠেকাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও ইন্সটাগ্রাম আগেই ব্লক করেছিল সরকার৷ মঙ্গলবার এ তালিকায় টুইটারও যুক্ত করা হয়েছে৷

তবে সরকারের এসব উদ্যোগ সত্ত্বেও মুসলমানরা আতঙ্কে ভুগছেন৷ বুধবারও তাঁরা ঘরে থাকাকেই শ্রেয় মনে করছেন৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ