1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে জঙ্গিবাদবিরোধী ফতোয়া

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ জানুয়ারি ২০১৬

বাংলাদেশে আইনের পাশাপাশি জঙ্গিবাদবিরোধী নানা ধর্মীয় ও সামাজিক উদ্যোগ নেয়া হচ্ছে৷ এর মধ্যে অন্যতম জঙ্গিবাদবিরোধী ফতোয়া৷ এতে এক লাখ ইসলামি চিন্তাবিদের স্বাক্ষর নেয়ার কাজ চলছে৷ খুতবায় জঙ্গিবিরোধী বয়ানেরও উদ্যোগ নেয়া হয়েছে৷

Ägypten - al-Azhar Moschee
ছবি: Getty Images

গত ডিসেম্বরে পুলিশ সদরদপ্তরে দেশের ইসলামি চিন্তাবিদদের সঙ্গে দু'দফা মতবিনিময় করেন বাংলাদেশের পুলিশ প্রধান৷ এই মতবিনিময়ের বিষয় ছিল – ‘জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সমাজের করণীয়'৷ বৈঠকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, শোলাকিয়ার ইমাম, ইসলামি ফাউন্ডেশনের ডিজিসহ দুই শতাধিক আলেম, মসজিদের ইমাম এবং ইসলামি চিন্তাবিদ অংশ নেন৷ সেই আলোচনার পর এবার কাজে নেমেছেন আলেমরা৷

শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী ফতোয়া নিয়ে কাজ হচ্ছে৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ‘‘ফতোয়া প্রস্তুত করে এখন তাতে এক লাখ আলেমের অনুমোদন নেয়ার কাজ চলছে৷ এরইমধ্যে ২০ হাজারের মতো আলেমের সই নেয়া হয়েছে৷ সবাই অনুমোদন করলে এই ফতোয়া প্রচারের জন্য সরকারকে দেয়া হবে৷ পাঠানো হবে দেশের বাইরেও৷''

‘ইসলামের নামে হত্যা বা আক্রমণ ইসলাম সমর্থন করে না’

This browser does not support the audio element.

মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ জানান, ‘‘ফতোয়ার মূল বিষয় হলো ইসলামের নামে হত্যা বা আক্রমণ ইসলাম সমর্থন করে না৷ ইসলামে জঙ্গিবাদের কোনো জায়গা নেই৷''

তাঁর মতে, ‘‘শুধু আইন করে শাস্তি দিয়ে জঙ্গি দমন সম্ভব নয়৷ মুসলমানদের চেতনায় ঢুকিয়ে দিতে হবে যে, ইসলাম জঙ্গিবাদবিরোধী৷ এ নিয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে৷''

অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন মসজিদে জুমার নামাজের খুতবা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে৷ খুতবায় যাতে এমন কিছু না থাকে, যা জঙ্গিবাদকে উৎসাহিত করে৷ এ জন্য মসজিদ কমিটিকে দায়িত্ব দেয়া হচ্ছে৷ তাছাড়া মসজিদ কমিটিতে কারা আছেন, সে বিষয়েও তথ্য নেয়া হচ্ছে৷ এ নিয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামিম মোহাম্মদ আফজাল ডয়চে ভেলের কাছে এই উদ্যোগের সত্যতা স্বীকার করেন৷ তবে শারীরিক অসুস্থতার কারণে বিস্তারিত বলতে পারেননি তিনি৷

মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘‘মসজিদের ইমামদের খুতবা নিয়ন্ত্রণ নয়, খুতবায় জঙ্গিবাদবিরোধী বয়ানের জন্য তাঁদের উদ্বুদ্ধ করতে হবে৷''

আপনি কি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের সঙ্গে একমত? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ