1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলিম তরুণদের জার্মানি ছাড়ার হিড়িক

২৭ ফেব্রুয়ারি ২০১৬

সিরিয়া ও ইরাকে গিয়ে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এ যোগ দিতে জার্মানি ছেড়েছে আটশ'রও বেশি মুসলিম যুবক৷ তাদের শতকরা ৬০ ভাগই জার্মান নাগরিক৷ জার্মানির একটি দৈনিক জানিয়েছে এ খবর৷

Demonstration islamischer Fundamentalisten in Solingen 01.05.2012
ছবি: picture-alliance/dpa/Melanie Dittmer

সম্প্রতি জার্মান দৈনিক ‘ডি ভেল্ট' এক খবরে জানিয়েছে, এ বছর জার্মানি থেকে মুসলিম তরুণদের তথাকথিত জিহাদে যোগ দিতে সিরিয়া ও ইরাকে যাওয়ার প্রবণতা বেড়েছে৷ জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বিকেএ-এর মুখপাত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ‘ডি ভেল্ট'৷ খবরে আরো বলা হয়, তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দিতে যাওয়া এ সব তরুণ সিরিয়া এবং ইরাক থেকে ফিরেও আসছে৷ এ পর্যন্ত অন্তত ১৩০ জন তরুণ জার্মানি থেকে সিরিয়া ও ইরাকে গিয়ে প্রাণ দিয়েছে বলেও জানা গেছে৷ তাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী বোমা হামলা চালাতে গিয়ে প্রাণ হারায়৷

‘ডি ভেল্ট'-এর প্রতিবেদনে জানায়, ২০১৪ সালের জুন মাস থেকে ইরাক ও সিরিয়ায় যাওয়া ৬৭৭ জন মুসলিম তরুণের অতীত বিশ্লেষণ করেছে জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বিকেএ৷ যুদ্ধে যোগ দিতে যাওয়া তরুণদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে৷ তাদের মধ্যে শতকরা ৬০ ভাগই জার্মান নাগরিক৷ তথাকথিত জিহাদি হতে সিরিয়া ও ইরাকে যাওয়া তরুণদের এক তৃতীয়াংশ খ্রিষ্টান বা অন্য কোনো ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন বলেও বিশ্লেষণে দেখা গেছে৷

গত কিছুদিনে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় বেশ কিছু অভিযান চালিয়েছে জার্মান পুলিশ৷ সেসব অভিযানে সন্দেহভাজনদের গ্রেপ্তারও করা হয়েছে৷ কয়েকজনের বিরুদ্ধে মামলা চলছে৷

২০১৫ সালের ডিসেম্বরে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে দু'জনকে মোট সাত বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে জার্মানির আদালত৷ গত জানুয়ারিতেও একজনকে ‘মানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধাপরাধ'-এর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷

এসিবি/ডিজি (কেএনএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ