সিরিয়া ও ইরাকে গিয়ে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এ যোগ দিতে জার্মানি ছেড়েছে আটশ'রও বেশি মুসলিম যুবক৷ তাদের শতকরা ৬০ ভাগই জার্মান নাগরিক৷ জার্মানির একটি দৈনিক জানিয়েছে এ খবর৷
বিজ্ঞাপন
সম্প্রতি জার্মান দৈনিক ‘ডি ভেল্ট' এক খবরে জানিয়েছে, এ বছর জার্মানি থেকে মুসলিম তরুণদের তথাকথিত জিহাদে যোগ দিতে সিরিয়া ও ইরাকে যাওয়ার প্রবণতা বেড়েছে৷ জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বিকেএ-এর মুখপাত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ‘ডি ভেল্ট'৷ খবরে আরো বলা হয়, তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দিতে যাওয়া এ সব তরুণ সিরিয়া এবং ইরাক থেকে ফিরেও আসছে৷ এ পর্যন্ত অন্তত ১৩০ জন তরুণ জার্মানি থেকে সিরিয়া ও ইরাকে গিয়ে প্রাণ দিয়েছে বলেও জানা গেছে৷ তাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী বোমা হামলা চালাতে গিয়ে প্রাণ হারায়৷
‘ডি ভেল্ট'-এর প্রতিবেদনে জানায়, ২০১৪ সালের জুন মাস থেকে ইরাক ও সিরিয়ায় যাওয়া ৬৭৭ জন মুসলিম তরুণের অতীত বিশ্লেষণ করেছে জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বিকেএ৷ যুদ্ধে যোগ দিতে যাওয়া তরুণদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে৷ তাদের মধ্যে শতকরা ৬০ ভাগই জার্মান নাগরিক৷ তথাকথিত জিহাদি হতে সিরিয়া ও ইরাকে যাওয়া তরুণদের এক তৃতীয়াংশ খ্রিষ্টান বা অন্য কোনো ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন বলেও বিশ্লেষণে দেখা গেছে৷
জার্মানিতে কয়েকজন শরণার্থীর জীবন
যুদ্ধবিক্ষুব্ধ কোনো দেশ থেকে কীভাবে ইউরোপে আসছে লক্ষ লক্ষ মানুষ? সবাই কি স্থায়ীভাবে ইউরোপে থাকতে চান? থাকতে হলে কী করতে হবে? কী করছেন তাঁরা? কয়েকজন শরণার্থীর জীবন দেখে একটু ধারণা নেয়া যাক৷
চিকিৎসক থেকে শরণার্থী
সিরিয়ায় রাজধানী দামেস্কে চিকিৎসক হিসেবে ভালোই ছিলেন হামবার আল-ইসা৷ কিন্তু যুদ্ধ শুরুর পর জন্মভূমির সব সুখ ছেড়ে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমাতে হয় তাঁকে৷
অনেক পথ পেরিয়ে...
মেসিডোনিয়ায় পৌঁছানোর পর সার্বিয়ার সীমান্ত পর্যন্ত যেতে অনেকটা পথ হাঁটতে হয়েছে হামবারকে৷ হেঁটে কোনো শহরে পৌঁছালেই শুরু হতো ইন্টারনেট ক্যাফে খুঁজে বের করার চেষ্টা৷ পেলে প্রথম কাজ কোথায় আছেন, কেমন আছেন সে সম্পর্কে পরিবারকে বিস্তারিত জানানো৷ একা এসেছেন, তাই স্বজনদের তাঁর জন্য খুব চিন্তা৷ তাঁদের চিন্তা দূর করা ও তাঁদের সম্পর্কে জেনে নিজেকে নিশ্চিন্ত রাখতেই পছন্দ করেন হামবার৷
অবশেষে জার্মানিতে...
অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে জার্মানিতে পৌঁছেছেন হামবার৷ সিরিয়াতে সার্জন হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নতুন দেশে চাইলেই তো আর চিকিৎসক হিসেবে কাজ শুরু করা যায় না৷ জার্মান ভাষা শিখে নিজেকে তৈরি করতে হবে সবার আগে৷ সেই চেষ্টা চলছে৷ পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রে অনুবাদকের কাজও করছেন৷ তাঁর স্বপ্ন অবশ্য জার্মানিতে বসবাস করা নয়৷ সুসময় ফিরে এলে নিজের দেশেই ফিরতে চান হামবার৷
দেশান্তরী এক আফগান কিশোরী
তোবার বয়স এখন ১৬ বছর৷ আফগানিস্তানের হেরাত থেকে জার্মানিতে এসেছে সে৷ হেরাতে নিয়মিত স্কুলে যেত সে৷ লেখাপড়া করেই প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নও দেখতো৷ কিন্তু তালেবান বেছে বেছে মেয়েদের স্কুলে হামলা শুরু করায় তোবার পক্ষেও আর দেশে থাকা সম্ভব হয়নি৷
সপরিবারে জার্মানিতে
আফগানিস্তান থেকে জার্মানিতে অবশ্য একা আসেনি তোবা৷ দুই বোন এবং তাঁদের স্বামীও এসেছেন সঙ্গে৷ কাছের এই মানুষগুলো সঙ্গে থাকার কারণেই ইরান, তুরস্ক, গ্রিস এবং বলকান অঞ্চল হয়ে জার্মানিতে পৌঁছাতে পেরেছে তোবা৷
দুঃস্বপ্নে পোড়া স্কুল, স্বপ্নে সুন্দর আগামী
তালেবান হামলা থেকে বাঁচতে আফগানিস্তান ছেড়ে এলেও স্বনির্ভর হওয়ার স্বপ্ন কিন্তু ছাড়েনি তোবা৷ নিজেকে নতুন করে তৈরি করছে সে৷ জার্মান ভাষা শিখছে৷ স্বাবলম্বী হতে হলে জার্মানিতে ভাষা শেখাটা তো সবার জন্যই জরুরি৷
এক সাংবাদিকের পরিবার
ওপরের ছবির তিনজন জার্মানিতে এসেছেন সিরিয়ার ইদলিব থেকে৷ আহমেদ (মাঝখানে)-এর সঙ্গে তাঁর স্ত্রী হেবা এবং বন্ধু সালেহ৷ সিরিয়ায় সাংবাদিক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন আহমেদ৷
শৈশবেই প্রবাসী
আহমেদ-হেবা দম্পতির এই মেয়েটিও এসেছে জার্মানিতে৷ মাত্র এক বছর বয়সেই শুরু হয়েছে তার প্রবাসজীবন৷ ওর বাবা অবশ্য যুদ্ধ থামলেই ফিরে যেতে চায় সিরিয়ায়৷
8 ছবি1 | 8
গত কিছুদিনে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় বেশ কিছু অভিযান চালিয়েছে জার্মান পুলিশ৷ সেসব অভিযানে সন্দেহভাজনদের গ্রেপ্তারও করা হয়েছে৷ কয়েকজনের বিরুদ্ধে মামলা চলছে৷
২০১৫ সালের ডিসেম্বরে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে দু'জনকে মোট সাত বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে জার্মানির আদালত৷ গত জানুয়ারিতেও একজনকে ‘মানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধাপরাধ'-এর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷