মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য হিজাব বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ক্রীড়া পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নাইকি৷ গত এক বছর ধরে এই নিয়ে গবেষণা করছে প্রতিষ্ঠানটি৷
বিজ্ঞাপন
‘দ্য নাইকি প্রো হিজাব' সিরিজের পণ্য তৈরির জন্য গত এক বছর গবেষণা করেছে মার্কিন প্রতিষ্ঠানটি৷ তাদের সহায়তা করেছেন কয়েকজন ক্রীড়াবিদ, যাদের মধ্যে রয়েছেন ফিগার স্কেটার জাহরা লারি৷
হিজাব তৈরিতে নাইকি ব্যবহার করেছে হালকা, প্রসারণক্ষম কাপড়, যার মধ্যে বায়ু চলাচল নিশ্চিত করতে রয়েছে ছোট ছোট ছিদ্র৷ হিজাবের পেছন দিকটাও খেলাধুলায় ব্যবহারের উপযোগী করে বিশেষভাবে তৈরি৷ ফলে এটা পরে ক্রীড়াবিদরা অত্যন্ত সাবলীলভাবে নিজেদের গতি ঠিক রাখতে পারবেন৷
আগামী বছর শীতকালীন অলিম্পিকে অংশ নেয়ার ব্যাপারে আশাবাদী লারি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে হিজাবটি পরা অবস্থায় তোলা ছবি শেয়ার করেছেন৷ ইতোমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা৷ কেউ কেউ ক্রীড়াপণ্যের তালিকায় হিজাবকে ঠিক পছন্দ করছেন না৷ তবে লারিকে এই নিয়ে বেশ উচ্ছ্বাসিত মনে হয়েছে৷ ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে অবশেষে এটা তৈরি হয়েছে৷''
নাইকির তৈরি এই হিজাব অবশ্য এখনই বাজারে পাওয়া যাবে না৷ কালো, ধূসর আর অবিসিডিয়ান রঙয়ের হিজাব বাজারে পাওয়া যাবে আগামী বছর৷
হিজাব, বোরকা বা নিকাবের মতো নারীদের জন্য বিভিন্ন ইসলামি পোশাক নিয়ে ইউরোপে এখন তুমুল বিতর্ক চলছে৷ কোনো কোনো দেশ এ সব পোশাক নিষিদ্ধের পক্ষে৷ মুসলমান নারীদের শরীর ঢাকার পোশাকগুলি কী কী – চলুন জেনে নেই৷
ছবি: picture-alliance/AP Photo
হিজাব
দেশ এবং সংস্কৃতিভেদে অনেক মুসলমান নারী হিজাব পরিধান করেন৷ মূলত মাথা, চুল এবং গলা এবং ঘাড়ের খোলা অংশ ঢাকা হয় এই পোশাক দিয়ে৷ বিভিন্ন ডিজাইনের এবং রঙের হিজাব পাওয়া যায় যেগুলো পরলে চেহারা পুরোটাই দেখা যায়৷
ছবি: Getty Images/AFP/Seyllou
নিকাব
নিকাব পরলে নারীর পুরো শরীর ঢেকে যায়, শুধু চোখ দু’টো খোলা থাকে৷ সাধারণত পুরোপুরি রক্ষণশীল মুসলমান নারীরা নিকাব পরেন৷ নিকাব মূলত কালো রঙের হলেও অন্যান্য রঙের নিকাবও ইদানীং দেখা যায়৷
ছবি: picture-alliance/dpa/B. Roessler
দোপাট্টা
দক্ষিণ এশিয়ার মুসলিম নারীদের মধ্যে জনপ্রিয় দোপাট্টা বা ওড়না৷ নিকাব বা বোরকার মতো না হলেও এই পোশাকেও নারীর শরীর অনেকটা ঢাকা থাকে৷ তবে চুলের কিছুটা, চেহারা এবং গলা দেখা যায়৷ দক্ষিণ এশিয়ায় অন্যান্য ধর্মের মেয়েরাও দোপাট্টা পরেন৷
ছবি: Getty Images/AFP/S.Jaiswal
আল-আমিরা
মূলত দুই টুকরো কাপড় দিয়ে আল-আমিরা তৈরি করা হয়৷ একটি টুকরো দিয়ে চুল পুরোপুরি ঢেকে দেয়া হয় আর অন্য টুকরোটা হিজাবের মতো জড়িয়ে দেয়া হয়৷ কম বয়সি মুসলিম নারীদের মধ্যে এই আল-আমিরা বেশ জনপ্রিয়৷
শায়লা
শায়লা হচ্ছে লম্বা, চারকোনা এক ধরনের স্কার্ফ, যা গল্ফ অঞ্চলের মুসলিম নারীদের মধ্যে জনপ্রিয়৷ এটি সাধারণত কালো রঙের হয় এবং কাঁধের কাছে পিন দিয়ে আটকাতে হয় এটিকে৷ তবে হিজাবের মতো সবকিছু ঢেকে রাখে না শায়লা৷
ছবি: Getty Images/AFP/A.Rochman
এশার্প
অনেকটা হিজাবের মতো হলেই এসার্প তৈরি হয় সিল্ক দিয়ে এবং বেশ উজ্জ্বল রঙের হয়৷ মূলত তুরস্কের মুসলিম নারীরা এটা পরিধান করেন৷ এটি বিভিন্ন রং এবং ডিজাইনে পাওয়া যায়৷
ছবি: Getty Images/AFP/A. Altan
কেরুডুং আর টুডুং
ইন্দোনেশিয়ার আধুনিক মেয়েরা আজকাল যে হিজাব ব্যবহার করছে, তার নাম কেরুডুং৷ আর প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় নারীদের মধ্যে জনপ্রিয় টুডুং৷ এই দু’টি অনেকটা চাদরের মতো হলেও, একটি অংশে সুন্দর প্যার্টার্ন থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে থাকে বিভিন্ন রঙের শেডও৷ হিজাবের মতো টুডুং বা কেরুডুং-ও চুল, গলা এবং কাঁধ পুরোপুরি ঢেকে ফেলে৷
ছবি: Getty Images/AFP/S.Khan
চাদর
ইরানের মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয় চাদর৷ বাড়ি থেকে বের হওয়ার সময় সাধারণত সে দেশের নারীরা চাদর পরে নেন৷
ছবি: Getty Images/AFP/B. Mehri
বোরকা
মুসলিম নারীরা সারা চেহারা এবং সারা শরীর পুরোপুরি ঢেকে ফেলে বোরকা পরিধান করেন৷ ক্ষেত্রবিশেষে বোরকার চোখের অংশে জাল দেয়া থাকে, যাতে তারা দেখতে পারেন৷ কালো ছাড়াও বিভিন্ন রংঙের বোরকা হয়৷
ছবি: picture-alliance/dpa/Arshad Arbab
জিলবুবস
সারা শরীর ঢেকে রেখেও নারীর স্তন এবং পশ্চাতদেশের আকার ফুটিয়ে তোলা যায় এই পোশাকে৷ এ জন্যই একে জিলবুবস বলা হয়৷ ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এই পোশাকের ব্যবহার দেখা যায়৷ তবে এই পোশাক নিয়ে বিতর্ক রয়েছে৷ দ্রষ্টব্য: মুসলিম নারীদের পোশাক সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছবিঘরটি তৈরি করা হয়েছে৷