1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলিম পর্যটক

৩১ জুলাই ২০১২

বিশ্বের প্রায় ১৭০ কোটি মুসলিমদের মধ্যে প্রায় অর্ধেকের বয়স ২৪ বা তারও কম বলে ধরে নেওয়া হয়৷ ফলে মুসলিম পর্যটকদের আকর্ষণ করার চেষ্টা আরও জোরদার হচ্ছে৷

ছবি: AP

বিশ্বের বিভিন্ন প্রান্তে আর্থিক ও অর্থনৈতিক সংকটের ফলে বিশেষ নজর পড়ছে পর্যটনের দিকে৷ পর্যটকেরা কোনো দেশে এসে ব্যয় করলে অর্থনীতি লাভবান হয়৷ তবে পর্যটকদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিষয়টির দিকেও বিশেষ নজর দিতে হয়৷ তারা কী ধরণের খাবার খেতে ভালোবাসে, তাদের পছন্দ-অপছন্দ কীরকম – পর্যটক হিসেবে তাদের এই সব চাহিদা সম্পর্কে সচেতন হলে তার ফল হয় ইতিবাচক৷

গোটা বিশ্বে মুসলিম পর্যটকদের সংখ্যা বাড়ছে৷ ফলে বিমানবন্দরে নামাজ কক্ষ, শরীরের যত্ন নিতে হালাল স্পা – এসব আর বিরল নয়৷ বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের সম্পন্ন মুসলিম পরিবারের সদস্যরা আরও বেশি ভ্রমণ করায় তাদের বিশেষ চাহিদার প্রতি মনোযোগ বাড়ছে৷ একটি হিসেব অনুযায়ী বিশ্বব্যাপী পর্যটকদের হারের তুলনায় মুসলিম পর্যটকদের ভ্রমণের হার আরও দ্রুত গতিতে বাড়ছে৷ ২০১১ সালে যেখানে মুসলিম পর্যটকদের ভ্রমণের সংখ্যা ছিল প্রায় ১২,৬০০ কোটি, ২০২০ সাল নাগাদ সেই সংখ্যা দাঁড়াবে ১৯,২০০ কোটিতে৷ সিঙ্গাপুর ভিত্তিক ‘ক্রিসেন্টেটিং' ও মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘দিনারস্ট্যান্ডার্ড' সংস্থা মোট ৪৭টি দেশে সমীক্ষা চালিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে৷ সংবাদ সংস্থা এএফপি সেই রিপোর্টের ভিত্তিতে বিষয়টির উপর বিশেষ আলোকপাত করেছে৷ ধারণা করা হয়, যে বিশ্বের মুসলিম জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ২৪ বা তারও কম৷ এদের বেশিরভাগই শিক্ষিত৷ ফলে পর্যটক হিসেবে এদের আকর্ষণ করার চেষ্টা চলছে৷

‘ক্রিসেন্টেটিং'এর প্রধান ফজল বাহারেদিন বলেন, মিশর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো জনবহুল মুসলিম দেশ মুসলিম পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে৷ রমজানের সময়েও মালয়েশিয়া ভ্রমণে যান অসংখ্য মুসলিম পর্যটক৷ যেমন সৌদি আরবের দাম্মাম থেকে এক নবদম্পতি বিয়ের পর মধুচন্দ্রিমা কাটাতে মালয়েশিয়া ভ্রমণ করে খুবই সন্তুষ্ট৷ তাদের মতে, সৌদি আরব থেকে মালয়েশিয়ার দূরত্ব খুব বেশি নয়৷ ইউরোপের তুলনায় ব্যয় হয় অনেক কম৷ সেখানে মসজিদ বা আরবি খাবার পাওয়াও সহজ৷ হালাল খাবার থাকায় অনেক মুসলিম পরিবার এমন দেশে বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করেন৷

কিন্তু অন্যান্য দেশও মুসলিম পর্যটকদের আকর্ষণ করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে৷ যেমন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া বিমান বন্দর ও হোটেলে নামাজ কক্ষ থেকে শুরু করে হালাল রেস্তোরাঁর ব্যবস্থা করছে৷ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের পর্যটন বিভাগের স্লোগানই হলো, ‘এবারের রমজানে শীতের স্বাদ পেতে গোল্ড কোস্ট আসুন না'

৷ মুসলিম পর্যটকরা বহুকাল ধরেই  গোল্ড কোস্ট এলাকায় ছুটি কাটাতে আসেন৷ প্রতি বছরই তাদের জন্য উপযুক্ত অবকাঠামোর উন্নতি করে চলেছে কর্তৃপক্ষ৷ থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ দুবাইয়ে বিশেষ দপ্তর খুলেছে৷ ব্যাংকক'এর সূবর্ণভূমি বিমানবন্দর ইসলামি বিশ্বের বাইরে মুসলিমদের জন্য সবচেয়ে উপযুক্ত বলে পরিচিত হয়ে উঠেছে৷


এসবি / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ