1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাড়ি কেটে দিল পুলিশ

২৪ জানুয়ারি ২০১৬

১২ হাজার ৮০০ মানুষের দাড়ি কেটে দিয়েছে তাজিকিস্তানের পুলিশ৷ আফগানিস্তানের প্রভাবে জঙ্গিতৎপরতা বৃদ্ধি পাওয়ায় আরো কিছু কঠোর ব্যবস্থা নিয়েছে মধ্য এশিয়ার এই দেশ৷ ধর্মের নামে রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে৷

Maulana Fazlullah
প্রতীকী ছবিছবি: AFP/Getty Images

২০১৫ সালের সেপ্টেম্বরে ‘ইসলামিক রেনেসাঁ পার্টি অফ তাজিকিস্তান' নামের একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়৷ দেশের একমাত্র ‘ইসলামি' দল ‘ইসলামিক রেনেসাঁ পার্টি অফ তাজিকিস্তান'-কে নিষিদ্ধ করার পর থেকে দেশে মৌলবাদী রাজনীতি এবং জঙ্গিবাদের বিস্তারে সহায়ক ভূমিকা পালন করছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে৷ তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিমের শহর খাইতনে শুধু মুসলমানদের পোশাক বিক্রি করা হয় এমন ১৬০টি দোকান বন্ধ করা হয়েছে৷

তাজিকিস্তানের ধর্মনিরপেক্ষ সরকার এবং পুলিশ বলছে, আফগানিস্তান থেকে এসে কিছু জঙ্গিবাদী সেদেশে জঙ্গিতৎপরতা বাড়ানোর অপতৎপরতা চালাচ্ছে৷

তাজিকিস্তানের রাজনীতির অঙ্গন বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত৷ গত বছর অস্ত্রধারী সন্ত্রাসিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ব্যাপক রূপ নেয়৷ বিদেশি দূতাবাসগুলোতেও ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ মার্কিন দূতাবাস তখন থেকেই ‘সাময়িকভাবে' বন্ধ৷

সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা বন্ধ করার উদ্যোগ হিসেবে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তাজিকিস্তান সরকার৷ সুপ্রিম কোর্টের রায়ে দেশের একমাত্র ‘ইসলামি' দল ‘ইসলামিক রেনেসাঁ পার্টি অফ তাজিকিস্তান'-এর সব রকমের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ হয়েছে৷

মুসলিম প্রধান দেশটিতে বড় দাড়িওয়ালারাও পড়ছেন বিপাকে৷ রেডিও লিবার্টি-র খবর অনুযায়ী, গত বছর ১২ হাজার ৮০০-রও বেশি মানুষের দাড়ি কেটেছে পুলিশ৷ পুলিশ বলছে, দাড়িগুলো খুব বেশি বড় ছিল৷

এসিবি/ডিজি (ডিপিএ, এপি)

দাড়ি কেটে, মুসলমানদের কাপড়ের দোকান বন্ধ করে কি জঙ্গিবাদকে প্রতিহত করা যাবে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ