১২ হাজার ৮০০ মানুষের দাড়ি কেটে দিয়েছে তাজিকিস্তানের পুলিশ৷ আফগানিস্তানের প্রভাবে জঙ্গিতৎপরতা বৃদ্ধি পাওয়ায় আরো কিছু কঠোর ব্যবস্থা নিয়েছে মধ্য এশিয়ার এই দেশ৷ ধর্মের নামে রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে৷
বিজ্ঞাপন
২০১৫ সালের সেপ্টেম্বরে ‘ইসলামিক রেনেসাঁ পার্টি অফ তাজিকিস্তান' নামের একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়৷ দেশের একমাত্র ‘ইসলামি' দল ‘ইসলামিক রেনেসাঁ পার্টি অফ তাজিকিস্তান'-কে নিষিদ্ধ করার পর থেকে দেশে মৌলবাদী রাজনীতি এবং জঙ্গিবাদের বিস্তারে সহায়ক ভূমিকা পালন করছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে৷ তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিমের শহর খাইতনে শুধু মুসলমানদের পোশাক বিক্রি করা হয় এমন ১৬০টি দোকান বন্ধ করা হয়েছে৷
প্রতিদিনই খবরে আইএস৷ কোনোদিন নৃশংস হত্যাকাণ্ডের জন্য, কোনোদিন হয়তো ইরাক বা সিরিয়ায় কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য৷ আইএস বলছে, ইসলামি খেলাফত কায়েম করার জন্য যুদ্ধে নেমেছে তারা৷ ছবিঘরে আইএস সম্পর্কে কিছু তথ্য....
ইসলামিক স্টেট বা আইএস আসলে কী?
আল কায়েদা থেকে তৈরি হওয়া সুন্নি মুসলমানদের জঙ্গি সংগঠন আইএস৷ সাদ্দাম পরবর্তী সময়ে ইরাকে এবং বাশার আল আসাদের আমলে সিরিয়ায় সুন্নিদের হতাশা থেকেই জন্ম সংগঠনটির৷ আইএস-এর পতাকায় লেখা থাকে, ‘মুহাম্মদ (সা.) আল্লাহর নবী’ এবং ‘আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই৷’
ছবি: AP
আইএস কোথায় সক্রিয়?
শরিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে এমন রাষ্ট্র, বা ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করতে চায় আইএস৷ সিরিয়া এবং ইরাকেই প্রত্যক্ষভাবে সক্রিয় তারা৷ দুটি দেশেই রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে বেশ বড় অঞ্চল দখল করে নিয়েছে আইএস৷
আইএস কেন আলাদা?
মূলত নিষ্ঠুরতার জন্য৷ শত্রুপক্ষ এবং নিরীহ মানুষের মনে আতঙ্ক ছড়াতে তারা এমন বর্বরতা এবং নিষ্ঠুরতা প্রদর্শন করে যা আগে কেউ করেনি৷ জবাই করে ভিডিও প্রচার, পুড়িয়ে মারা, বাবার সামনে মেয়েকে জবাই করা এবং তার তার ভিডিও প্রচার, মেয়েদের যৌনদাসী বানানো আর পণ্যের মতো বিক্রি করা – এসব নিয়মিতভাবেই করছে আইএস৷ কোনো অঞ্চল দখলে নেয়ার পর সেখানে শাসন প্রতিষ্ঠায় মন দেয় আইএস৷
ছবি: gebphotography - Fotolia.com
অন্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক
আইএস যদিও শুধু সিরিয়া এবং ইরাকেই সক্রিয়, তবে বিশ্বের অন্যান্য ইসলামি জঙ্গি সংগঠনগুলো থেকে বিচ্ছিন্ন নয়৷ নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম কয়েকদিন আগেই জানিয়েছে, আইএস-কে তারা সমর্থন করে৷ দুটি সংগঠনের মধ্যে একটি জায়গায় মিলও আছে৷ আইএস-এর মতো বোকো হারামও নিষ্ঠুরতা এবং বর্বরতার প্রতিভূ হয়ে উঠেছে৷ অন্য ধর্মের নারীদের প্রতি দুটি সংগঠনের দৃষ্টিভঙ্গি এবং আচরণই মধ্যযুগীয়৷
ছবি: Getty Images/A. Katib
আইএস-এর অনুসারী কারা?
অনুসারী সংগ্রহের সাফল্যেও আইএস অন্য সব জঙ্গি সংগঠনের চেয়ে আলাদা৷ এ পর্যন্ত অন্তত ২০ হাজার বিদেশী যোদ্ধা আইএস-এ যোগ দিয়েছে৷ তাদের মধ্যে ৪ হাজারই পশ্চিম ইউরোপ এবং উত্তর অ্যামেরিকার৷
আইএস-কে রুখতে অন্য দেশগুলো কী করছে?
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেশ কিছু পশ্চিমা এবং আরব দেশ সিরিয়া ও ইরাকে আইএস ঘাঁটির ওপর বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে৷ বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত সিরিয়ায় ১৪২২ এবং ইরাকে ২২৪২ বার হামলা হয়েছে৷ কোনো কোনো সরকার দেশের অভ্যন্তরেও কিছু ব্যবস্থা নিচ্ছে৷ সিরিয়া ফেরত অন্তত ৩০ জন সন্দেহভাজন জঙ্গির বিচার শুরু করবে জার্মানি৷ গত মাসে সৌদি পুলিশও ৯৩ জন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছে৷
6 ছবি1 | 6
তাজিকিস্তানের রাজনীতির অঙ্গন বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত৷ গত বছর অস্ত্রধারী সন্ত্রাসিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ব্যাপক রূপ নেয়৷ বিদেশি দূতাবাসগুলোতেও ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ মার্কিন দূতাবাস তখন থেকেই ‘সাময়িকভাবে' বন্ধ৷
সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা বন্ধ করার উদ্যোগ হিসেবে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তাজিকিস্তান সরকার৷ সুপ্রিম কোর্টের রায়ে দেশের একমাত্র ‘ইসলামি' দল ‘ইসলামিক রেনেসাঁ পার্টি অফ তাজিকিস্তান'-এর সব রকমের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ হয়েছে৷
মুসলিম প্রধান দেশটিতে বড় দাড়িওয়ালারাও পড়ছেন বিপাকে৷ রেডিও লিবার্টি-র খবর অনুযায়ী, গত বছর ১২ হাজার ৮০০-রও বেশি মানুষের দাড়ি কেটেছে পুলিশ৷ পুলিশ বলছে, দাড়িগুলো খুব বেশি বড় ছিল৷
এসিবি/ডিজি (ডিপিএ, এপি)
দাড়ি কেটে, মুসলমানদের কাপড়ের দোকান বন্ধ করে কি জঙ্গিবাদকে প্রতিহত করা যাবে? জানান নীচের ঘরে৷
শিকারি বেড়াল গোঁফ দেখলে চেনা যায়
পুরুষ মানুষ হলে মোটামুটি একটা গোঁফ গজাতে কষ্ট হয় না৷ দাড়িও রাখা যায়, কিংবা লম্বা জুলপি৷ অস্ট্রিয়ার লিওগাং-এ যে বিয়ার্ড চ্যাম্পিয়নশিপ হয়ে গেল, তার কথা অবশ্য আলাদা৷
ছবি: picture-alliance/A. Warmuth
গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা
বিশটি দেশ থেকে আসা সাড়ে তিন’শ প্রতিযোগী ১৮টি বিভাগে লড়ে যাচ্ছেন রোঁয়া – থুড়ি, গোঁফ ফুলিয়ে...৷
ছবি: picture-alliance/dpa/A. Warmuth
গোঁফ যখন দাড়ির সাইজের
প্রথমে গজানো, তারপর যত্নআত্তি – এই যেমন আঁচড়ানো, পাকানো কিংবা রং করা – হাজার দেড়েক কৌতূহলী দর্শক এসেছিলেন কাইজারের গোঁফের বদলে গোঁফের কাইজারকে দেখবার জন্যে...৷
ছবি: picture-alliance/A. Warmuth
কাইজারি গোঁফও বাদ পড়েনি
শেষের দিকটা পাকানো হলেই সেটাকে কাইজারি গোঁফ বলে, সে আমলে জার্মান কাইজার বা সম্রাটের যে রকম গোঁফ ছিল৷ গোঁফ-দাড়ির বিশ্বকাপে কাইজারি গোঁফের আলাদা বিভাগ আছে৷ সে বিভাগে গতবার জিতেছিলেন জার্মানির অয়গেন হিপ, এবার জিতেছেন যুক্তরাষ্ট্রের জ্যাকি লিন৷ ওদিকে মার্কিন মুলুকে তিনকালে কোনো কাইজার ছিল না!
ছবি: picture-alliance/dpa/A. Warmuth
মার্কিন পতাকা – এবং গোঁফ
শ্মশ্রুধারী ভদ্রলোক এসেছিলেন নিউ ইয়র্ক সিটি থেকে, নিজের প্রিয় শহরটির ফ্ল্যাগ কাঁধে করে৷ অন্যান্য মার্কিন প্রতিযোগীরাও এবার ভালো ফল করেছেন৷ আঠেরোটি বিভাগের মধ্যে ছ’টি বিভাগে জিতেছেন মার্কিনিরা, অন্য যে কোনো দেশের চেয়ে বেশি৷
ছবি: picture-alliance/A. Warmuth
পয়েন্ট সিস্টেম
জুরি হওয়া সহজ নয়৷ প্রতিটি খুঁটিনাটির খেয়াল রাখতে হয়৷ যেমন দাড়ি কিংবা গোঁফ যদি ঠিকমতো আঁচড়ানো না হয়ে থাকে, তাহলে – না, মুণ্ডু কাটা যায় না, তবে ‘পয়েন্ট ডিডাক্ট’ করা হয়৷
ছবি: picture-alliance/dpa/A. Warmuth
‘ফুল’ দাড়ি, মানে আবক্ষ দাড়ি
গোঁফ-দাড়ির বিশ্বকাপের একটি ক্ল্যাসিক প্রতিযোগিতা৷ এ বছর স্থানীয় দাড়ি চ্যাম্পিয়ন হান্স গাসনার এই খেতাবটি জিতেছেন৷ প্রতিযোগীদের দেখলে সুকুমার রায়ের আবোলতাবোলের ছবির কথা মনে পড়ে যায়...৷
ছবি: picture-alliance/dpa/A. Warmuth
পরের বিশ্বকাপ টেক্সাসে
এবার যারা হেরেছেন, তারা একটি নতুন সুযোগ পাবেন ঠিক দু’বছর পরে, ২০১৭ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন শহরে৷ তখন দেখা যাবে কাইজার, মানে কাইজারি গোঁফ অ্যামেরিকার না জার্মানির...৷