1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলিম ফ্যাশনের ও উগ্রপন্থা

এআই/ডিজি (ডিডাব্লিউ)১৯ সেপ্টেম্বর ২০১৬

জার্মানিতে হিজাবের দোকানগুলো ইদানীং সংবাদের শিরোনাম হচ্ছে৷ অভিযোগ উঠেছে, এ সব দোকান নাকি উগ্রপন্থার দিকে যাওয়ার প্রাথমিক দরজা হিসেবে কাজ করছে৷

Deutschland Hijabi Store in Frankfurt am Main
ছবি: DW

জার্মানির ফ্রাংকফুর্ট শহরের ‘দ্য হিজাবি' নামের দোকানটিতে নারীদের জন্য নিকাব, বোরকা এবং অন্যান্য ইসলামিক পোশাক বিক্রি করা হয়৷ দোকানটিতে মুসলমান নারীদের জন্য নানা ধরনের, নানা ডিজাইনের পোশাক রয়েছে৷ আর শুধু পোশাকই নয়, সেগুলো শরীরের সঙ্গে ঠিকভাবে সেট করার জন্য বিভিন্ন রকম প্রয়োজনীয় পিনও বিক্রি করা হয় সেখানে৷

‘দ্য হিজাবির' সঙ্গে সালাফিস্টদের সম্পর্ক নিয়ে জার্মানির কয়েকটি পত্রিকায় সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করা হয়৷ গত সপ্তাহে জার্মানির পাবলিক ব্রডকাস্টার এআরডি একটি রিপোর্টে দেখায়, কীভাবে ‘দ্য হিজাবি' এবং ভুর্পাটালের আরেকটি দোকান নারীদের গোঁড়া ধর্মীয় জীবনযাপনের দিকে নিয়ে যেতে সাহায্য করছে৷ এভাবে তাদের সালাফিজম এবং এক পর্যায়ে উগ্রবাদী ইসলামের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানানো হয় রিপোর্টে৷ ডয়চে ভেলের পক্ষ থেকে অবশ্য এ সব দোকানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি৷

German Salafists in Syria

05:20

This browser does not support the video element.

সালাফিস্টদের জীবনযাপন

বুর্কিংস ইন্সটিটিউটের দেয়া তথ্য অনুযায়ী, সালাফিজমকে ইসলামের সবচেয়ে সঠিক এবং সত্য রূপ হিসেবে বিবেচনা করা হয়, যা ইসলামের একেবারের শুরুর দিকে চর্চা করা হতো৷

জার্মানিতে গত ১০ থেকে ১৫ বছরে নিকাব এবং বোরকা বিক্রির দোকানগুলো প্রসার লাভ করেছে, জানান সুজানে শ্র্যোটার৷ সুজানে ফ্রাংকফুর্ট বিশ্ববিদ্যালয়ে ইসলামিস্ট ফেমিনিজম এবং উগ্রপন্থা বিষয়ে বিশেষজ্ঞ৷ তাঁর কথায়, বর্তমানে জার্মানিতে বসবাসরত মুসলমান নারীদের মধ্যে নিকাব পরার প্রবণতা বাড়ছে৷

শ্র্যোটার বলেন, ‘‘ফ্রাংকফুর্টের দোকানটি সালাফিস্ট কনজিউমার কালচারের সঙ্গে সম্পৃক্ত৷ আর সালাফিজম শুধুমাত্র একটি ধার্মিক বা রাজনৈতিক মুভমেন্ট নয়, এটি একটি লাইফস্টাইলও৷ যারা এই ভাবাদর্শে বিশ্বাসী, তারা তাদের জীবনের সবকিছু সালাফিস্ট কল্পলোকের মতো করে সাজাতে চায়৷''

অনেক সালাফিস্ট নারী অরগ্যানিক বা জৈব পণ্য ব্যবহার করতে পছন্দ করেন, কেননা মোহাম্মদের জীবনকালে অন্য কিছু ছিল না৷ শ্র্যোটার বলেন, ‘‘সাবান থেকে শুরু করে ফ্রেশ – সবকিছুই জৈব উপায়ে তৈরি হতে হবে৷ এমনকি পুরুষের জন্যও নির্ধারিত পোশাক রয়েছে, যার মধ্যে স্লোগানযুক্ত টি-শার্টও পাওয়া যায়৷''

ফ্যাশন যখন বিপজ্জনক হয়ে ওঠে

বোরকা পরাটা জার্মানির মতো দেশের সংস্কৃতিতে সাধারণ নিয়মের বিরুদ্ধাচারণ হিসেবে দেখা হতে পারে৷ কারণ এ দেশে মুসলিম পোশাকের প্রতি মানুষের বিরূপ মনোভাব রয়েছে৷ অন্যদিকে যারা এই পোশাক পরে, তাদের কাছে ঈশ্বরের প্রতি আনুগত্য দেখানোটা কে কী ভাবলো, তা নিয়ে মাথা ঘমানোর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বলেন শ্র্যোটার৷

সালাফিস্টরা সাধারণত সারা শরীর এমনকি হাত দু'টোও গ্লাভসে ঢেকে রাখেন৷ তাছাড়া এ ধরনের পোশাক, শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই নয়, দু'বছর বয়সি শিশুদের জন্যও রয়েছে৷ শ্র্যোটার বলেন, ‘‘এ কারণেই দোকানগুলো বিপজ্জনক৷ তারা এমন এক সংস্কৃতির অংশ, যার সদস্যরা দেখাতে চায় যে তারা ইসলামি ভাবাদর্শে বিশ্বাসী৷ পিতৃতন্ত্র, অগণতান্ত্রিক চিন্তাভাবনা, সহিংসতার প্রতি সর্মথন – এ সবেই তাদের সায় আছে৷ তাদের বিশ্বাস, তারা মুসলিমবিরোধী এক বিশ্বে বসবাস করছে৷ আর সেই চিন্তা থেকেই চরমপন্থার দিকে আকৃষ্ট হয় তারা৷''

উগ্রপন্থিদের সঙ্গে সম্পর্ক

‘দ্য হিজাবি'-র মালিক লতিফা রাউলির বাবা আব্দেললাতিফ একজন সুপরিচিত সালাফিস্ট৷ রাউলি নিষিদ্ধ ঘোষিত ‘দোয়া এফএফএম' নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন, যারা কিনা ইসলাম ধর্মে বিশ্বাসীদের কোরআন অনুসরণের আহ্বান জানিয়েছিল৷ শুধু তাই নয়, তিনি পিয়ের ফোগেল নামের এক ব্যক্তির ঘনিষ্ঠ হিসিবেও পরিচিত ছিলেন, যিনি প্রকাশ্যে শরীয়া আইনের পক্ষে অবস্থান নিয়েছিলেন৷

২০১৪ সালে রাউলি ফ্রাংকফুর্টের একেবারে প্রাণকেন্দ্রে ‘মক্কা' নামের একটি দোকান দিয়েছিলেন, যেখানে মক্কার পানি বিক্রি হয় বলে জানানো হতো৷ কিন্তু প্রতিবেশীদের অভিযোগের মুখে দোকানটি বন্ধ করে দিতে হয়৷ শ্র্যোটারের কথায়, ‘‘তারা সেই ব্যবসা বন্ধ করে দিয়েছিল, কেননা এটা নিশ্চিত হয়েছিল যে মক্কার পানি বলে যা বিক্রি করা হতো, তা আসলে ফ্রাংকফুর্ট শহরের ট্যাপ বা কলের পানি৷''

কিন্তু রাউলির সঙ্গে উগ্রপন্থিদের যোগাযোগ আছে – জার্মান সরকারের হাতে এমন প্রমাণ থাকলেও, তা তাকে অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত রাখা বা জীবনধারণের জন্য রোজগার করা থেকে বিরত রাখার জন্য যথেষ্ট নয়৷ নিষিদ্ধ হয়ে যাওয়া সংগঠনের সঙ্গে পূর্ব যোগাযোগের অর্থ এই নয় যে, আইনে এখন রাউলকে ব্যবসা করা থেকে বিরত রাখতে পারবে৷

‘‘বেআইনি না হলে জার্মানিতে প্রত্যেকেই নতুন ব্যবসা শুরু করতে পারেন'', জানান শ্র্যোটার৷

আপনার কি এ বিষয়ে কিছু বলার আছে? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ