1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভালোবাসার চিঠি’

২৪ সেপ্টেম্বর ২০১২

ইসলাম বিরোধী ভিডিও আর মহানবী (সা:)কে নিয়ে কার্টুনের প্রতিবাদে এখন মুসলিম বিশ্বে চলছে বিক্ষোভ৷ এরই মধ্যে ফ্রান্সের বিখ্যাত লুভ্র জাদুঘরে খোলা হলো ইসলামি শিল্পকলার এক সংগ্রহশালা৷

ছবি: dapd

প্রায় ১০০ মিলিয়ন ইউরো ব্যয়ে তৈরি এই সংগ্রহশালাটি উদ্বোধন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷ খরচের একটা অংশ ফ্রান্স সরকার দিয়েছে৷ আর বাকিটা এসেছে সৌদি আরব, মরক্কো, কুয়েত, ওমান আর আজারবাইজান থেকে৷

সপ্তম থেকে উনবিংশ শতাব্দি পর্যন্ত সময়কার বিভিন্ন মুসলিম নিদর্শন রয়েছে এই সংগ্রহশালায়৷ স্পেন, মিশর, মধ্য এশিয়া, পারস্য অঞ্চল, ভারত সহ বিভিন্ন এলাকা থেকে নিদর্শনগুলো সংগ্রহ করা হয়েছে৷

প্রায় ১০০ মিলিয়ন ইউরো ব্যয়ে তৈরি এই সংগ্রহশালাটি উদ্বোধন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদছবি: dapd

সেখানে মুঘল আমলের কার্পেট যেমন রয়েছে৷ তেমনি রয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে পুরাতন ভালোবাসার চিঠিও৷

চীনা শিল্পকলার এক অবসরপ্রাপ্ত শিক্ষক বলছেন, মুসলমানদের সম্পর্কে পশ্চিমা বিশ্বে যে ভুল ধারণা রয়েছে এই সংগ্রহশালা সেটা ভাঙাতে সহায়তা করবে৷ কেননা লুভ্রর এই সংগ্রহশালায় ইসলামকে একটি শান্তির ধর্ম হিসেবে দেখানো হয়েছে৷

প্যারিসের অন্য একটি জাদুঘরের ইসলামি শিল্পকলা বিভাগের প্রধান সোফি মাকারিও বলছেন, ‘ইসলাম' শব্দটিকে তার পুরো মাহাত্ম অবশ্যই ফিরিয়ে দিতে হবে৷ কেননা ইসলাম মানেই যে শুধুই জিহাদ, সেটা ঠিক নয়৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ