মুসা ইব্রাহীমের ‘এভারেস্ট জয়ের’ চার বছর পূর্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে আর কোনো ‘অপপ্রচার’ না চালানোর আহ্বান জানিয়েছেন বক্তারা৷ তাঁরা বলছেন, মুসাই বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই৷
বিজ্ঞাপন
শুক্রবার ঢাকার রুশ সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে মুসা ইব্রাহীমও প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ের পক্ষে নানা তথ্য-প্রমাণ উপস্থাপন করেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী৷ ২০১০ সালের ২৩শে মে মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের সহযাত্রী নেপালের নাগরিক লাল বাহাদুর জিরেলও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে৷
লাল বাহাদুর তাঁর বক্তৃতায় বলেন, ‘‘আমার সৌভাগ্য যে আমি মুসার এভারেস্ট জয়ের সহযাত্রী ছিলাম৷ আর এভারেস্টের চূড়ায় পৌঁছানোর পর বাংলাদেশের পতাকা হাতে মুসার ছবি আমিই তুলেছি৷''
তিনি বলেন, এভারেস্ট অভিযানে মুসার জীবন বিপন্ন হতে পারত৷ কিন্তু তিনিই প্রথম বাংলাদেশের পতাকা উড়িয়েছেন এভারেস্টের চূড়ায়৷ এভারেস্ট জয় করে ফিরে এসেছেন৷ মুসা দেশের সম্মান৷ তাঁর সম্মানহানি হয় – এমন কোনো কাজ যেন না করা হয়৷
এভারেস্টে সেই অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানে তুলে ধরেন মুসা ইব্রাহীম৷ তিনি বলেন, ‘‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা৷ তিনি যেমন দেশকে স্বাধীন করেছেন৷ আমি তেমনি প্রথম দেশের পতাকা এভারেস্টের চূড়ায় উড়িয়েছি৷ এটা আমার ব্যক্তিগত অর্জন নয়, এটা দেশের অর্জন৷''
মুসা সত্যিই এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন কিনা – তা নিয়ে বাংলাদেশে গুঞ্জন তৈরি হয় ওই অভিযানের পর থেকেই৷ সম্প্রতি নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাময়িকীতে প্রকাশিত এভারেস্টজয়ীদের একটি তালিকায় মুসা ইব্রাহীমের নাম না থাকায় সেই বিতর্ক আরো জোর পায়৷ তবে সাময়িকীটিতে এভারেস্ট জয়ী বাংলাদেশি এম এ মুহিত সম্পর্কেও ভুল তথ্য রয়েছে৷
মুসা বলেন, ‘‘যাঁরা এই অর্জন নিয়ে অপপ্রচার করছেন, দেশের সম্মানের কথা তাঁদের মাথায় রাখা উচিত৷ সত্য কোনো দিন আড়াল করা যায় না৷ অপপ্রচার চালিয়ে কোনো অর্জন নষ্ট করা যায় না৷''
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রিচার্ড লাভ, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আলেক্সান্ডার পি. ডেমিন, বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন এনাম তালুকদার, জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপসমূহের মহাসচিব শিশির শীল, আমাদের গ্রাম-এর পরিচালক রেজা সেলিম এবং সাংবাদিক ও নর্থ আলপাইন ক্লাবের সহ সভাপতি পল্লব মোহাইমেন অনুষ্ঠানে বক্তব্য দেন৷
এভারেস্ট জয়ের ষাট বছর
১৯৫৩ সালে এডমান্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে মাউন্ট এভারেস্ট জয় করেন৷ মানব জাতির ইতিহাসে তাঁরাই প্রথম পা রাখেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে৷ আর ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম৷
ছবি: DIAMIR Erlebnisreisen GmbH
প্রথম জয়, প্রথম মৃত্যু
২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের সর্বোচ্চ শেখরে পা রাখেন মুসা ইব্রাহীম (বামে)৷ সেই জয়ের খবরে আনন্দের বন্যা নামে বাংলাদেশে৷ আর ২০১৩ সালে এভারেস্ট জয় করে ফেরার পথে মারা যান সজল খালেদ৷ এই ছবিঘরে মানবজাতির এভারেস্ট জয়ের ইতিহাসের দিকে দৃষ্টি দেওয়া হয়েছে৷ একেবারে সেই ১৯৫৩ সাল থেকে৷
ছবি: Musa Ibrahim
কোড ম্যাসেজ
‘‘স্নো কন্ডিশনস ব্যাড স্টপ অ্যাডভান্সড বেস এবানডন্ড মে টোয়েন্টিনাইন স্টপ অ্যাওয়েটিং ইমপ্রুভমেন্ট স্টপ অল ওয়েল’’ এই ম্যাসেজের অর্থ হচ্ছে: ‘‘হিলারি এবং তেনজিং ২৯ মে এভারেস্টের সর্বোচ্চ চূড়া জয় করেছে৷’’ ১৯৫৩ সালের পহেলা জুন এই তথ্য লন্ডনে পৌঁছায়৷ এভারেস্টের সর্বোচ্চ শিখরে মানুষের পদচিহ্নের খবর শুনে উৎসবে মেতে ওঠে সবাই৷
ছবি: picture-alliance/AP Photo
কে আগে চূড়ায় উঠেছিল?
নিউজিল্যান্ডের এডমান্ড হিলারি আর শেরপা তেনজিং নোরগে (ছবিতে বামে) এভারেস্ট জয়ের পর এক নতুন বিতর্ক সৃষ্টি হয়৷ এই দু’জনের মধ্যে কে আগে চূড়ায় পা রেখেছিলেন তা নিয়ে শুরু হয় তুমুল রাজনৈতিক বিতর্ক৷ নেপাল এবং ভারত এই জয় তাদের দাবি করে৷ তবে এভারেস্ট জয়ের কয়েক বছর পর হিলারি জানান, চূড়ায় ওঠার সময় তিনি তেনজিং এর থেকে কয়েক পা সামনে ছিলেন৷
ছবি: DW/S. Nestler
অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়
হিলারি ও তেনজিং-এর সেই ঐতিহাসিক অভিযানের পরের তিন দশকে বহু পর্বতারোহী বিভিন্ন পথ ধরে এভারেস্টে উঠেছেন৷ ১৯৭৮ সালে সাউথ টাইরোলিয়ান রাইনহোল্ড মেসনার (ডানে) এবং অস্ট্রেলিয়ান পিটার হেবেলার (বামে) অক্সিজেনের বাড়তি জোগান ছাড়াই এভারেস্ট জয় করেন৷
ছবি: picture-alliance/dpa
দলে দলে এভারেস্ট জয়
১৯৯০ দশকের দিকে দল বেধে পর্বতারোহীরা এভারেস্ট জয় শুরু করেন৷ সেই সময় থেকে প্রতিবছর শত শত পর্বতারোহী এভারেস্টের চূড়ায় উঠছেন৷ রেকর্ড বলছে, এখন অবধি কমপক্ষে ৬,০০০ বার সফলভাবে এভারেস্টের চূড়া জয় করেছে মানুষ৷ আবহাওয়া ভালো থাকলে নির্দিষ্ট কিছু সময়ে এভাবেই এভারেস্টের চূড়ার দিকে যাত্রা করেন পর্বতারোহীরা৷
ছবি: picture-alliance/dpa
চূড়ায় পর্বতারোহীদের ভিড়
সফলভাবে এভারেস্টের চূড়ায় উঠতে চূড়ান্ত পর্যায়ে অ্যাডভান্সড বেস ক্যাম্প থেকে কমপক্ষে চারদিন সময় লাগে আর এই সময়টা আবহাওয়া অবশ্যই ভালো থাকতে হবে৷ সাধারণত একইসময়ে অনেক অভিযাত্রী চূড়ার দিকে যাত্রা করেন, কেননা সবাই আবহাওয়ার পূর্বাভাষের উপর নির্ভরশীল৷ ফলে একদিনে অনেক পর্বতারোহীকে চূড়ায় এভাবে ভিড় করতে দেখাটা স্বাভাবিক৷
ছবি: picture-alliance/dpa
শেরপারা পথ দেখান
শেরপাদের সহায়তা ছাড়া কারো পক্ষে এভারেস্টের চূড়া জয় করা কার্যত অসম্ভব৷ তাঁরা এভারেস্টের চূড়ায় ওঠার পথের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সদা তৎপর৷
ছবি: picture-alliance/dpa
৮০ বছরে এভারেস্ট জয়
এভারেস্ট প্রতি বছরই চলে রেকর্ড গড়ার এবং ভাঙার খেলা৷ এই বসন্তে আশি বছর বয়সি জাপানি বৃদ্ধ ইউচিরো মিউরা এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় পা রেখেছেন৷ এর আগে ২০১০ সালে মাত্র ১৩ বছর বয়সে এভারেস্ট জয় করেন জর্ডান রেমেরো৷ দুটোই রেকর্ড৷
ছবি: picture-alliance/dpa
উদ্ধার তৎপরতা
২০০৩ সালে এভারেস্ট বেসক্যাম্পে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান দুই ব্যক্তি৷ দশ বছর পর মানে এখন এভারেস্ট বেসক্যাম্প পর্যন্ত হেলিকপ্টারে যাতায়াত স্বাভাবিক ব্যাপার৷ এখন অবধি সর্বোচ্চ ৭,৮০০ মিটার উচ্চতায় হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়েছে৷
ছবি: Getty Images
এভারেস্টে জলবায়ু পরিবর্তনের প্রভাব
জলবায়ু পরিবর্তনের ফলে এভারেস্টেরও ক্ষতি হচ্ছে৷ গত পঞ্চাশ বছরে সেখানকার বরফের পরিমাণ কমেছে ১৩ শতাংশ৷
ছবি: picture-alliance/dpa
গর্বের এভারেস্ট
এভারেস্টের অধিকাংশ অংশই নেপালের আওতায় রয়েছে৷ ফলে এভারেস্টকেন্দ্রিক পর্যটন খাত থেকে বিপুল অর্থ আয় করে দেশটির সরকার৷ প্রতি বছরের ২৯ মে ‘আন্তর্জাতিক মাউন্ট এভারেস্ট দিবস’ উদযাপন করে নেপাল৷ ১৯৫৩ সালের এই দিনে এভারেস্টের চূড়ায় উঠেছিল মানুষ৷
ছবি: picture-alliance/dpa
পর্যটক কমাতে অনাগ্রহী নেপাল
এভারেস্টের চূড়ায় আরোহনের ক্ষেত্রে বিশেষ কোন বিধিনিষেধ আরোপ করার পক্ষে নয় নেপাল৷ বরং প্রয়োজনীয় টাকা থাকলে যেকেউ চেষ্টা করতে পারে এভারেস্ট জয়ের৷
ছবি: DW/S. Nestler
বাংলাদেশের এভারেস্ট জয়
২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম৷ এরপর আরো চারজন বাংলাদেশি এভারেস্টের চূড়ায় উঠেছেন৷ এদের মধ্যে দু’জন মেয়ে৷ আর ২০১৩ সালে চূড়া জয় করে নামার পথে ‘ডেথ জোনে’ মারা যান সজল খালেদ৷
ছবি: DIAMIR Erlebnisreisen GmbH
13 ছবি1 | 13
পল্লব বলেন, ‘‘মুসার পরেও বাংলাদেশের আরো কয়েকজন এভারেস্ট জয় করেছেন৷ কিন্তু মুসার কাছেই এভারেস্ট জয়ের সবচেয়ে বেশি প্রমাণ রয়েছে৷ তারপরও তাকে অপপ্রচারের মুখোমুখি হতে হয়েছে৷ এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে৷'' বলা বাহুল্য, তিনি মনে করেন মুসা কিছু লোকের ঈর্ষার শিকার৷
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘‘মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করে এখন ইতিহাসের অংশ৷ তিনি দেশকে সম্মানের জয়াগায় নিয়ে গেছের৷ তিনি তরুণদের অনুপ্রেরণার উৎস৷ তাঁর এই অর্জন নিয়ে যাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাঁরা দেশকেই অপমান করছের৷ ইতিহাসের ফুটনোটেও তাদের জায়গা হবে না৷'
বাংলাদেশের এভারেস্ট জয়ের চার বছর পূর্তি উপলক্ষ্যে সপ্তাহব্যাপী একটি আলোচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে৷ আলোচনা অনুষ্ঠান শেষে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করা হয়৷