1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসা ইব্রাহীম-এর এভারেস্ট জয়

২৩ মে ২০১০

সকাল থেকেই গুঞ্জন মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছেন৷ এভারেস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিয়ে কিছু না জানালেও, ব্লগগুলোতে এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে৷ শুভেচ্ছা বাণীতে ভরেছে ফেসবুক, টুইটার৷

গত কয়েক বছর ধরেই এভারেস্ট জয়ের চেষ্টা করছেন মুসা এবং আরো কয়েকজন বাংলাদেশী যুবক (ফাইল ফটো)ছবি: NACB

মুসা ইব্রাহীমের মাউন্ট এভারেস্ট জয়ের গুঞ্জন প্রসঙ্গে যোগাযোগ করা হলে, নেপালের মুক্তিনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোমল আরিয়াল জানান, তিব্বত অংশ থেকে মুসা ইব্রাহীমের ট্যুর পরিকল্পনা করেছে হিমালয়ান গাইড৷ সংস্থাটির কর্মকর্তা ঈশ্বরী তিব্বত অংশের বেসক্যাম্প থেকে স্যাটেলাইট ফোনে রবিবার জানতে পারেন যে, মুসা প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন৷

হিমালয়ান গাইড-এর কর্মকর্তা ঈশ্বরী টেলিফোনে ডয়চে ভেলেকে বলেন, ‘‘হ্যাঁ, তিনি (মুসা ইব্রাহীম) আজকে সকালে মাউন্ট এভারেস্ট সামিট জয় করেছেন৷ চীনা মান সময় সকাল আটটায়৷’’

এই তথ্য কিভাবে পেলেন জানতে চাইলে ঈশ্বরী বলেন, ‘‘আমার বেসক্যাম্প ম্যানেজারের কাছ থেকে৷’’

ঈশ্বরী দাবি করেন, ‘‘এটিই আনুষ্ঠানিক বার্তা৷ কারণ, আমি বেসক্যাম্পের সঙ্গে স্যাটেলাইট ফোনে কথা বলেছি এবং আমাদের মধ্যে রেডিও যোগাযোগ রয়েছে৷’’

মুসা ইব্রাহীম (ফাইল ফটো)ছবি: NACB

এর আগে আমারব্লগ ডট কম সাইটে ব্লগার ‘ব-কলম' লিখেছেন, ‘কাঠমান্ডুর মুক্তিনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর স্বত্তাধিকারী কোমল আরিয়াল-এর ফোন পেয়ে ঘুম ভাঙলো৷ খুব চিৎকার করে কথা বলছে৷ কিছুই বুঝতে পারছিলাম না৷ দু'তিনবারের চেষ্টায় অর্থ উদ্ধার করলাম যে, আমাদের মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্ট-এর চূড়ায় উঠতে সক্ষম হয়েছে৷ আজ ভোরে (২৩ মে) সে এভারেস্ট-এ ওঠে৷'

এদিকে, মুসা যেই ক্লাবের সদস্য মানে ‘নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ'-এর ফেসবুক গ্রুপটি ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়৷ প্রখ্যাত লেখক আনিসুল হক সেখানে লিখেছেন, ‘মুসাকে শুভেচ্ছা, আমরা খুব খুশি৷ নিরাপদে ফিরে এসো৷' আনিসুল হক ছাড়াও আরো অনেকে করেছেন একইধরণের মন্তব্য৷

জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে মনোজ চক্রবর্তী লিখেছেন, ‘মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন মুসা ইব্রাহীম৷ তিনিই প্রথম বাংলাদেশি, যে এভারেস্টের চূড়ায় উঠলো৷’ টুইটারে একই ধরণের পোস্ট করেছেন সাবিলা ইনুনসহ আরো অনেক ব্লগার৷

এদিকে সামহোয়্যার ইন ব্লগ সাইটে ব্লগার অর্ফিয়াস-এর শিরোনাম, ‘সাবাস মুসা ইব্রাহীম, সাবাস বাঘের বাচ্চা৷' একই সাইটে অপর এক ব্লগার মুসার এভারেস্ট জয়ের চেষ্টার বিবরণ দিয়েছেন এভাবে, ‘মুসা গত ছয় সাত বছর ধরে এই চর্চা করে আসছে৷ প্রথমে ছোট ছোট পাহাড় গুলোতে ওঠা৷ তার পর আরেকটু বড় পাহাড়৷ আরেকটু বড়৷ গত বছর (২০০৯-এর জুলাই মাসে) মুসা ও তার দল উঠেছিল অন্নপূর্না -৪ এ৷ এটি প্রায় ২৪,৬৮৮ ফুট৷'

প্রসঙ্গত, মুসা ইব্রাহীম যদি সত্যিই এভারেস্ট জয় করে থাকেন, সেটা বাংলাদেশিদের জন্য দারুণ গর্বের৷ কেননা, এখনো কোন বাংলাদেশি যেতে পারেনি এতদূর৷ তবে, এই খবরের আনুষ্ঠানিক সত্যতা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ৷ অন্তত, নর্থ আলপাইন ক্লাব এমনটাই জানাচ্ছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ