1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজ

২২ ডিসেম্বর ২০১৬

ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন৷ বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির বার্ষিক কোনো পুরস্কার জয় করলেন তিনি৷ আইসিসির ওয়েবসাইট থেকে পাওয়া গেছে এই তথ্য৷

মুস্তাফিজুর রহমান
ছবি: Getty Images/AFP/D. Sarkar

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরস্কার প্রদানের জন্য বিবেচিত সময়ে তিনটি ওয়ানডেতে আট উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান৷ এছাড়া দশটি টি-২০ ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন তিনি৷

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ায় উচ্ছ্বসিত মুস্তাফিজুর রহমান বলেন, ‘‘আমার কাছে চলতি বছরের সবচেয়ে সেরা পুরস্কার এটি, যা ভবিষ্যতে আমাকে আরো ভালো করতে উৎসাহ যোগাবে৷ পুরস্কার জয় করে আমি খুশি এবং গর্বিত, বিশেষ করে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এটা অর্জন করায়৷''

আইসিসিকে মুস্তাফিজ আরো বলেন, ‘‘প্রত্যেক বিকাশমান ক্রিকেটারের কাছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা স্বপ্ন, আমার ক্ষেত্রে সেই স্বপ্ন সত্যি হয়েছে৷ আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাকে বিভিন্ন সময়ে সহায়তা করেছেন এবং যখনই সুযোগ মিলবে নিজের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আমি৷''

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিখেছে, ‘‘এখন পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ২৪টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ৷ তরুণ এই বাঁহাতি পেসার এরই মধ্যে নিয়েছেন ৫২ উইকেট৷ এই মুহূর্তে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন তিনি৷ চোট কাটিয়ে মাঠে ফেরার দিনে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে নিয়েছেন ২ উইকেট৷''

উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মুস্তাফিজুর রহমানের৷ তাঁর বোলিংয়ের এক বিশেষ কৌশল ‘মুস্তাফিজ কাটার' হিসেবে পরিচিতি পেয়েছে৷ এই কাটারে ধরাশায়ী হয়েছেন অনেক বড় বড় ব্যাটসম্যান৷ তবে ইতোমধ্যে ইনজুরির শিকার হয়ে কিছুদিন মাঠের বাইরে কাটিয়েছেন বাংলাদেশের এই বিস্ময়৷

এআই/জেডএইচ (আইসিসি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ