1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূসের পক্ষে ভোট

৭ ফেব্রুয়ারি ২০১৪

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি বিশ্বের ২০০ জন প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা তৈরি করেছে৷ অনলাইন ভোটাভুটির মাধ্যমে এই তালিকা থেকে শীর্ষ ২৫ জনকে বাছাই করা হবে৷ বাংলাদেশের নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসও রয়েছেন তালিকায়৷

Nobel Friedenspreis Gewinner Muhammad Yunus
ছবি: AP

সিএনবিসির তালিকায় বাংলাদেশের একমাত্র নোবেল জয়ীর নাম থাকার বিষয়টি ফেসবুকে জানায় ‘মুহাম্মদ ইউনূস' শিরোনামের একটি ফেসবুক পাতা৷ এক লাখ সত্তর হাজারের বেশি ভক্ত সমৃদ্ধ এই পাতাটি অধ্যাপক ইউনূসের আনুষ্ঠানিক বা ফেসবুক স্বীকৃত কোন পাতা নয়৷ পাতাটি তাঁর ভক্তদের৷ এই পাতায় সিএনবিসির লোগো যুক্ত একটি ছবি প্রকাশ করা হয় এবং একইসঙ্গে অধ্যাপক ইউনূসের পক্ষে ভোট চাওয়া হয়েছে৷

মূলত ক্ষুদ্রঋণের পথিকৃৎ হিসেবে তালিকায় মুহাম্মদ ইউনূসের নাম রয়েছে৷ আর তাঁর সঙ্গে রয়েছেন স্টিভ জবস, বিল গেটস, মার্ক সাকারবার্গসহ আরো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি৷ বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা অবধি ভোটাভুটির ফলাফলে দেখা গেছে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ভোটের হিসেবে এখনো বেশ পিছিয়ে আছেন৷ তবে শুক্রবার সারাদিনে তাঁর পক্ষে ভোট বেড়েছে প্রায় শূন্য দশমিক ২০ শতাংশ৷ ভোটের হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন ‘আইগড' খ্যাত অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস৷

এদিকে, ডয়চে ভেলের ফেসবুক পাতায় এ সংক্রান্ত একটি পোস্টে মন্তব্য করেছেন অনেকে৷ ফেরদৌস সরকার লিখেছেন, ‘‘বাংলাদেশের জন্য গৌরবজনক নোবেল পুরস্কার নিয়ে আসা মানুষটিকে দেশের মানুষ ঠিকভাবে চিনতে পারলেন না৷ তিনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ নাগরিকদের মধ্যে অন্যতম৷ পৃথিবীর অনেক মানুষ তাঁকে চেনেন কিন্তু পরিতাপের বিষয়, বাঙালিই তাঁকে চিনতে পারলো না৷'' রহমান খান লিখেছেন, ‘‘ ড. মুহাম্মদ ইউনূস, আমরা আপনার জন্য গর্ববোধ করি৷''

প্রসঙ্গত, অধ্যাপক ইউনূসের কর্মকাণ্ড নিয়ে বাংলা ব্লগেও নিয়মিত বিভিন্ন নিবন্ধ প্রকাশ হচ্ছে৷ পহেলা ফেব্রুয়ারি সামহয়্যার ইন ব্লগে মোঃ নাহিদ শামস্‌ লিখেছেন, ‘‘পৃথিবীর ইতিহাসে নোবেল বিজয়ীদের সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়৷ ড. ইউনূসকে পুরো পৃথিবী সম্মানিত করলেও বাঙালী জাতির কিয়দংশের কাছে তিনি যে পরিমাণ বঞ্চনা সইছেন, তার উদাহরণ বিশ্বে বিরল৷''

এই ব্লগার লিখেছেন, ‘‘একজন বাংলাদেশি নোবেল পুরস্কার পেলেন, বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী বাঙালীদের একজন হলেন- কট্টরপন্থি আওয়ামী সমর্থকগণ তা কোনভাবেই মেনে নেবে না! তারা লজিক দেখাবেন ‘ইউনূস সুদখোর৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ